ল্যাপারোস্কোপি ২০ টাকা। ফ্লুরোস্কোপির খরচ ৪০ টাকা। এক্স-রে সাকুল্যে ২০ টাকা।
অবিশ্বাস্য হলেও খরচ এমনই। তবে, মানুষ নয়, স্বল্প মূল্যে এমনই পরীক্ষার সুযোগ রয়েছে পশু-পাখির। ঠিকানা, প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের বহরমপুরের পলিক্লিনিক।
কলকাতা ছাড়াও ওই দফতরের এমনই পশু-পলিক্লিনিক রয়েছে বেশ কয়েকটি জেলা সদরে। কিন্তু সেগুলির কোনটিরই পরিকাঠামো তেমন ভাল নয়। সেই তালিকার বাইরে বহরমপুরের এই পশু ক্লিনিক। এমনই দাবি প্রাণিসম্পদ বিকাশ দফতরের। কলকাতার বেলগাছিয়া পশু-হাসপাতালে না ছুটে বর্ধমান, বীরভূম থেকে পোষ্য নিয়ে এখন এই হাসপাতালেই ভিড় করছেন বহু মানুষ। |
বর্ধমানের পাটুলির বাসিন্দা তপন রায় তাঁর পোষ্যের চিকিৎসার জন্য কলকাতা পর্যন্ত না গিয়ে সম্প্রতি চলে এসেছিলেন বহরমপুরের এই পলিক্লিনিকে। বহরমপুর পলি ক্লিনিকের চিকিৎসক অভিজিৎ দত্ত বলেন, “এক্স-রে করে দেখা যায় ওই পোষ্যের মূত্রনালীতে পাথর জমেছে। এই অবস্থায় ফ্লুরোস্কোপি করে প্রায় কাটাছেঁড়া না করেই ওই পাথর বের করা হয়েছে। খরচ হয়েছে মাত্র ৪০ টাকা।” মালদহের অমিত মণ্ডল তাঁর প্রিয় গাল্ডেন রিট্রিভারটিকে নিয়ে বহরমপুর পলিক্লিনিকে এসে প্রায় কেঁদে পড়েছিলেন, “কিছু একটা করুন!” ডান দিকের হিপ-জয়েন্ট সি-আর্মের সাহায্যে দ্রুত তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন পশু চিকিৎসকেরা। খরচ হয়েছিল মাত্র ৪০ টাকা। আপর, জন্মনিয়ন্ত্রণের জন্য সাকুল্যে কুড়ি টাকায় ভ্যাসেকটমি অস্ত্রোপচার তো চলছেই।
২০০১ সালে বহরমপুরের এই পলিক্লিনিকের উদ্বোধন করেন তৎকালীন প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী আনিসুর রহমান। সোমবার থেকে ওই পলিক্লিনিকে শুরু হল তিন দিনের কর্মশালা। বিষয় আধুনিক অস্ত্রোপচার। কমর্শালায় রাজ্যের ২৭ জন পশু চিকিৎসক যোগ দিয়েছেন।
প্রাণিসম্পদ দফতরের ডিরেক্টর কমলাকান্ত সাহা বলেন, “আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অস্ত্রোপচার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এত দিন প্রাণিচিকিৎসায় অস্ত্রোপচার গুরুত্ব পেত না।
এই কর্মশালা? যাঁরা যোগ দেবেন তাঁদের প্রশিক্ষণে ব্যবস্থাও থাকবে।” অন্যান্য জেলায় নতুন যে সব পলিক্লিনিক চালু হবে সেখানে প্রশিক্ষণ দেবেন এই চিকিৎসকেরাই। |