সূর্যের চেয়েও বেশি গরম। তা-ও আবার নেহাতই সামান্য নয়, আড়াই লক্ষ গুণ বেশি। অঙ্কের হিসাবে- চার লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস। সেই উত্তাপ এ বার গবেষণাগারে তৈরি করলেন বিজ্ঞানীরা। শেষ বার যা তৈরি হয়েছিল বিশ্ব ব্রহ্মান্ডের জন্ম মুহূর্তে। আর স্থায়ী হয়েছিল কেবল এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ সময়। নিউ ইয়র্কের ব্রুক হেভেন গবেষণাগারে এমনই অসাধ্য সাধন করেছেন এক দল গবেষক।
|
টাইফুন সাওলার তাণ্ডবে ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯। দুর্যোগের জেরে দেশের বহু প্রত্যন্ত অঞ্চলে এখনও পর্যন্ত পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। |