টুকরো খবর
ইটভাটা কর্মীকে খুনের অভিযোগ পাণ্ডবেশ্বরে
বিক্ষোভ থানায়। —নিজস্ব চিত্র।
এক ইটভাটা কর্মীকে পিটিয়ে মারার অভিযোগে থানায় বিক্ষোভ দেখালেন পাণ্ডবেশ্বরের ডিভিসি পাড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। পুলিশ জানায়, মৃতের নাম দীপক রুইদাস (২৫)। তাঁরা বাবা গৌতম রুইদাস পুলিশের কাছে শেখ প্রলয় ও শেখ কালু নামে দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। দীপকবাবুর সহকর্মী সাধন রুইদাস জানান, শনিবার রাতে তাঁরা এক সঙ্গে কর্মস্থলে যান। সেখান থেকে খাওয়ার জন্য বাড়ি এসেছিলেন। রাত পৌনে ১১টা নাগাদ কর্মস্থলে ফিরে দেখেন দীপকবাবু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনি তাঁর বাড়িতে খবর দেন। দীপকবাবুকে ঢালুরবাঁধ কোলিয়ারির চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে জানানো হয়। গৌতমবাবু পুলিশের কাছে অভিযোগে জানান, ওই দুই অভিযুক্তের সঙ্গে কিছু দিন আগে তাঁর ছেলের বচসা হয়েছিল। সেই রাগ থেকেই তারা দীপকবাবুকে পিটিয়ে মেরেছে বলে তাঁদের ধারণা। অভিযুক্ত দু’জন এলাকায় তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। রবিবার সকালে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভে সামিল হন স্থানীয় সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, নানা জায়গায় তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন তাঁদের কর্মীরা। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তীর পাল্টা দাবি, ওই ইটভাটা কর্মী দুর্ঘটনায় মারা গিয়েছেন না কি খুন হয়েছেন, তা পুলিশি তদন্তেই জানা যাবে। পুলিশ জানায়, খুনের মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।

বধূ নির্যাতনে অভিযুক্ত এএসআই ধৃত কাঁকসায়
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বীরভূমের খয়রাশোল থানার এএসআই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল
নিজস্ব চিত্র।
দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। সোমবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে এক দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, প্রায় ১৬ বছর আগে কাঁকসার সোঁয়াই গ্রামের বাসিন্দা পুলিশকর্মী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় দুর্গাপুরের বিধাননগর হাউসিং কলোনির বাসিন্দা পিউ ঘটকের। পিউয়ের দাদা রাজেন্দ্রপ্রসাদ ঘটকের অভিযোগ, প্রসেনজিৎবাবুর একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। তার প্রতিবাদ করায় তাঁর বোনের উপর নির্যাতন শুরু হয়। শনিবার বিকালে দুর্গাপুর শহর লাগোয়া কাঁকসা থানার আড়রা এলাকায় পিউদেবীর ভাড়া বাড়িতে এসে প্রসেনজিৎবাবু পিউদেবী ও তাঁদের বড় ছেলে প্রমিতকে মারধর করেন বলে পুলিশের কাছে রবিবার লিখিত অভিযোগ দায়ের করা হয়। পিউদেবীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার আড়রার ওই বাড়িতে গিয়ে অভিযুক্তকে পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। তবে সোমবার ওই বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুর্গাপুর আদালতের এক আইনজীবী উদয়ভানু মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাকি আইনজীবীরা কর্মবিরতি পালন করায় কোনও মামলার শুনানি হয়নি। আজ, মঙ্গলবার ফের প্রসেনজিৎবাবুকে আদালতে তোলা হবে।

ব্যাঙ্কের নির্বাচনে অশান্তি ছড়ানোয় ধৃতেরা হাজতে
মহিলা সমবায় ব্যাঙ্কের নির্বাচনে অশান্তি ছড়ানোর অভিযোগে ধৃত ১০ তৃণমূল কর্মী-সমর্থককে সোমবার আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের এক দিনের জেল হাজতে পাঠিয়েছেন। ব্যাঙ্কের পরিচালন পর্ষদের মোট ৪৬ টি আসনের মধ্যে ৩৬ টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বাম সমর্থিত প্রার্থীরা। একটি আসনে বাম প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় রবিবার সিটি সেন্টারের বিদ্যাসাগর মডেল স্কুলে ভোটগ্রহণ করা হয়। ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়া হয়। জখম হন কোকওভেন থানার ওসি অরূপ সরকার-সহ ৬ জন পুলিশকর্মী। সিটি সেন্টারে সিপিএমের জোনাল অফিসও আক্রান্ত হয়। বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সাইদুল হককে পার্টি অফিসের ভিতর ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে পুলিশের লাঠিচার্জে জখম হন অন্তত দশ জন তৃণমূল কর্মী-সমর্থক। গ্রেফতার করা হয় দশজন তৃণমূল কর্মী-সমর্থককে। সোমবার দুর্গাপুর আদালতের এক আইনজীবির মৃত্যুতে এদিন বাকি আইনজীবিরা কর্মবিরতি পালন করায় কোনও মামলার শুনানি হয়নি। আজ, মঙ্গলবার ফের তাঁদের আদালতে তোলা হবে।

আইএনটিটিইউসি অফিসে আগুন
জাতীয় সড়কের ধারে সিটি সেন্টারে একটি আইএনটিটিউসি অফিসে আগুন লাগল রবিবার গভীর রাতে। সোমবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, টালির চালের অংশ বিশেষ ভেঙে গিয়েছে। পুড়ে গিয়েছে কাগজপত্র। মেঝের উপর পড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তৃণমূলের পতাকা। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে সিটি সেন্টার এলাকায় একটি মিছিল বের করেন আইএনটিটিইউসি কর্মী-সমর্থকরা।

পরিস্রুত জল ও রাস্তা সারানোর দাবি
জল, বিদ্যুৎ এবং রাস্তা সারানোর দাবিতে জামুড়িয়ার নিউ কেন্দা কোলিয়ারির এজেন্টকে ঘণ্টাখানেক ঘেরাও করে তৃণমূলের নেতৃত্ব বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। তাঁদের দাবি, রিজার্ভার তৈরি হলেও পরিস্রুত জল দেওয়া হয় না। নিউ কেন্দা কোলিয়ারি গেট থেকে শালডাঙা আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তা বেহাল। এ ছাড়া বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল দশা। কোলিয়ারির এজেন্ট সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ থামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.