টুকরো খবর |
গরু ‘গরমিল-কাণ্ডে’ তদন্তে আধিকারিক |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
|
গরু-গণনা। ছবি: সব্যসাচী ইসলাম। |
আদালতের নির্দেশে গরু ‘গরমিল-কাণ্ডে’ মাঠে নেমে তদন্ত শুরু করল পুলিশ। তদন্তে নেমে বুধবার দাবিদারহীন ৬টি গরুকে রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা থেকে উদ্ধার করে। এখানেই শেষ নয়। বিকেল ৪টে নাগাদ গরু গরমিল কাণ্ডে তদন্তে নামেন খোদ রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস নন্দী এবং ঘটনার তদন্তকারী অফিসার টুবাই ভৌমিক। তার আগে অবশ্য রামপুরহাট আদালতের এসিজেএম আনন্দকুমার তিওয়ারি মহকুমা পুলিশ আধিকারিককে ডেকে পাঠান। সরকারি আইনজীবী চন্দ্রনাথ গোস্বামী বলেন, “আদালত মহকুমা পুলিশ আধিকারিক-সহ ঘটনার তদন্তকারী অফিসারকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে বলেন। কারণ, গরুর মালিক পক্ষের আইনজীবী দাবিদারহীন কয়েকটি গরুকে মাঠপাড়া এলাকায় বেঁধে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন।” এলাকায় গিয়ে দেখা যায়, মাঠপাড়ার মাঠে ৬টি গরু বাঁধা আছে। তাদের মালিক কে এলাকার বাসিন্দাদের ডেকে জিজ্ঞাসা করছেন তদন্তকারী অফিসার। গরুগুলি কখন কে বেঁধে রেখে তাঁদের জানা নেই বলে বাসিন্দারা জানিয়েছেন। শেষ পর্যন্ত গরুগুলিতে বাজেয়াপ্ত করা হয়। তখন তদন্তকারী অফিসারকে বলতে শোনা যায়, “গরু তো বাজেয়াপ্ত করা হল। রাখা যায় কোথায়?”
|
সাপ নিয়ে শিবির ডুয়ার্সে |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সাপ নিয়ে ডুয়ার্সে সচেতনা শিবির করলেন সর্প বিশেষজ্ঞ জেরি মার্টিন। বুধবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায় বন কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তিনি সাপ ধরা শেখানোর পাশাপাশি সাপ সম্পর্কিত নানা তথ্য তুলে ধরেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক জে ভি ভাস্কর জানান, বেঙ্গালুরু থেকে জেরি মার্টিন ও কেরল থেকে তিনজন চিকিৎসক এসেছেন। সাপের সম্পর্কে আলোচনা এবং নানা তথ্য তাঁরা শিবিরে তুলে ধরেছেন। জেরি মার্টিন জানান, প্রতি বছর ৩৫ হাজার থেকে ৫০ হাজার লোক ভারতে সাপে কাটার কারণে মারা যায়। একই প্রজাতির সাপের বিভিন্ন জায়গায় বিষের তীব্রতার পার্থক্য রয়েছে। কিন্তু সাপে কাটার পর একই বিষরোধক প্রয়োগ হচ্ছে সব জায়গায়তে। এদেশের সাপে কাটার ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাতে আধুনিকতার প্রয়োজন রয়েছে।
|
দাঁতালের তাণ্ডব বাঁকুড়ায় |
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
রাতের অন্ধকারে একই গ্রামের দু’টি দোকান ও ছ’টি কাঁচা ঘর ভাঙচুর করল দু’টি হাতি। মঙ্গলবার রাতে বড়জোড়া থানার গদারডিহি গ্রামে এই তাণ্ডব হয়। বাসিন্দাদের ক্ষোভ, রাত ১২টায় হাতি দু’টি গ্রামে ঢুকে ভাঙচুর করার পরে তাঁরাই মশাল নিয়ে হাতিগুলিকে তাড়ান। কিন্তু বনকর্মীদের দেখা মেলেনি। ওই রাতেই বেলিয়াতোড়ের বৃন্দাবনপুর গ্রামে বহু বীজ ধানের জমি নষ্ট করে দিয়েছে ২৪টি হাতির পাল। ক্ষতিগ্রস্ত চাষী সুভাষ তুং বলেন, “বুধবার সকালে খেত মজুরদের নিয়ে ধান রুইতে গিয়ে দেখি আমনের বীজতলা সাফ। নতুন করে বীজ বুনে চাষ করা প্রায় অসম্ভব। ক্ষতিপূরণও মিলবে কি না জানি না।” ওন্দার রামসাগরে দু’টি দোকান এবং বিষ্ণুপুরের পূণর্র্ডিহি গ্রামে হাতিরা একটি ঘর ভাঙচুর করে। বড়জোড়ার রেঞ্জ অফিসার সৌমেন মণ্ডল বলেন, “ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারটি বিবেচনা করা হচ্ছে।”
|
চিতাবাঘ আসবে ‘মিনি-জু’-তে, বললেন মন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমানের রমনাবাগান মিনি চিড়িয়াখানায় কিছুদিনের মধ্যেই কয়েকটি চিতাবাঘ পাঠানো হবে বলে জানালেন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন। তিনি বলেন, “আমি উত্তরবঙ্গে মানুষ। সেখানে কোচবিহার, জলপাইগুড়ির অভয়ারণ্যগুলিতে চিতাবাঘের (লেপার্ড) সংখ্যা যথেষ্ট বেড়েছে। জায়গার অভাবে তারা জঙ্গলে থাকতে পারছে না। বর্ধমানের মিনি জু-তে এই মূহুর্তে কোনও লেপার্ড নেই। তাই এখানে কয়েকটি লেপার্ডকে পাঠানো হবে। এই কাজের জন্য সেন্ট্রাল জু অথরিটির অনুমতি চেয়েছি আমরা। সেটা পেলেই রমনাবাগানও লেপার্ড পাবে।” উল্লেখ্য, রমনাবাগানের লেপার্ড এনক্লোজার বর্তমানে চিতাবাঘশূন্য। এখানে পরপর বেশ কয়েকটি চিতাবাঘ মারাও গিয়েছে। ফলে রমনাবাগানের মিনি জু-র আকর্ষণও কমছে। রমনাবাগানের বাসিন্দা দু’টি ভাল্লুকের একটিকে বেশ কয়েকদিন হল এই ‘লেপার্ড এনক্লোজারে’ রাখা হয়েছে। অন্যটি অবশ্য রয়েছে মিনি জু-র ভিতরের দিকে।
|
সাপের ছোবলে মৃত ছাত্রী |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
সাপের ছোবলে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। মঙ্গলবার রাতে কালনা ২ ব্লকের সিঙ্গা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম শকুন্তলা সোরেন (১৮)। স্থানীয় সেনেরডাঙা রামকৃষ্ণ বিদ্যামন্দিরের দশম শ্রেণীর ছাত্রী ছিল সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের মাটির বাড়িতে শকুন্তলা রাত ৮টা নাগাদ মশারি টাঙাতে যায়। অন্ধকার ওই ঘরে আচমকা সাপে কাটে তাকে। প্রথমে অচেতন অবস্থায় ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ওই স্কুলছাত্রীকে। রাত ১০টা নাগাদ শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
|
সৌন্দর্যায়নের উদ্যোগ |
শহিদ মিনার, মনোহরদাস তড়াগ, কার্জন পার্ক-সহ ধর্মতলা বাসস্ট্যান্ড চত্বর নতুন ভাবে সাজাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। এ কাজে রাজ্য সরকারের পূর্ত বিভাগও সঙ্গে থাকছে। বুধবার পুর কমিশনার খলিল আহমেদের নেতৃত্বে পুরসভা ও পূর্ত দফতরের অফিসারেরা ওই স্থানগুলি পরিদর্শন করেন। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “পুজোর আগেই কাজ শুরু হবে। মনোহরদাস তরাগের জলের স্বাভাবিক রং পাল্টে গিয়েছে। ক্রমশই দূষিত হচ্ছে আশপাশের চত্বর। সে দিকে লক্ষ রেখেই পুরো এলাকায় সৌন্দর্যায়নের কাজ হবে।” পূর্ত দফতর সূত্রে খবর, ওই এলাকার বেশ কিছু অংশ প্রতিরক্ষা দফতরের। সৌন্দর্যায়নের কাজ শুরুর আগে তাদের অনুমতি নেওয়া হবে। প্রকল্পের খরচ পুরসভা ও পূর্ত দফতর যৌথ ভাবে বহন করবে।
|
সরিস্কায় ‘সুখবর’ |
রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে একটি বাঘের ছানার জন্ম হল। বুধবার প্রকল্পের ক্যামেরায় ছানাটির ছবি ধরা পড়েছে। রাজ্যের বনমন্ত্রীর মন্তব্য, “সুখবর! আমি খুশি।”
|
বুদ্ধির দৌড় |
তিন বছরের মানবশিশুর মতো বুদ্ধি রাখে টিয়া পাখিরা। বুদ্ধির পরীক্ষায় তারা হারিয়ে দিয়েছে বাঁদর এবং কুকুরদেরও। দাবি করেছেন ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। |
|