অলিম্পিকের টুকিটাকি: পুরস্কার |
সে যুগে পদক ছাড়াও প্রথম থেকে অষ্টম স্থানাধিকারী প্রতিযোগীরা প্রত্যেকেই পেতেন ডিপ্লোমা। এ ছাড়াও আয়োজক দেশের মূল স্টেডিয়ামের একটি দেওয়ালে প্রত্যেক পদকজয়ীর নাম লেখা হত। ১৯৩২ সালের লস অ্যাঞ্জেলসের গ্রীষ্মকালীন অলিম্পিক থেকেই পুরস্কার প্রদানের রীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। ’৩২-এর আগে পর্যন্ত সমস্ত প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হত সমাপ্তি অনুষ্ঠানে। কিন্তু সে বারই প্রথম প্রতিটি বিভাগের খেলা শেষ হওয়া মাত্রই বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এখন এটিই নিয়মে পরিণত হয়েছে। ১৯৬০-এ রোমের গ্রীষ্মকালীন অলিম্পিকেই প্রথম বিজয়ী অ্যাথলিটদের গলায় পদক ঝোলানোর প্রথা শুরু হয়। সে সময় পদকগুলো ঝোলানো হত লরেল পাতায়, এখন থাকে রঙিন রিবনে বাঁধা। |