টুকরো খবর
অস্ত্র ছাড়লে মাওবাদীদের কম সুদে ঋণ
মূল স্রোতে ফেরার জন্য বন্দুক ছাড়ছেন বহু মাওবাদী। স্বনির্ভর হয়ে ওঠার জন্য তাঁদের কম সুদে ঋণ দেবে রাজ্যের সমাজকল্যাণ দফতর। প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করবে সরকার। মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র মঙ্গলবার মহাকরণে এ কথা জানিয়ে বলেন, মূলত মহিলা মাওবাদীদেরই প্রশিক্ষণ দেওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আইজি (সিআইএফ) সিদ্ধিনাথ গুপ্তের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। যে-সব মহিলা মাওবাদী আত্মসমর্পণ করেছেন, তাঁদের সম্পর্কে খোঁজখবরও নিয়েছেন তিনি। সমাজকল্যাণ দফতর সূত্রের খবর, মাওবাদীদের পুনর্বাসনের জন্য পাঁচ লক্ষ পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবিত্রীদেবী বলেন, “ওই সব মহিলা মাওবাদীকে শিশুদের হোমে বা অন্য প্রকল্পে কাজ দেওয়া যায় কি না, সেই বিষয়ে শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করব আমি।”

বিদ্যুৎকর্মীদের ডিএ
সরকারি বিদ্যুৎকর্মীদের বকেয়া সাত শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার প্রায় ২৫ হাজার কর্মী চলতি মাস থেকেই ওই টাকা পাবেন। গত জানুয়ারি থেকে বিদ্যুৎকর্মীদের ডিএ বকেয়া ছিল। বণ্টন সংস্থা সূত্রের খবর, অগস্টের বেতনের সঙ্গেই এ মাসের পাওনা টাকা মেটানো হবে। বাকি সাত মাসের টাকা দু’টি কিস্তিতে মিলবে।

‘যুবা’র পাল্টা সংগঠন
তরুণ প্রজন্মকে কাছে টানার জন্য তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে নামছে কংগ্রেস। তৃণমূল ‘যুবা’ নামে সংগঠন গড়ে তরুণ প্রজন্মকে কাছে টানার কাজ শুরু করেছে। প্রায় একই ভাবে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্তদের না নিয়ে কংগ্রেসও একটি সংগঠন গড়ার প্রয়াস নিয়েছে। মূলত কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ (মিঠু) রায়ের উদ্যোগে ‘অগস্ট বিপ্লব উদযাপন কমিটি’ নামে একটি ‘অরাজনৈতিক সংগঠন’ বৃহস্পতিবার নজরুল মঞ্চে একটি সম্মেলনের আয়োজন করেছে। সেখানে কংগ্রেস নেতাদের পাশাপাশি ‘অরাজনৈতিক বিশিষ্টজন’দেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের সঙ্গে পাল্লা দিতেই যে এই প্রয়াস, তা অবশ্য কংগ্রেসের নেতারা মানছেন না। তাঁরা বলছেন, তরুণ প্রজন্মের কাছে ‘জাতীয়তাবাদ’ তুলে ধরতেই এই উদ্যোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.