|
|
|
|
|
|
তিনি বলেন
|
আগেও বলেছি, এখনও বলছি, শহরে
আর্সেনিকের তীব্রতা তেমন ভাবে নেই। |
শোভন চট্টোপাধ্যায় |
প্রসঙ্গ শহরের জলে আর্সেনিক |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: মকর।
নক্ষত্র: ধনিষ্ঠা।
শুভ রং: হাল্কা হলুদ, সবুজ ও আকাশি।
শুভ সংখ্যা: ৩, ৬, ৭ ও ৯।
আজ ৪ ও ৮ সংখ্যা এবং কালো রং থেকে দূরে থাকুন। ব্যবসায়ীদের জন্য আজ শুভ দিন। বহু দিনের বকেয়া পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভাল অভিজ্ঞতা। তবে, দাম্পত্য জীবনে কিছু সমস্যা। কন্যার উচ্চশিক্ষার যোগ। ভাই বা বোনের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি। বাবার স্বাস্থ্য ভাল না-ও যেতে পারে। ডায়াবেটিস থাকলে চিকিৎসা করিয়ে নিন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
নয়া শিশু হাসপাতাল
বিধানচন্দ্রের স্মৃতিরক্ষার জন্য কলিকাতায় যে শিশু হাসপাতালটি প্রতিষ্ঠা করা হইবে, তাহাতে ২০০টি বেড থাকিবে। হাসপাতালটি নির্মাণ করিতে ২২ লক্ষ টাকা খরচ পড়িবে। বুধবার বিধানচন্দ্র স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক শ্রীঅতুল্য ঘোষ কলিকাতার মেয়র শ্রীরাজেন্দ্রনাথ মজুমদার এবং ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান শ্রী কে কে সেনের সহিত মাণিকতলা অঞ্চলে হাসপাতাল নির্মাণের উপযোগী জমি দেখিতে গিয়াছিলেন। পরিকল্পনা অনুসারে হাসপাতালটি নির্মাণ করিতে ৩০ বিঘা জমি প্রয়োজন হইবে।
— আনন্দবাজার পত্রিকা, ৩ অগস্ট ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|