অলিম্পিকের টুকিটাকি: পুরস্কার |
প্রাচীন অলিম্পিক গেমসে বিজয়ীদের পুরস্কৃত করা হত অলিভ পাতার শিরমাল্য দিয়ে। গ্রিক ইতিহাসবিদ পসানিয়াসের মতে, গ্রিক দেবতা জিউসের সম্মানে দৌড়ের বিজয়ীকে পুরস্কার হিসেবে সর্বপ্রথম এই অলিভ শিরমাল্য দিয়েছিলেন স্বয়ং হারকিউলিস। ১৮৯৬ সালে আথেন্সে আধুনিক অলিম্পিক গেমস শুরু হলে বিজয়ী প্রতিযোগীদের পদক দেওয়ার প্রথা শুরু হয়। যদিও সেই প্রারম্ভিক অলিম্পিকে পুরস্কার হিসেবে বিজয়ীদের দেওয়া হয়েছিল রুপো ও অলিভ শাখা এবং দ্বিতীয় স্থানাধিকারীরা পেয়েছিলেন ব্রোঞ্জের পদক ও লরেল শাখা। ১৯০০ সালের গেমসে বেশির ভাগ বিজয়ীরা অবশ্য পদকের পরিবর্তে পেয়েছিলেন কাপ বা ট্রফি। ১৯০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুই-এর গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথমবার তিন স্থানাধিকারীদের সোনা-রুপো-ব্রোঞ্জ পদক দেওয়ার প্রথা শুরু হয়। আইওসি ১৮৯৬ ও ১৯০০ সালের গেমসের প্রতিটি বিভাগের প্রথম তিন স্থানাধিকারীর জন্যও সোনা-রুপো-ব্রোঞ্জ দেওয়ার ব্যবস্থা করেছে। সেই সময়ে কোনও বিভাগে প্রথম তিনটি স্থানে টাই হলেও, বিজয়ীদের আইওসি-র আইনানুযায়ী পদক দেওয়া হয়। |