আজকের শিরোনাম
মন্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা
দিল্লির অশোক বিহারে একটি ফ্ল্যাট থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার নাম গীতিকা শর্মা। তিনি এমডিএলএর বিমান সংস্থার কর্মী ছিলেন। কিছু দিন আগেই কাজ থেকে ইস্তফা দিয়েছিলেন। মৃতদেহের পাশে সংস্থার চোয়ারম্যান হরিয়ানার মন্ত্রী গোপাল হান্ডা ও এক উচ্চ পদস্থ কর্মী অরুণা শর্মার বিরুদ্ধে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। মানসিক ভাবে নির্যতন করার অভিযোগ রয়েছে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। এই নোটের ভিত্তিতে দিল্লি পুলিশ একটি অভিযোগ দায়ের করেছে। গীতিকা-র ভাই গৌরব জানিয়েছেন, তাঁর দিদিকে কাজে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হত। নানা রকম ভীতি প্রদর্শনও করা হয়েছে, তাই বাধ্য হয়ে তাঁর দিদিকে এই চরম পন্থা নিতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঝাড়খণ্ডে রেল অবরোধ
রেল প্রকল্পে রাজ্য বঞ্চিত, এই অভিযোগে ঝাড়খণ্ডের পাকুড় স্টেশনে রেল অবরোধে সামিল হয়েছেন বেশ কিছু বিজেপি সমর্থক। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধের জেরে আটকে রয়েছে বহু দূরপাল্লার ট্রেন। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনগুলিকে ফরাক্কা থেকে ঘুরিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। সাড়ে ৩টে পর্যন্ত এই রেল অবরোধ চলবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এখনও পর্যন্ত রেলের কোনও উচ্চপদস্থ কর্তা ব্যক্তি ঘটনাস্থলে আসেননি। তবে হাওড়া থেকে টেলিফোন মারফত অবরোধকারীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

সারেঙ্গায় গ্রেফতার মাওবাদী নেতা
বাঁকুড়ার সারেঙ্গা থেকে বিশ্বজিত্ হাঁসদা নামে এক মাওবাদী নেতাকে গ্রেফতার করেছে সারেঙ্গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে আচমকা হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে এই মাও-নেতাকে। সারেঙ্গার পঞ্চায়েত প্রধান ও সিপিএম নেতাকে খুন-সহ অনেক নাশকতা মূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রধান শিক্ষককে মার, অভিযুক্ত তৃণমূল
জয়নগরে একটি স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের অঞ্চল প্রধানের ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম গণেশ সর্দার। জয়নগর থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করেনি। এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন অনেকে।

সিপিএম পার্টি অফিসে ভাঙচুর
পশ্চিম দুর্গাপুর বিধানসভা কেন্দ্রের একটি সিপিএম পার্টি অফিসে একদল দুষ্কৃতী চড়াও হয়। বেশ কিছু ক্ষণ ধরে তারা ভাঙচুর চালায় এই পার্টি অফিসে। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.