ব্যাডমিন্টনে অলিম্পিক-ব্রোঞ্জ সাইনার |
এ বারের লন্ডন অলিম্পিকে ভারতের তৃতীয় পদকটি আনলেন সাইনা নেহওয়াল। আজ কিছুটা হলেও ভাগ্যের সাহায্য
পেয়েছেন তিনি। গত কাল সেমিফাইনালে চিনের ওয়াং ইহানের কাছে হারের পর ওয়েমব্লি অ্যারেনাতে আজ তিনি ব্রোঞ্জের লড়াইয়ে নামেন। প্রতিপক্ষ ছিলেন চিনেরই দু’নম্বর খেলোয়াড় জিং ওয়াং। হাড্ডাহাড্ডি লড়াইয়ে চারটি গেম পয়েন্ট বাঁচিয়ে সাইনা প্রথম গেমে হারেন ১৮-২১ পয়েন্টে। এই গেম চলাকালীনই হাঁটুতে চোট পান ওয়াং। কিন্তু সামান্য চিকিত্সার পর ফের লড়াই শুরু করেন তিনি। |
ম্যাচের শেষে দর্শকদের
অভিবাদন সাইনার। ছবি: এপি |
দ্বিতীয় গেম শুরুর সঙ্গে সঙ্গেই অবশ্য চোট আরও গুরুতর হওয়ায় ম্যাচ থেকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হন ওয়াং। খেলার ফল ১৮-২১, ০-১। এই জয়ের ফলে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে অলিম্পিক পদক লাভ করলেন সাইনা।
|
অলিম্পিকে ফের অবিচারের শিকার ভারতীয় বক্সিং |
অলিম্পিকে ফের বিতর্ক দানা বাধল বক্সিংকে ঘিরে। ৬৯ কেজি বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন বিকাশ কৃষ্ণণ। বক্সিং রিঙে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এরল স্পেন্স। প্রি-কোয়ার্টার ফাইনালের এই ইভেন্টে বিকাশ ১৩-১১ ফলাফলে জেতেন। রেফারি বিকাশকে জয়ী ঘোষণাও করেন। কিন্তু একটু পরেই চিত্রটা বদলে ভারতীয় বক্সিং শিবিরে নেমে আসে অবিচারের মেঘ। কারণ, ম্যাচের ফলাফলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এআইবিএ-র কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করে মার্কিন বক্সিং কর্তৃপক্ষ। আর এর ফলেই এআইবিএ অতিরিক্ত ৪ পয়েন্ট দিয়ে এরল স্পেন্সকে জয়ী ঘোষণা করেন। ঠিক একই ধরণের ঘটনা ঘটেছিল আরেক ভারতীয় বক্সার সুমিত সাঙ্গওয়ানের ক্ষেত্রে। তখন ভারতীয় শিবির থেকে ম্যাচের ফলাফল পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপই নেয়নি এআইবিএ কর্তৃপক্ষ। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বক্সিং দলের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল ভারতের শেফ দ্য মিশন।
|
জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠান শুরু |
আজ দার্জিলিং ম্যালে শপথ নিচ্ছেন গোর্খা জনমুক্তি মোর্চার ৪৫ জন সদস্য এবং সরকার মনোনীত ৫ সদস্য। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে, স্থানীয় সাংসদ যশোবন্ত সিংহ, রাজ্যপাল এম কে নারায়ণন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা।
|
কুয়োয় পড়ে বৃদ্ধের মৃত্যু |
পাতকুয়োয় পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃত ব্যক্তির নাম তারকনাথ মিত্র। ঘটনাটি ঘটেছে ১০১ মানিকতলা মেন রোড লাগোয়া বস্তিতে। আজ সকাল ৭.৩০ নাগাদ তাঁর মৃতদেহ কুয়োয় ভেসে থাকতে দেখেন তারকনাথবাবুর স্ত্রী। খবর দেওয়া হয় পুলিশকে। মানিকতলা হেডকোয়ার্টার থেকে দমকল এসে ৮.৩০ নাগাদ মৃতদেহ উদ্ধার করে। আর জি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে। তারকনাথবাবুর স্ত্রী জানিয়েছেন, ভোর রাতের দিকে তিনি শৌচালয়ে যাওয়ার জন্য বাইরে বেরোন। তারপর আজ সকালে তাঁর মৃতদেহ দেখতে পান। তিনি আরও জানান, তারকনাথবাবুর কিছু দিন আগেই বাইপাস সার্জারি হয়েছিল, সেই সঙ্গে ব্লাড সুগারের রোগীও ছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, জল তুলতে গিয়ে পা পিছলে কুয়োয় পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
|
সিউড়ির স্কুলে নিগৃহীত ছাত্রী, অভিযুক্ত ২ শিক্ষিকা |
ফের ছাত্রী নিগ্রহের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। এ বার ঘটনাস্থল সিউড়ির কালিগতি স্কুল। জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির দুই ছাত্রীর পারস্পরিক বিরোধ ও অভিযোগকে ঘটনার সূত্রপাত। এই দুই ছাত্রীর মধ্যে এক জন আর এক জনের বিরুদ্ধে টাকা চুরির অপবাদ দিয়ে শিক্ষিকার কাছে অভিযোগ জানায়। তখন ওই দু’জনকেই টিচার্স রুমে ডেকে পাঠান দুই শিক্ষিকা। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অন্য ছাত্রীটিকে পোশাক খুলিয়ে তল্লাশি চালানো হয় বলে জানায় নিগৃহীত ছাত্রীটি। এই কাজে সাহায্য করেন আরও দুই শিক্ষিকা। এই ঘটনার পর নিগৃহীত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। এ দিকে, স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, এই ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তারও আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওই দুই অভিযুক্ত শিক্ষিকাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। এই ধরনের ঘটনা ফের শিক্ষাব্যবস্থাকে আর একবার কাঠগড়ায় দাঁড় করাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। |