বাদল অধিবেশনের দ্বিতীয় দিন |
আজ রাজ্যসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও অসমে হিংসা পরিস্থিতি নিয়ে উত্তাল হয়ে ওঠে সভার দুই কক্ষ। অসমের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে সরব হন বিরোধীরা। বাদানুবাদে জড়িয়ে পড়েন সরকার পক্ষ ও বিরোধীরা। অরুণ জেটলি বলেন, অসমে হিংসার ঘটনা কোনও সাধারণ হিংসার ঘটনা নয়। এই ঘটনাকে ছোট করে দেখা উচিত নয়। অসমে অবৈধ অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। এই অনুপ্রবেশ অসমের হিংসার অন্যতম কারণ। হিংসা রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অসম সরকার। অসমের সাংস্কৃতিক পরিবেশ এখন বিপদের মুখে। এদিকে এই হিংসার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। তিনি আরও বলেন, অসমে হিংসা পরিস্থিতিকে ধর্মীয় রূপ দেওয়া উচিত নয়। অসম সরকারের রিপোর্ট জমা পড়েছে। সামাজিক ও রাজনৈতিক কারণে এই হিংসার ঘটনা ঘটেছে। সিবিআই-এর একটি দল অসমে গেছে এই ঘটনার বিস্তারিত তদন্ত করতে।
|
চাকলায় পুলিশ-জনতা সংঘর্ষ |
উত্তর ২৪ পরগনার চাকলায় পুলিশ-জনতা সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। চাকলার লোকনাথ মন্দিরে পুজো দিতে আসা মানুষের ভিড়ে কোনও ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়। উত্তেজিত জনতা পালটা চড়াও হয় পুলিশের উপর। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু গ্যাংম্যানের |
সাঁইথিয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল গ্যাংম্যানের। এই ঘটনার জেরে ওই লাইন অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ দেখান গ্যাংম্যানরা। দীর্ঘক্ষণ অবরোধের ফলে বিপর্যস্ত হয় রেল পরিষেবা। এই অবরোধের ফলে আটকে পরে ইন্টারসিটি এক্সপ্রেস। রেল পুলিশ ও রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে সকাল ১০টার পর অবরোধ ওঠে। এখন ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক।
|
ডায়মন্ড হারবারে পথদুর্ঘটনা |
ডায়মন্ড হারবারের রত্নেশ্বরে ট্রেলার-অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক শিশুর, আহত হয়েছেন ১১ জন। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|