|
|
|
|
|
|
তিনি বলেন
|
যাদবপুর ও গল্ফগ্রিন এলাকার কয়েকটি নলকূপের
জলে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক রয়েছে। |
তারক সিংহ |
প্রসঙ্গ শহরে ‘বিষ-জল’ |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: কুম্ভ।
নক্ষত্র: শতভিষা।
শুভ রং: কালো, সাদা ও ধূসর। লাল থেকে দূরে থাকুন।
শুভ সংখ্যা: ১, ৪ ও ৮।
এড়িয়ে চলুন: ৩ ও ৫ সংখ্যাকে।
নতুন বাড়ি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। মা-বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানের বন্ধুদের বিষয়ে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। কোনও কাছের বন্ধু বিশ্বাসঘাতকতা করতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। ঠান্ডা মাথায় বাড়ির সমস্যা সমাধান করুন। পেটের সমস্যা, সর্দিকাশি ও টনসিল ভোগাতে পারে। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
কয়েদিদের জলসা
শুক্রবার কলিকাতা তথ্য কেন্দ্রে মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্লচন্দ্র সেন এক অভিনব জলসার দর্শক ছিলেন। জলসাটি অভিনব কারণ কুশীলবগণ জেলের কয়েদী। পশ্চিমবঙ্গে এই প্রথম এমন জলসা। জেলমন্ত্রী শ্রীপূরবী মুখার্জী বলেন, “কয়েদীরাও মানুষ। অবস্থার বিপাকে পড়িয়া অপরাধ করে। জেল খাটিবার পরে সমাজে ফিরিতে চাহিলে সমাজ তাহাদের গ্রহণ করে না। পাপের অংশীদার সবাই, এরা ধরা পড়েছে মাত্র।” তিনি জানান, মুক্তির পর জীবনে প্রতিষ্ঠিত করিতে তাহাদের হাতের কাজ শেখানো হইতেছে।
— আনন্দবাজার পত্রিকা, ৪ অগস্ট ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|