অলিম্পিকের টুকিটাকি: আধুনিক অলিম্পিক |
বিশ্ব জুড়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলার সংগঠন, স্বীকৃত সংবাদমাধ্যম ছাড়াও বহু ক্রীড়াবিদ, সংগঠক, প্রতিষ্ঠান জড়িয়ে আছে অলিম্পিক আন্দোলনের সঙ্গে। এরা সকলেই অলিম্পিক গেমসের আদর্শ মেনে চলে। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে ২০৫টি ন্যাশনাল অলিম্পিক কমিটি বা এনওসি। প্রতিটি এনওসি-র উদ্দেশ্য নিজেদের দেশে অলিম্পিকের আদর্শের প্রসার ঘটানো ও তা মেনে চলা। অলিম্পিকের সরকারি ভাষা হিসেবে স্বীকৃত ফরাসি ও ইংরেজি ছাড়াও এই গেমসের আয়োজক দেশের ভাষাও ব্যবহৃত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্যারেডে বা অন্যান্য সময়েও ঘোষণার কাজে এই তিনটি ভাষাই ব্যবহৃত হয়। |