টুকরো খবর |
গীতিকা-কাণ্ডে জামিনের আর্জি কাণ্ডার |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
|
গীতিকা শর্মা আত্মহত্যার ঘটনায় এমডিএলআর বিমানসংস্থার অফিসার অরুণা চাড্ডাকে আজ গ্রেফতার করল দিল্লি পুলিশ। সুইসাইড নোটে গোপাল কাণ্ডার সঙ্গে অরুণা চাড্ডাকেও নিজের মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন গীতিকা। আজ জেরার পরই তাঁকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে গীতিকা কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী গোপাল কাণ্ডা আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন। অরুণা ছাড়া মনদীপ নামে সংস্থার আর এক কর্মীকেও এ দিন জেরা করে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, মনদীপ নামের ওই কর্মীকে এ দিন সিরসা থেকে দিল্লি আনা হয়। মূল অভিযুক্ত গোপাল কাণ্ডা যে ফোন নম্বর থেকে গীতিকাকে ফোন করতেন, সেই সিমকার্ডটি মনদীপের বলে দাবি পুলিশের। অন্য দিকে গোপাল কাণ্ডাকে জেরা করা হবে বলে গত কালই নোটিস পাঠিয়েছিল দিল্লি পুলিশ। তা সত্ত্বেও আজ সারাদিন কার্যত পুলিশকে এড়িয়ে গেলেন হরিয়ানার এই প্রাক্তন প্রতিমন্ত্রী। অশোক নগর থানায় তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও সেখানে আসেননি তিনি। এ দিন সকালে কাণ্ডার আইনজীবী জানান, কোম্পানির কাগজপত্র দেখার জন্য কাণ্ডাকে তিন দিন সময় দেওয়া হোক। কিন্তু সেই দাবি সঙ্গে সঙ্গেই খারিজ করে দেয় পুলিশ। এর পর গোপাল কাণ্ডার খোঁজে পুলিশের ছ’টি দল বিভিন্ন জায়গায় হানাও দেয়। কিন্তু সেখানে সন্ধান মেলেনি তাঁর।
|
এনসিটিসি-র নতুন প্রস্তাব পর্যালোচনা করবেন শিন্দে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দায়িত্ব নিয়েই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, তিনি রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে এগোতে চান। সেইমতো এ বার জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) নিয়ে তাঁর পূর্বসূরি চিদম্বরমের প্রস্তাব ক্যাবিনেট সচিবালয় থেকে ফেরত আনিয়েছেন সুশীলকুমার শিন্দে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আপত্তিতে এই কেন্দ্র গঠন নিয়ে এগোতে পারেনি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, নবীন পট্টনায়ক, জয়ললিতা, নরেন্দ্র মোদীর মতো যে সব মুখ্যমন্ত্রী এনসিটিসি নিয়ে আপত্তি তুলেছিলেন, তাঁদের সঙ্গে ফের কথা বলবেন শিন্দে। সেই অনুযায়ীই পুরো বিষয়টি পর্যালোচনা করে এনসিটিসি সম্পর্কে নতুন প্রস্তাবটি কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিতে নিয়ে যাবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আপত্তি তুলেছিলেন এই যুক্তিতে যে এনসিটিসি গঠন ‘রাজ্যের অধিকারে হস্তক্ষেপ’। রাজ্য পুলিশকে এড়িয়ে এনসিটিসি-কে গ্রেফতারি ও তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছিল। এ ছাড়া, এনসিটিসি-কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (ইন্টেলিজেন্স ব্যুরো)-র অধীনস্থ করা নিয়েও আপত্তি ওঠে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথার পরে চিদম্বরম প্রস্তাব পাঠান, এনসিটিসি-কে গোয়েন্দা সংস্থার আওতার বাইরে রেখে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা হিসেবে গঠন করা হোক। যদিও গ্রেফতারি বা তল্লাশি নিয়ে রাজ্যের আপত্তি মেনে নেওয়া হয়নি। বলা হয়, একমাত্র আপৎকালীন পরিস্থিতিতেই এনসিটিসি নিজে অভিযান চালাবে। তবে, রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে চলতে চান শিন্দে। তাই রাজ্যগুলির আপত্তি রয়েছে, এমন কিছু করতে চান না তিনি।
|
কেন্দ্রে সমন্বয় কমিটির বৈঠকে নেই তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ইউপিএ সমন্বয় কমিটির প্রথম বৈঠকেই অনুপস্থিত তৃণমূল। মূলত শরদ পওয়ারকে সন্তুষ্ট করতে এই প্রথম এই ধরনের কমিটি গড়েছে মনমোহন সরকার। আজ প্রধানমন্ত্রীর বাড়িতে ওই বৈঠকে এনসিপি-সহ বাকি শরিক দলগুলি উপস্থিত থাকলেও কোনও প্রতিনিধি পাঠাননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করার পর কংগ্রেস এবং তৃণমূলের মধ্যেকার সম্পর্কে যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। সম্প্রতি সনিয়া গাঁধীর মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন তৃণমূলের ১২ জন সাংসদ। এহেন পরিস্থিতিতে আজকের বৈঠকে কেন গরহাজির থাকল তৃণমূল? তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ জানিয়েছেন, সরকারের সঙ্গে তৃণমূলের এই নিয়ে কোনও মতান্তর নেই। তাঁর কথায়, “বৈঠক বয়কট করা হয়নি।” তবে? কুণালের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মমতা যেহেতু আজ জঙ্গলমহলে ব্যস্ত ছিলেন, তাই উপস্থিত থাকতে পারেননি। রেলমন্ত্রী মুকুল রায়ও আসতে পারেননি। কারণ তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে জঙ্গলমহলে ছিলেন। “পরবর্তী বৈঠকে অবশ্যই তৃণমূলের প্রতিনিধিত্ব থাকবে।” এখন থেকে প্রতি মাসের শেষ শুক্রবার কমিটির বৈঠক বসবে। এ দিনের বৈঠকে সনিয়া-মনমোহন এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যেরা বেশির ভাগই ছিলেন। পওয়ার খরার প্রসঙ্গ তুলেছিলেন। এ ছাড়া বিমান পরিবহণ, জ্বালানিতে ভর্তুকির মতো বিষয় নিয়েও এ দিন আলোচনা হয়।
|
ঝাড়খণ্ড বন্ধে মিশ্র প্রভাব |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
পঞ্চায়েত প্রতিনিধি এবং একাধিক আদিবাসী সংগঠনের ডাকা ঝাড়খণ্ড বন্ধে আজ মিশ্র প্রভাব দেখা গিয়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এ দিন বন্ধের প্রভাব ছিল বেশি। কয়লা এবং বক্সাইট খনিতে আজ কোনও ট্রাকে মাল তোলা-নামানোর কাজ হয়নি। বন্ধ ছিল দূরপাল্লার বাসের সঙ্গে পণ্য পরিবহণও। শহরের ছোট ও মাঝারি দোকানপাট খোলেনি। রাস্তায় অটোর সংখ্যাও ছিল অন্য দিনের তুলনায় কম। ফলে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। পুলিশ জানিয়েছে, গিরিডির কাছে বন্ধ সমর্থকরা সকালের দিকে রেল অবরোধ করে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তাও অবরোধ করা হয়। অবরোধ মুক্ত করতে রাজ্যের বিভিন্ন অংশ থেকে এ দিন সন্ধ্যা পর্যন্ত ১৫৫৭ জন বন্ধ সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যা অবধি বিশেষ অপ্রীতিকর কোনও ঘটনার খবর মেলেনি বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মুখপাত্র রিচার্ড লাকড়া। কাজের ক্ষেত্রে রাজ্যের পঞ্চায়েত প্রতিনিধিদের আইনি অধিকারের দাবিতে এ দিন বন্ধের ডাক দিয়েছিলেন পঞ্চায়েত প্রতিনিধিদের একাংশ। পাশাপাশি, নাগরির অধিগৃহীত জমি কৃষকদের ফেরত দেওয়ার দাবিতে এ দিন বন্ধের ডাক দিয়েছিল একাধিক আদিবাসী সংগঠন। এ দিনের বন্ধে নৈতিক সমর্থন জানিয়েছিল কংগ্রেস এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (জেভিএম)।
|
সারান্ডার শীর্ষ জঙ্গি নেতা পুলিশের জালে |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডার জঙ্গলে আজ ভোরে যৌথ বাহিনীর হাতে ধরা পড়েছে এলাকার প্রথম সারির এক মাওবাদী নেতা। তাঁর নাম জনসন গুঞ্জু। রাজ্য পুলিশের মুখপাত্র সত্যনারায়ণ প্রধান জানিয়েছেন, ধৃত জনসন গুঞ্জু মাওবাদী জঙ্গি বাহিনীর চাইবাসা-সারান্ডা এলাকার এরিয়া কম্যান্ডার ছিলেন। পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরেই জনসনকে ধরার চেষ্টা করছিল যৌথ বাহিনী। সারান্ডার জঙ্গলে নতুন করে ঘাঁটি তৈরির জন্য ক’দিন ধরে ওই এলাকায় মাওবাদীদের সক্রিয় হয়ে ওঠার খবর আসে পুলিশের কাছে। খবর আসে, জঙ্গি বাহিনীর এরিয়া কম্যান্ডার জনসনের আনাগোনারও। এর পরেই নানা কায়দায় যৌথ বাহিনী জাল বিছাতে শুরু করে। একে বারে যুদ্ধক্ষেত্রের কায়দায় গভীর জঙ্গলের কয়েকটি জায়গাকে চিহ্নিত করে ওৎ পাতে জওয়ানরা। আজ ভোরে যৌথ বাহিনীর পাতা জালে বিনা প্রতিরোধে ধরা পড়েন জনসন গুঞ্জু। পুলিশের দাবি: সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকলেও, তা ব্যবহার করার কোনও সুযোগই পাননি জনসন। গত কাল রাতে গিরিডিতেও যৌথ বাহিনীর হাতে ধরা পড়েছে এক কট্টর মাওবাদী জঙ্গি। পুলিশ জানিয়েছে, জঙ্গি বাহিনীতে ধৃত যুবক বিকাশজি নামে পরিচিত। পুলিশের দাবি: সম্প্রতি গিরিডির মুফ্ফসল থানার পুলিশ লাইনের নির্মীয়মান ভবনে বিস্ফোরণকাণ্ডে সক্রিয় ভূমিকা ছিল ধৃত ওই যুবকের।
|
৭০ লক্ষের গয়না উদ্ধার, গ্রেফতার ২ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাজস্থানের জয়পুরের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত দুই দুষ্কৃতীকে আজ দুপুরে বমাল গ্রেফতার করেছে ঝাড়খণ্ডের পলামু জেলার পুলিশ। ডাকাতির মাল বিক্রি করতে দু’জনে এক সঙ্গে বেরিয়েছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বহু হীরে বসানো অলঙ্কার। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাহুল পাণ্ডে এবং বিনয় রাম। পলামু জেলার পুলিশ সুপার অনুপ টি ম্যাথু জানান, জয়পুরের সোনার দোকানে ১৮ জুলাই ডাকাতি হয়। ওই ঘটনায় জড়িত অভিযোগে ডালটনগঞ্জ থেকে আজ দুপুরে দুই যুবককে ধরা হয়। উদ্ধার হয়েছে সওয়া কিলোগ্রাম সোনার গহনা ও কিছু হীরে বসানো অলঙ্কার। যার বাজার দর ৭০ লক্ষ টাকারও বেশি বলে পুলিশের অনুমান।
|
লোভ দেখিয়ে টাকা তুলে বিদেশে পাচার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাকার্তায় অফিস খুলে একটি সংস্থা কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহর থেকে ৪০ কোটিরও বেশি টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ। ‘টিভিআই এক্সপ্রেস’ নামে ওই সংস্থার অন্যতম কর্তা তরুণ তিরকা আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান। কোর্টের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। পুলিশ জানায়, কেউ ওই সংস্থার সদস্য বা ডিস্ট্রিবিউটর হতে চাইলে কী করতে হবে, ওয়েবসাইটে তা বলা আছে। তা পড়েই কয়েক হাজার লোক সংস্থার সদস্য হয়েছেন। আজীবন সদস্য হতে ১৫ হাজার ৫০০ টাকা দিতে হয়। এক মহিলার অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। দেখা যায়, সংস্থাটি সদস্যদের বিশাল অঙ্কের টাকা ফেরতের প্রলোভন দেখিয়ে টাকা তুলেছে। সব টাকাই সরানো হয়েছে জাকার্তায়।
|
দুর্নীতি রুখতে বিজেপি-র বিশেষ সেল |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
দুর্নীতির ঘটনায় লাগাতার নজরদারির জন্য কাছাড়ে আরটিআই সেল গড়বে বিজেপি। প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক অজিত ভট্টাচার্য এ কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, কাছাড় জেলায় দুর্নীতি মাত্রা ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা মঞ্জুর হলেও তার প্রকৃত ব্যবহার নেই। বিশেষ করে একশো দিনের প্রকল্পে অবাধ লুঠ চলছে। যাঁদের জব কার্ড রয়েছে, তাঁরা যেমন কাজ পাচ্ছেন না, তেমনই কোনও সম্পদও সৃষ্টি হচ্ছে না। এই সব ব্যাপারে এর আগে বহু বার প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে কোনও লাভ হয়নি বলে অজিতবাবু আক্ষেপ করেন। সেই কারণেই, বিজেপি নেতৃত্ব ঠিক করেছে, তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) আবেদন করে তাঁরা জানতে চাইবেন, কোথায়, কত টাকা খরচ হয়েছে, কী ভাবে খরচ হয়েছে, কাজ কারা করেছে ইত্যাদি বিষয় সম্পর্কে। পরে তাঁদের জবাবের সঙ্গে মিলিয়ে দেখা হবে, বাস্তবে কত দূর কী হয়েছে, কোথায় ফাঁক। গড়মিল নজরে এলেই আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। এ জন্য শীঘ্র জেলায় দলের আরটিআই সেল গঠন করা হবে। অজিতবাবু জানান, ওই সেলই স্থির করবে কোন কোন বিষয়ে তথ্য জানতে চাওয়া হবে। আইন-আদালত-সহ পরবর্তী কার্যক্রমও তারাই তদারক করবে বলে তিনি জানান।
|
সন্দেহের ঊর্ধ্বে থাকুন বিচারকরা: সুপ্রিম কোর্ট |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সম্প্রতি বিচারকদের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছে। কিন্তু বিচারককে হতে হবে সিজার-পত্নীর মতো, সব সন্দেহের ঊর্ধ্বে। আজ একটি মামলার রায় দিতে গিয়ে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ১৯৯৩-’৯৪ সালের বার্ষিক রিপোর্টে মধ্যপ্রদেশের দায়রা আদালতের বিচারক সম্পর্কে নেতিবাচক মূল্যায়ন করা হয়। তার ভিত্তিতে তাঁকে তখনই অবসর নেওয়ার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ সরকার। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান তিনি। আজ সেই মামলার শুনানিতেই এ কথা বলা হয়।
|
স্ত্রী-মেয়েকে খুন করে ধৃত দিনমজুর |
সংবাদসংস্থা • ব্রহ্মপুর |
স্ত্রী এবং দু’বছরের শিশুকন্যাকে হত্যা করে পালানোর চেষ্টা করেছিল দিনমজুর হাদু মাহাকুদ। তবে গ্রামবাসীদের হাতেই ধরা পড়ে যায় সে। তারাই তাকে পুলিশের হাতে তুলে দেয়। গঞ্জাম জেলার সোরাদা থানা সূত্রের খবর, বাড়ি থেকে হাদু স্ত্রী সুনীতা (২৫) এবং শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়ই মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত সে।
|
ধৃত অভিষেক বর্মা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তিন বছর আগে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেনের ‘লেটার হেড’ জাল করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর দায়ে বুধবার ফের গ্রেফতার করা হয় অস্ত্র ব্যবসায়ী অভিষেক বর্মা ও তাঁর স্ত্রীকে। বুধবারই জামিন পেয়েছেন তাঁরা। ২০০৮-এ সুইস সংস্থার কাছ থেকে ঘুষ নিয়ে সরকারের সিদ্ধান্তে প্রভাব খাটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অভিষেক বর্মাকে।
|
৩ বছরে আড়াই হাজার |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গত তিন বছরে সিবিআই ২,৫৩৭ জন সরকারি কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছে। এই সময়ের মধ্যে আয়বহির্ভূত সম্পত্তির মামলা করা হয়েছে ২৫১ জনের বিরুদ্ধে। ১৩ জনের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী লোকসভায় আজ এই তথ্য জানিয়েছেন।
|
প্রীতম হত্যাকাণ্ডে ধৃত আরও এক |
সংবাদসংস্থা • ভাগলপুর |
প্রীতম ভট্টাচার্য হত্যাকাণ্ডে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে খাগারিয়া থেকে গ্রেফতার করল জিআরপি। ৯ জুলাই নওগাছিয়া স্টেশন থেকে নিরুদ্দেশ হয় অসমের শিলচরের বাসিন্দা প্রীতম। ১৫ তারিখ দেহ উদ্ধার হয়।
|
রামদেব ফের রামলীলায় |
১৪ মাস আগে পুলিশি অভিযানের মুখে রামলীলা ময়দান থেকে পালাতে হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার থেকে সেখানেই অনির্দিষ্ট কালের জন্য প্রতিবাদ-আন্দোলন শুরু করতে চলেছেন যোগগুরু রামদেব। জনসমর্থন না মেলায় ক’দিন আগেই নিজে থেকেই অনশন ভেঙেছেন অণ্ণা হজারে। রামদেবের প্রতিবাদ এ বার কতটা জমে সেটাই দেখার।
|
কেজরিওয়ালের বিরুদ্ধে |
অণ্ণা হাজারে তাঁর ‘টিম’ ভেঙে দিয়ে রাজনৈতিক দল গড়তে চলেছেন। অণ্ণা অনুগামীদের একাংশ তাতে বেজায় চটেছে। তাঁদেরই কয়েক জন বুধবার জালিয়াতির অভিযোগ তুলে মামলা করলেন ‘ভোটপন্থী’ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে।
|
বিলাসরাও স্থিতিশীল |
কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও দেশমুখের অবস্থা স্থিতিশীল। বুধবার জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। সমস্যা লিভারে।
|
সেনা আত্মহত্যা |
ন’বছরে দেশের ১,০১৮ জন সেনা আত্মহত্যা করেছেন বলে রাজ্যসভায় জানালেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তবে আত্মহত্যার ঘটনা বাড়ছে, এমন অভিযোগের সত্যতা স্বীকার করেননি তিনি। বিবাহবিচ্ছেদ, মানসিক চাপ ইত্যাদি কারণেই এত আত্মহত্যা ঘটছে বলে দাবি সেনাবাহিনীর নিজস্ব গবেষণা সংস্থার।
|
পিটিয়ে খুন পুলিশকে |
চোর ভেবে পুলিশকে পিটিয়ে মারল যাত্রীরা। মঙ্গলবার বিহারের ঘটনা। প্রথমে পটনা স্টেশনে চোর সন্দেহে তাঁকে মারেন কিছু যাত্রী। পরে ট্রেনে উঠলে সেখানেও মার খান।
|
বৃষ্টির মার |
প্রবল বৃষ্টিতে ম্যানিলার অর্ধেক জলের তলায়। মৃত অতন্ত ১৬। ভেসে গিয়েছে বহু ঘর-বাড়ি, রাস্তা-সেতু। নেমেছে ধস। ২০০৯-এ বন্যার সাক্ষী ছিল ফিলিপিন্স। মারা যান শতাধিক। |
|