টুকরো খবর
বধূকে পুড়িয়ে মারার অভিযোগ
পণের দাবিতে সন্তানের সামনে গায়ে কেরোসিন ঢেলে এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। রবিবার দেগঙ্গা থানার বেড়াচাঁপা দক্ষিণ কাউকেপাড়া গ্রামের ঘটনা। মৃতার নাম ফেরদৌসি বেগম (৩০)। মৃতার বাবা আব্দুল রশিদ মণ্ডল মেয়ের স্বামী, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুল রশিদের অভিযোগ, “বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে মেয়ের উপর অত্যাচার চালাতেন। সম্প্রতি একটি মোটর বাইক কিনে দেওয়ার দাবিতে ফেরদৌসির উপর সেই অত্যাচার আরও বাড়ে।” পুলিশের কাছে লিখিত অভিযোগে মৃতার বাবা জানিয়েছেন, গত শনিবার সকালে বাইকের দাবিতে তাঁর মেয়েকে মারধর করে নিজের সন্তানের সামনেই স্বামী, শাশুড়ি ও দেওর মিলে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। মহিলার চিৎকারে প্রতিবেশীরা এসে দেখেন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে কলকাতার পিজি হাসপতালে ফেরদৌসিকে ভর্তি করানো হলে রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার আত্মীয়দের দাবি, ফেরদৌসির মেয়ে ফারানা পারভিন জানিয়েছে, মারধরের পর বাবা, ঠাকুমা ও কাকা মিলে মায়ের গায়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে।

ছাত্রীদের উত্ত্যক্ত করায় ধৃত ২
টিফিনের সময়ে স্কুলের বাইরে বেরিয়েছিল ছাত্রীরা। সেই সময় কয়েকজন ছাত্রীর হাত ধরে টানার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ডায়মণ্ড হারবারের সরিষা হাইস্কুলের ঘটনা। ধৃত ইন্দ্রজিৎ রানা এবং বিশ্বজিৎ দাসের বাড়ি ওই এলাকাতেই। পুলিশ জানিয়েছে, স্কুলের সামনে ঘোরাঘুরি করছিল ওই দুই যুবক। টিফিনের সময় ছাত্রীরা স্কুলের বাইরে বেরোলে ওই দু’জন কয়েকজন ছাত্রীর হাত ধরে টানে। ছাত্রীরা সে কথা স্কুলে জানালে দেবাশিস চৌধুরী নামে এক শিক্ষক স্কুল থেকে বেরিয়ে ওই দুই যুবককে ধরেন। অভিযোগ, ওই দুই যুবক তখন দেবাশিসবাবুকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে অন্য শিক্ষক এবং স্কুলের ছাত্রেরা এসে ওই দুই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন। শিক্ষকেরা জানান, স্কুলের পিছনে একটি নির্মীয়মাণ বাড়িতে মদ-জুয়ার আসর বসে। এর আগেও ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

শিক্ষকের মারে ছাত্র হাসপাতালে
পোশাক বিধি মানতে বলায় এক ছাত্রের কটূ মন্তব্যের জেরে তাকে মারধরের অভিযোগ উঠল প্রধানশিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার অশোকগনরে কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতনে। সুজিউদ্দিন মিঞা নামে ওই ছাত্র হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। প্রধানশিক্ষকের বক্তব্য, দ্বাদশ শ্রেণির ওই ছাত্র স্কুলের নির্দিষ্ট পোশাক পরে না আসায় তাকে বাড়ি চলে যেতে বলি। এও বলি যে, তোমরা যদি এমন কর তাহলে ছোটরা কি শিখবে?” এতে ছাত্রটি তাঁকে বলে ‘আপনি যে সিগারেট খাচ্ছিলেন। আপনাকে দেখে আমরা কি শিখব’? যদিও প্রধানশিক্ষকের দাবি, তিনি সেখানে সিগারেট খাননি। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়নি থানায়।

দু’টি মন্দিরে চুরি
দু’টি মন্দিরে বিগ্রহের অলঙ্কার চুরি করে পালাল দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির কালিনগরে সোমবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে মন্দিরের দরজা খোলার পরে চুরির বিষয়টি জানাজানি হয়। কালীনগরে রাধাকৃষ্ণ ও লক্ষ্মীনারায়ণের পাশাপাশি দু’টি মন্দির রয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি প্রায় ২ লক্ষ টাকা মূল্যের অলঙ্কার চুরি গিয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফে পার্থসারথি দাস বলেন, “দুষ্কৃতীরা বিগ্রহের অলঙ্কারের পাশাপাশি অন্যান্য জিনিসপত্রও নিয়ে যায়। চারটি পিতলের গোপাল মূর্তিও নিয়ে গিয়েছে তারা।” পুলিশ অনুমান, সম্ভবত সোনার মূর্তি ভেবেই ওই টারটি মূর্তি নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনা তদন্ত শুরু হয়েছে।

বাবাকে খুনে অভিযুক্ত ছেলে ধৃত
সম্পত্তির লোভে বাবাকে কুপিয়ে মারায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করল পুলিশ। রবিবার স্বরূপনগরের কাঁটাবাগান গ্রামে দিদির বাড়ি থেকে তাকে ধরা হয়। গত ৩০ জুলাই, সোমবার রাতে স্বরূপনগরের চরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে উঠোনে রক্ত ভেসে যাওয়া কালীপদ খাঁ-র মৃতদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা। অভিযোগ উঠেছিল, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে তাঁকে খুন করেছে স্ত্রী সুষমাদেবী ও ছেলে দীপঙ্কর। পুলিশের দাবি, জেরায় দীপঙ্কর জানিয়েছে, ঘটনার রাতে সম্পত্তির ভাগ নিয়ে কালীপদবাবু তাদের মারতে যান। তাঁকে নিরস্ত করতে গিয়েই ওই দুর্ঘটনা ঘটে। স্ত্রী সুষমাদেবীর এখনও খোঁজ মেলেনি। ধৃতকে বসিরহাট এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।

আজ থেকে ফের বাস চলবে বনগাঁয়
মালিক-শ্রমিক বিবাদের জেরে মঙ্গলবারও বন্ধ রইল বনগাঁ-দক্ষিণেশ্বর রুটের বাস পরিষেবা। দু’পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তবে এ দিন সন্ধ্যায় দু’পক্ষের বৈঠকের পরে আজ, বুধবার থেকে ফের বাস চলাচল করবে বলে জানিয়েছে বাস মালিক সংগঠন। বনগাঁর মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য বলেন, “দু’পক্ষই যাত্রীদের স্বার্থে নিজেদের মধ্যে আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নেন।”

অধ্যক্ষা ঘেরাও
কলেজের মধ্যে দলীয় নেতানেত্রীর ছবি এবং প্রতীক-সহ ব্যানার, ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে অধ্যক্ষাকে দুপুর থেকে রাত পর্যন্ত ঘেরাও করে রাখল তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা সহিদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ে। পরে পুলিশ কয়েকটি ব্যানার খুলে উভয়পক্ষের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দেওয়ায় ঘেরাওমুক্ত হন অধ্যক্ষা।

ধর্ষণের চেষ্টা, ধৃত
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালি-৬ এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত রহমতুল্লা নাইয়ার বাড়ি ওই গ্রামেই।

বামফ্রন্টের বিক্ষোভ
আইন-শৃঙ্খলার অবনতি-সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার বিকেলে বসিরহাট থানার সামনে বিক্ষোভ সভা করল বামফ্রন্ট। পরে আইসি-র কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

অপহরণ, ধৃত ৩
অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ব্যবসায়িক বিবাদে মঙ্গলবার তারা সোনারপুরের এক বাসিন্দাকে গাড়িতে তুলে নিয়ে যায়। রাতে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.