টুকরো খবর
কাপলিং খুলল মালগাড়ির
মালগাড়ির ‘কাপলিং’ খুলে যাওয়ার ঘটনা ঘটল আদ্রা-চান্ডিল শাখার পুরুলিয়া ও টামনা স্টেশনের মাঝে। রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ কয়লা বোঝাই একটি মালগাড়ি ঝাড়খণ্ডের চক্রধরপুর থেকে পুরুলিয়া হয়ে যাচ্ছিল। পুরুলিয়া স্টেশনে ঢোকার প্রায় ৪ কিমি আগে আচমকা ওই মালগাড়িটির কাপলিং খুলে দু’টি বগি-সহ ইঞ্জিনটি বিচ্ছিন্ন হয়ে যায়। খানিকটা এগিয়ে যাওয়ার পরে চালক বুঝতে পারেন, পিছনের বগিগুলি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পুরুলিয়ার স্টেশন ম্যানেজার শ্যামাপ্রসাদ মজুমদার বলেন, “ওই মালগাড়ির চালকের পক্ষে কাপলিং জোড়া লাগিয়ে গাড়িটিকে নিয়ে আসা সম্ভব ছিল না। তাই তিনি সরাসরি পুরুলিয়া স্টেশনে চলে আসেন। পরে রেলকর্মীরা গিয়ে ইঞ্জিনের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া বগিগুলি জুড়ে ট্রেনটি নিয়ে আসেন।” ডাউন লাইনের এই ঘটনায় সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়। কোন ট্রেন বাতিল না হলেও আসানসোল-টাটানগর, ঝাড়গ্রাম-পুরুলিয়া, দানাপুর-টাটানগর এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বিলম্বিত হয়। বেলা সওয়া ১২টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার জানান, কেন এমন ঘটল সে সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে।

মিটল পানীয় জল সমস্যা
পানীয় জলের সমস্যা মিটল পুরুলিয়া ২ ব্লকের কুস্তাউর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের। সোমবার বিদ্যালয়ে নলবাহিত পানীয় জল সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক কে পি সিংহ দেও। প্রধান শিক্ষক বলাই মণ্ডল জানান, তাঁদের স্কুলে প্রায় সাড়ে ৬০০ ছাত্রছাত্রী রয়েছে। ১৯৯৮ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হলেও জলের সমস্যা ছিল। দু’টি নলকূপ থাকলেও তা থেকে গ্রীষ্মকালে জল পেতে অত্যন্ত সমস্যা হত। কখনও কখনও সে জলটুকুও মিলত না। তিনি বলেন, “বিধায়ক তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে জলের সমস্যা সমাধানের জন্য সাহায্য করছেন জেনে আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করি। উনি আমাদের অনুরোধে সাড়া দিয়ে সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছেন। এখন মাটির নীচ থেকে জল তুলে ট্যাঙ্কে জমা করে স্কুলের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে।” বিধায়ক বলেন, “এই স্কুলের শিক্ষকেরা যখন আমার সঙ্গে যোগাযোগ করলেন তখন তাঁদের জানাই, আমি নিশ্চয়ই সাহায্য করব।”

স্কুল নির্বাচনে গোষ্ঠীদ্বন্দ্ব
রবিবার স্কুল পরিচালন কমিটির নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ ফের প্রকাশ্যে চলে এল বাঁকুড়ার পাত্রসায়রে। বনবীরসিংহ বরোদাসুন্দরী হাইস্কুলের নির্বাচনে তৃণমূলের দু’টি গোষ্ঠীর ১২ জন এবং বিজেপির ৪ জন-মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিপিএম কোনও প্রার্থী দেয়নি। তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়ের প্যানেলের ৬ জন প্রার্থীই জয়ী হন। প্রধান শিক্ষক বাসুদেব বরাট বলেন, “স্কুলে অভিভাবকদের সদস্য সংখ্যা ৪৫৪। তার মধ্যে ৪২১ জন ভোট দিয়েছেন। পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনে তিনটি প্যানেলের মোট ১৬ জন প্রার্থী ছিলেন। একটি প্যানেলের ৬ জন প্রার্থীই জয়ী হয়েছেন।” তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায় বলেন, “আমাদের ৬ জন প্রার্থীই জয়ী হয়েছেন।” অন্য দিকে, ওই দিন নির্বাচনে রঘুনাথপুর ২ ব্লকের ইছড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন কমিটির নির্বাচনে ৬টি আসনে জিতেছে সিপিএম। কংগ্রেস, তৃণমূল ও এসইউসি আলাদা ভাবে প্রার্থী দিয়েছিল। ওই দিনই রঘুনাথপুরের আড়রা পঞ্চায়েতের বড়বাগান গ্রামীণ গ্রন্থাগার পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনেই জিতেছে তৃণমূল।

দুর্ঘটনায় মৃত্যু
পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম জানকী নাথ সিং (২৫)। বাড়ি মানবাজার থানার বনকাটি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ মানবাজার-পায়রাচালি রাস্তায় কাড়াধরা গ্রামের কাছে ভ্যানটি উল্টে যায়। মানবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ সিংহ হাঁসদা জানান, ৪৩ জনকে হাসপাতালে আনা হয়েছিল। ১৮ জনকে রাতেই বাঁকুড়ায় পাঠানো হয়েছে। তার মধ্যে মঙ্গলবার সকালে এক জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, মঙ্গলবার হিড়বাঁধ থেকে চালক গিরিশ মুর্মুকে গ্রেফতার করা হয়েছে।

‘নির্যাতন’, ধৃত ২
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার ইন্দাস থানার কিশোরকোনা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মধুমিতা ঘোষ নামে এক বধূ সোমবার থানায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতে বধূটির স্বামী জয়দেব ঘোষ ও শাশুড়ি অঞ্জলি ঘোষকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে তোলা হয়।

সচেতনতা শিবির
—নিজস্ব চিত্র।
বাঁকুড়া জেলা পুলিশ ও একটি ক্লাবের উদ্যোগে মঙ্গলবার পথ সচেতনতা শিবির হয়েছে শহরের মাচানতলা মোড়ে। উপস্থিত ছিলেন, বাঁকুড়া জেলা পুলিশ সুপার মুকেশ কুমার, জেলা অতিরিক্ত মুখ্য বিচারক (চতুর্থ) মিতালি বন্দ্যোপাধ্যায়।

প্রভাতফেরি
বাইশে শ্রাবণ উপলক্ষে মঙ্গলবার পুরুলিয়া শহরে প্রভাতফেরিতে যোগ দিলেন শহরের বিভিন্ন শিক্ষায়তনের পড়ুয়ারা। জেলা তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত এই প্রভাতফেরিতে আধিকারিক সিদ্ধার্থ বসু ও বিভিন্ন শিক্ষায়তনের শিক্ষক-শিক্ষিকারাও যোগ দিয়েছিলেন।

নতুন ভবন
বাঁকুড়া গার্লস স্কুলে সোমবার একটি নতুন ভবনের উদ্বোধন করেন ওই স্কুল পরিচালন কমিটির সম্পাদিকা শম্পা দরিপা। তিনি জানিয়েছেন, নতুন এই ভবন মিড-ডে মিল খাবার জায়গা হিসেবে ব্যবহৃত হবে।

মারধরে অভিযুক্ত ২
বাঁকুড়ার জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসককে মারধরের ঘটনায় তৃণমূল নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল স্বাস্থ্য দফতর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক প্রসূন ভট্টাচার্যকে মারধরের অভিযোগ উঠেছিল। ওই দিন রাতে জয়পুর ব্লক তৃণমূল যুব সভাপতি ইয়ামিন শেখ ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের খোঁজ চলছে। জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক জগ্ননাথ দিন্দা বলেন, “পুলিশের কাছে অভিযুক্তদের ধরার দাবি জানিয়েছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.