ফেসবুকের ‘অপব্যবহার’ নিয়ে রীতিমতো সরব তিনি। কিন্তু বর্তমান সময়ের দাবিতে এ ধরনের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের গুরুত্ব কোনও ভাবে ‘খাটো’ করে দেখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত ‘পোস্ট’ করার কাজ শুরু করেছেন তিনি। লক্ষ্য একদিকে যেমন তাঁর ‘সঠিক’ বক্তব্য তুলে ধরা, তেমনই জনসংযোগ তৈরি। শুক্রবার সেই কথাটাই জানিয়ে মুখ্যমন্ত্রী ফেসবুকে লিখেছেন, “আপনাদের মতামত আমার কাছে মূল্যবান। আসুন আমরা যেন এ ভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখি।”ফেসবুক ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস যে ভাবে প্রসারিত হচ্ছে তাকেও স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “আপনারা যে ভাবে নিয়মিত আমার বিভিন্ন ‘পোস্ট’-এর উত্তর দিচ্ছেন তার জন্য ধন্যবাদ। আমার কাছে এ এক আকর্ষণীয় অভিজ্ঞতা।”
|
অস্থায়ী ভাবে ছ’মাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকার পরে উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন অভিজিৎ চক্রবর্তী। সংসদের ভাইস চেয়ারম্যানের পদটি এত দিন ফাঁকা ছিল। শুক্রবার ওই পদে অভিজিৎবাবুকে নিয়োগ করা হয়। সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ জানান, সেখানে একটি ‘টেকনিক্যাল উইং’ খোলা হবে। মূলত রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি পাঠ্যক্রমের মান উন্নয়নের ব্যাপারে প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়াই হবে এই শাখার কাজ। নতুন এই শাখাটির দায়িত্ব থাকবে অভিজিৎবাবুর উপরে। অভিজিৎবাবু এ দিন বলেন, “বিভিন্ন পরিদর্শক সংস্থা কলেজ-বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে গ্রেড দেয়। সংসদ যদি আগেই পরিদর্শন করে খামতিগুলি চিহ্নিত করে দেয়, তা হলে মূল্যায়ন সংস্থার কাছ থেকে ভাল গ্রেড পেতে সুবিধা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির।” |