আজকের শিরোনাম
কলকাতার শেষ লাল ক্যাঙ্গারুর মৃত্যু
২০১১ সালের জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে যে ৪টি লাল ক্যাঙ্গারু আনা হয়েছিল, আজ তার মধ্যে সর্বশেষটিরও মৃত্যু হল আলিপুর চিড়িয়াখানায়। গত বছর অগস্ট মাসে, মাত্র ২ মাসের মধ্যেই মারা গিয়েছিল প্রথমটি। তারপর এ বছর জানুয়ারি মাসে মারা যায় দ্বিতীয়টি। তৃতীয় ক্যাঙ্গারুর মৃত্যুর কথা বহুদিন পর্যন্ত চেপে রেখেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পরে তা প্রকাশ হয়ে পরে। মৃত্যুর কারণ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয়েছিল। কখনও ডায়েরিয়া, কখনও বা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে না পারা। কিন্তু ক্যাঙ্গারুগুলি নিয়ে আসার সময় একজন বিশেষজ্ঞও এসেছিলেন তাদের সঙ্গে। এবং দীর্ঘ এক মাস তারা ক্যাঙ্গারুগুলিকে পর্যবেক্ষণ করে সবুজ সংকেত দেওয়ার পরই তাদের দর্শকদের সামনে আনা হয়। দর্শকরাও তাদের যথেষ্ট প্রাণচঞ্চল অবস্থাতেই দেখতে পেয়েছিল। তাহলে প্রশ্ন থেকেই যায়, যে যত্ন বা পরিচর্যা এই ক্যাঙ্গারুদের দরকার ছিল তা কি ঠিক ভাবে করা হয়নি?

কংগ্রেস মন্ত্রীসভায় রদবদলের ভাবনা
২০১৪-য় লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মন্ত্রীসভায় রদবদল আনতে পারে কংগ্রেস। মূলত রাহুল গাঁধীকে সামনে রেখে তারুণ্য নির্ভর মন্ত্রীসভাই গঠন করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মন্ত্রী হওয়ার দৌড়ে পশ্চিমবঙ্গ থেকে দু’টি নাম উঠে এসেছে সামনে— মৌসম বেনজির নূর এবং প্রদীপ ভট্টাচার্য। আবার অনেকে এটাও মনে করছেন, প্রদীপবাবুকে রাজ্য কংগ্রেসের দায়িত্বে রেখে দীর্ঘ দিনের সাংসদ অধীর চৌধুরী-কেও মন্ত্রী করা হতে পারে। যদি প্রদীপবাবু মন্ত্রী হন, সেক্ষেত্রে রাজ্য কংগ্রেসের দায়িত্বে আসতে পারেন অধীরবাবু। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তাতে এটা স্পষ্ট ছিল যে মন্ত্রীসভায় পরিবর্তন হবেই। তবে এখন এইটা দেখার এই পরিবর্তন কংগ্রেসের পক্ষে কতটা সহায়ক হয়।

গোয়ালপাড়ায় মিলল শক্তিশালী বোমা
অসমের গোয়ালপাড়ায় ৩৭ নং জাতীয় সড়কে একটি ব্যাগের মধ্যে শক্তিশালী বোমা পাওয়া গিয়েছে। নিরাপত্তারক্ষীরা টহল দেওয়ার সময় সন্দেহজনক ব্যাগটি দেখে এবং তার মধ্যেই এই বোমাগুলি পাওয়া যায়। অন্য দিকে গোয়েন্দা সূত্রের খবর ওই এলাকায় ৭ জন আলফা জঙ্গি নাশকতা ঘটানোর জন্য ঢুকেছে। গত সপ্তাহেও এই অঞ্চলে একটি বিস্ফোরণে ১ সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল এবং ৬ জন আহত হয়েছিলেন। স্বাধীনতা দিবসের আগে এই ঘটনায় যথেষ্ট চিন্তিত প্রশাসন। এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন
আজ উপরাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ইউপিএ প্রার্থী হামিদ আনসারি এবং এনডিএ প্রার্থী যশবন্ত সিংহ। ভোট দেবেন ৭৮৮ জন সাংসদ। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সংখ্যা তত্ত্বের বিচারে এগিয়ে রয়েছেন হামিদ আনসারি। ইউপিএ জোট শরিকরা তো বটেই, তাঁকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এবং বামেরাও।

অলিম্পিক থেকে বিদায় বিজেন্দ্রর
গতকাল মহিলাদের কোয়ার্টার ফাইনালে ৫১ কেজি বিভাগে মেরি কম-এর জেতার পর বিজেন্দ্রকে নিয়ে যথেষ্ট আশা ছিল। কিন্তু সেই আশা এবারের মতো অপূর্ণ থেকে গেল। পুরুষদের কোয়ার্টার ফাইনালে ৭৫ কেজি বিভাগে উজবেক প্রতিপক্ষ আতোয়েভ আব্বাসের কাছে ১৭-১৩ পয়েন্টের ব্যবধানে হেরে এবারের মতো অলিম্পিক থেকে বিদায় নিলেন ভারতের বক্সার বিজেন্দ্র সিংহ।

ফের ছত্তীসগঢ়ে মাওবাদীদের বিস্ফোরণ
আজ সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ ছত্তীসগঢ়ের দান্তেওয়ারা জেলায় একটি টাটা ৪০৭ গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ওই গাড়িটিতে দুই কোবরা জওয়ান মুকুল বর্মন ও কেপি সিংহ ২০৪ নম্বর ব্যাটেলিয়নের জন্য রসদ নিয়ে যাচ্ছিলেন। বিস্ফোরণে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতা দেখে পুলিশ ও সেনাবাহিনীর প্রাথমিক অনুমান মাওবাদীরা আইইডি ব্যবহার করেছে এখানে।

জোকা-বিবাদি বাগ মেট্রোর রুট বদলের প্রস্তাব
সেনাবাহিনীর আপত্তিতে জোকা-বিবাদি বাগ মেট্রোর রুট বদল হতে পারে। প্রথম পরিকল্পনা অনুযায়ী ফোর্ট উইলিয়ামের নীচ দিয়ে মেট্রোর যাওয়ার কথা ছিল। এতে আপত্তি জানায় ভারতীয় সেনা। এরই ভিত্তিতে একটি পরিবর্ত রুটের প্রস্তাব করা হয়েছে, যেখানে হেস্টিংসের বদলে ভিক্টোরিয়া হয়ে বিবাদি বাগ যাবে মেট্রো।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.