মোহালির বাড়ি থেকে ফিজার দেহ উদ্ধার |
আজ মোহালির বাড়ি থেকে হরিয়ানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী চন্দ্রমোহন ওরফে চাঁদ মহম্মদের স্ত্রী ফিজা মহম্মদ ওরফে অনুরাধা বালি-র পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের ৪০ দিন পর টেলিফোনেই তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন চন্দ্রমোহন। এই বিষয় নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন ফিজা। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তবে এই ঘটনাটি আত্মহত্যা না হত্যা, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি পুলিশ।
|
মঙ্গলের মাটিতে ‘কিউরিওসিটি’ |
ভারতীয় সময় সকাল ১১টায় মঙ্গলের মাটি স্পর্শ করল নাসার মহাকাশযান ‘কিউরিওসিটি’। এই নিয়ে চতুর্থবার ‘লাল গ্রহ’-এর আবহাওয়া ও প্রাণের অস্তিত্ব খুঁজতে মহাকাশযান পাঠাল নাসা। এই যানটি বানাতে খরচ হয়েছে প্রায় ২৬০ কোটি মার্কিন ডলার।
|
মিলের মেশিনে পিষে মৃত্যু শ্রমিকের |
হাওড়া শালকিয়ার একটি মিলে মেশিনে পিষে রবিরঞ্জন সিংহ নামে ১৭ বছর বয়সি এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তাঁর দেহ নিয়ে মালিপাঁচঘড়া থানার সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজন। তাঁদের দাবি, মারতে মারতে রবিরঞ্জনকে মেশিনের মধ্যে ফেলে দেয় ওই মিলের দুই মালিক। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন তাঁরা। মিলের মালিকরা আপাতত পলাতক।
|
ক্যানিং-এ মাছের ভেড়িতে সশস্ত্র হামলা |
আজ ভোরে ১২-১৪ জনের একদল দুষ্কৃতী দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার একটি মাছের ভেড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর জখম হন আকবর মোল্লা নামে এক ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ভেড়িতে হামলা হতে পারে এমন খবর পুলিশের কাছেও ছিল। সে জন্য রাত প্রায় ২টো পর্যন্ত পুলিশবাহিনী মোতায়েনও ছিল সেখানে। পরে তারা চলে গেলে ভোর রাতে হামলা চালায় ওই দুষ্কৃতীদের দলটি।
|
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ |
উত্তর ২৪ পরগনার সোদপুরের পিয়ারলেস অঞ্চলে এক পুলকার চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চালক গঙ্গাধর সাউ পুলকারে বসে থাকা দ্বিতীয় শ্রেণির ছাত্রীটির সঙ্গে অশালীন আচরণ করছিল। এরপর স্থানীয় মানুষজন তার উপর চড়াও হয়। পরে খড়দহ থানায় নিয়ে গিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
|
দুর্গাপুরে আগুন আইএনটিটিইউসি কার্যালয়ে |
গতকাল সিপিএম-এর দলীয় কার্যালয়ে ভাঙচুরের পর আজ দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে আইএনটিটিইউসি-র দলীয় কার্যালয়ে আগুন লাগানো হল। ঘটনায় অভিযোগের তির সিটু-র দিকে। অভিযোগ, পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক কোন্দলে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে দুর্গাপুর। |