টুকরো খবর |
বর্ধমানে জোড়া খুনে জামিন দুই অভিযুক্তের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বর্ধমানের প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা হত্যা মামলায় দুই অভিযুক্ত তাপস সামন্ত ও নবকুমার রায়ের জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। গত ২২ ফেব্রুয়ারি প্রদীপবাবু এবং সিপিএমের অন্য নেতা কমল গায়েন বর্ধমানের দেওয়ানদিঘিতে খুন হন। জেলা পুলিশের হাত থেকে ওই জোড়া খুনের তদন্তের দায়িত্ব সরিয়ে নিয়ে সিআইডি-কে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেলের ডিভিশন বেঞ্চ। সিআইডি ১১ জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে দু’জন উচ্চ আদালতে জামিনের আবেদন জানান। আবেদনকারীদের পক্ষে আইনজীবী শেখর বসু বলেন, তদন্তের কাজ শেষ। চার্জশিটও দেওয়া হয়েছে। তাই জামিনে মুক্তি দেওয়ার বিরুদ্ধে কোনও আইনি যুক্তি নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য জামিনের বিরোধিতা করা হয়। বিরোধিতা করা হয় নিহতদের পরিবারের তরফ থেকেও। কিন্তু যে-যুক্তিতে নন্দীগ্রামে নিখোঁজ মামলায় সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ, অশোক গুড়িয়া, অমিয় সাহুদের জামিন মঞ্জুর করা হয়েছে, এখানেও সেই যুক্তির কথা বলে জামিন মঞ্জুর করে বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ। ঘটনাচক্রে, লক্ষ্মণবাবুর জামিনের বিরুদ্ধে রাজ্য সরকার যে-‘স্পেশ্যাল লিভ পিটিশন’ বা বিশেষ অনুমতির আবেদন করেছিল, এ দিনই সেটি বিচারের জন্য সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে।
|
ইউআইটি-তে টিএমসিপি-র গোষ্ঠীদ্বন্দ্ব |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
তৃণমূল ছাত্র পরিষদের কোন্দলে অশান্তি হল বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইউআইটি)-তে। শুক্রবার দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। অবশ্য কোনও তরফেই পুলিশে কোনও অভিযোগ জানানো হয়নি। তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা অর্ঘ্যদীপ ভট্টাচার্য ও রাসবিহারী হালদারের দাবি, ইউআইটি-তে সংগঠনের নতুন তৈরি হওয়া ইউনিটের জন্য তাঁদের দু’জনকে যথাক্রমে সভাপতি ও কার্যকরী সভাপতি মনোনীত করেছেন। তাঁদের অভিযোগ, “এ কথা নেতৃত্ব একটি চিঠিতে লিখিত ভাবে জানিয়েছে। কিন্তু ইনস্টিটিউশনে আমাদের অপর দুই নেতা সৌম্য দাস ও অগ্নি ভট্টাচার্য তা মানতে রাজি নয়। চিঠিটি জাল বলে দাবি করে এ দিন তারা আমাদের মারধর করেছে।” সৌম্য দাস ও অগ্নি ভট্টাচার্য অবশ্য এই মারধরের অভিযোগ মানতে নারাজ। তাঁদের পাল্টা দাবি, “ওই দু’জন রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়েছে। তারা বুঝিয়েছে যে, সংগঠনের সমস্ত সমর্থক ও কর্মীদের সমর্থন তাদের দিকে রয়েছে। তার প্রমাণ হিসেবে যে কাগজ তারা নেতৃত্বের কাছে জমা দিয়েছে, তাতে অনেকেরই সই জাল করা হয়েছে। এ নিয়ে এ দিন বচসা বাধে। তার পরে ওরাই আমাদের মারধর করেছে।” ইনস্টিটিউট সূত্রে জানা যায়, দু’পক্ষের মধ্যে গণ্ডগোল থামাতে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সন্তু ঘোষ ও সভাপতি নির্ভীক বন্দ্যোপাধ্যায়। তাঁদের চেষ্টায় তখনকার মতো গোলমাল মেটে।
|
ট্রান্সফর্মার বিকল, বিদ্যুৎহীন কাটোয়া |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় শুক্রবার সকাল থেকে প্রায় ১০ ঘন্টা বিদ্যুৎহীন হয়ে রইল কাটোয়া শহরের একাংশ। এর জেরে বিদ্যুৎহীন ছিল কাটোয়া মহকুমা হাসপাতালও। শহরের গুরুত্বপূর্ণ এলাকা কাছারি রোড, স্টেশন বাজারের একাংশ বিদ্যুৎহীন থাকায় তাঁদের রীতিমতো ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানান, এ দিন সকাল ৮টা থেকে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার পর বিদ্যুৎ সংযোগ আসে। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির সহকারী বাস্তুকার লাল্টু মণ্ডল জানান, ২৫০ কেভির একটি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছিল। তার জেরেই এমন বিপত্তি। তার জায়গায় নতুন ট্রান্সফর্মার লাগানো হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়।
|
খেতের জল নিয়ে সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
খেতজমিতে জল নেওয়াকে কেন্দ্র করে শুক্রবার দু’টি পরিবারের মধ্যে সংঘর্ষ বাধল কাটোয়ার গাঁফুলিয়া গ্রামে। ঘটনার জেরে একটি পরিবারের তিন জন আহত হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই গ্রামের বাসিন্দা গোপাল ঘোষ ও সহদেব ঘোষের পরিবারের মধ্যে জমিতে আল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়। পর সংঘর্ষ বাধে। আহতদের দাবি, গোপাল ঘোষের লোকজন প্রথমে অজিত ঘোষকে মারধর করে। অজিতবাবুকে আটকাতে গিয়ে আরও দু’জন প্রহৃত হন। পুলিশ জানায়, সাত জনের নামে অভিযোগ দায়ের হয়েছে।
|
আলোচনাচক্র |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি আলোচনাচক্রের আয়োজন হয়েছিল কাটোয়ার কলেজ পাড়ার বিজ্ঞান পরিষদ ভবনে। ওই সভায় ‘ঈশ্বর কণা কী ও কেন’, এই বিষয়ে আলোচনা করেন কাটোয়া কলেজের অধ্যাপক জ্যোতিপ্রতিম রায়চৌধুরী। এ ছাড়াও প্রফুল্লচন্দ্র রায়ের বিজ্ঞান গবেষণার উপর বক্তৃতা করেন কাশীরাম দাস বিদ্যায়তনের শিক্ষক সাগরচন্দ্র রায় ও কাটোয়া কলেজের প্রাক্তন অধ্যাপক কালীচরণ দাস।
|
কাটোয়ায় বিজ্ঞান পরিষদে আলোচনা |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি আলোচনাচক্রের আয়োজন হয়েছিল কাটোয়ার কলেজ পাড়ার বিজ্ঞান পরিষদ ভবনে। ওই সভায় ‘ঈশ্বর কণা কী ও কেন’, এই বিষয়ে আলোচনা করেন কাটোয়া কলেজের অধ্যাপক জ্যোতিপ্রতিম রায়চৌধুরী। এ ছাড়াও প্রফুল্লচন্দ্র রায়ের বিজ্ঞান গবেষণার উপর বক্তৃতা করেন কাশীরাম দাস বিদ্যায়তনের শিক্ষক সাগরচন্দ্র রায় ও কাটোয়া কলেজের প্রাক্তন অধ্যাপক কালীচরণ দাস। |
|