রেস্তোরাঁয় খাবার নষ্টের শাস্তি জরিমানা |
শেষ করো খানা, না হলে জরিমানা। রেস্তোঁরায় খেতে খেতে পেটভর্তি হয়ে গেলেও পাতের অবশিষ্ট খাবার ফেলে আসা চলবে না। নয়তো দিতে হবে জরিমানা। শুনতে বেশ অদ্ভুত হলেও সম্প্রতি এই রকমই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের দক্ষিণ শিল্ডস শহরের এক চিনা রেস্তোঁরা। সিদ্ধান্তটি নিয়ে আলোড়ন পড়ে যায় যখন বেভারলি ক্লার্ক নামে এক মহিলা অবশিষ্ট খাবারের দাম বাবদ ২০ পাউন্ড জরিমানা দিতে আপত্তি জানান। বেভারলি জানিয়েছেন, দিন কয়েক আগে তিনি ছেলে স্যাম (১০) এবং ভাইপো টনিকে (৬) নিয়ে ওই রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন। ‘স্টার্টার’ দিয়ে বেশ রসিয়ে খেতেও শুরু করেন তাঁরা। কিন্তু গোল বাধে এর পরই। বেভারলির দাবি, রেস্তোঁরার এক কর্মী তাঁদের বলেন যদি পাতে পড়ে থাকা ‘স্টার্টার’-এর অবশিষ্ট তাঁরা না খান, তা হলে ‘নষ্ট’ হওয়া খাবারের দাম বাবদ ২০ পাউন্ড জরিমানা দিতে হবে তাঁদের। ক্ষুব্ধ বেভারলিও কিছুতেই জরিমানা দেবেন না। বলে ওঠেন, “খাবারের দাম বাবদই তো ১৮ পাউন্ড দিয়েছি।” কিন্তু তা সত্ত্বেও, বারবার একই কথা বলে যেতে থাকেন এই কর্মী। বাধ্য হয়েই, বেভারলি ব্যাগে লুকিয়ে নেন পাতে পড়ে থাকা সামান্য পেঁয়াজ, চিংড়ির টোস্টের টুকরো এবং একটি স্প্রিং রোল। রেস্তোঁরার ম্যানেজারও এই ব্যাপারে সে দিনের ‘কর্তব্যরত’ কর্মীটির পাশেই দাঁড়িয়েছেন। স্পষ্ট ভাষায় বলেছেন, “ওঁরা অনেক খাবার নষ্ট করছিলেন। আর ‘নষ্ট’ হওয়া খাবারের জন্য অতিরিক্ত দাম বা জরিমানা নেওয়াই আমাদের রেস্তোঁরার নীতি।” এই মর্মে নাকি বেশ কয়েক দিন আগেই একটি বিজ্ঞপ্তিও টাঙিয়েছিল রেস্তোঁরা কতৃপক্ষ। আপাতত এই ‘অতিরিক্ত খরচ’ বাঁচাতে পাত চেটেপুটে শেষ করে আসাই বাঞ্ছনীয়।
|
লাহৌরে মেয়ের বিয়ের কথা বলতে গিয়ে পাত্রের বাবার হাতে নিগৃহীত হলেন দুই মহিলা। পরে তাঁদের নগ্ন করে রাস্তায় ঘোরানো হয় বলেও অভিযোগ।
|
অ্যাঞ্জেলিনা জোলিকে হবু স্বামীর বিয়ের উপহার দু’কোটি টাকার ঘড়ি। বিশ্বের অন্যতম দামি এই রিপিটার ঘড়িটাই বেছেছেন ব্র্যাড পিট। তৈরি করতে লেগেছে দু’মাস। |