অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক
|
লন্ডন অলিম্পিকে শ্যুটিংয়ে আজ রুপো জিতলেন ভারতের বিজয় কুমার। পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে এই পদক আনেন হিমাচলপ্রদেশের হামিরপুরের বাসিন্দা বিজয়। এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। এছাড়াও তাঁর জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী। অন্য দিকে ব্যাডমিন্টনের ব্যক্তিগত বিভাগে সাইনা নেওওয়ালের হারের সঙ্গে সঙ্গেই এই ইভেন্টে ভারতের সোনা জয়ের আশা শেষ হয়ে যায়। সেমিফাইনালে বিশ্ব তথা চিনের এক নম্বর খেলোয়াড় ওয়াং ইহানের কাছে ১৩-২১, ১৩-২১ ফলাফলে হারেন সাইনা। আগামী কাল তিনি ব্রোঞ্জের জন্য লড়বেন। বক্সিং-এ ৭৫ কেজি মিডলওয়েট বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের তেরেল গৌসাকে হারিয়ে বক্সিং-এর কোয়ার্টার ফাইনালে উঠলেন বিজেন্দ্র সিংহ। ফলাফল ১৬-১৫। প্রি-কোয়ার্টারের প্রথম রাউন্ডে তেরেল খুব ভালো খেললেও ৪-৩ ফলাফলে প্রথম রাউন্ড জিতে নেন বিজেন্দ্র। দ্বিতীয় রাউন্ডের ফলাফল হয় ৫-৫। কোয়ার্টার ফাইনালে গিয়ে ভারতের আরও একটি পদক জয়ের আশা জিইয়ে রাখলেন বিজেন্দ্র সিংহ। |
উডল্যান্ডস নার্সিংহোমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব |
আজ সকাল থেকেই উডল্যান্ডস নার্সিংহোমে তৃণমূলের দু’টি কর্মী সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্যের ফলে বন্ধ হয়ে যায় নার্সিংহোমের কাজকর্ম। ফলে বিপাকে পড়েন রোগীরা। নার্সিংহোমে সাড়ে আট ঘন্টা কাজের পরিবর্তে আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করে তৃণমূলের একটি কর্মী সংগঠন। অন্য দিকে, এই আন্দোলনের বিরোধিতা করে অপর একটি সংগঠন কাজ করতে চাইলে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। উডল্যান্ডসের অচলাবস্থা উঠল। অবশেষে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পরে কাজে যোগ দিলেন কর্মীরা।
|
তৃণমূল নেতার মেয়ের অস্বাভাবিক মৃত্যু |
কাল রাতে রাজাবাগান থানা এলাকায় তৃণমূল নেতার মেয়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শ্বশুড়বাড়িতে মেয়ের ওপর শারীরিক নির্যাতন করা হত বলে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর মইনুল হক চৌধুরী। কিন্তু পুলিশ সঠিকভাবে তদন্ত না করার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে রাজাবাগান থানায় ভাঙচুর চালায় তৃণমূল সমর্থকেরা। আগুন লাগানো হয় পুলিশের জিপে। ঘটনাস্থলে গার্ডেনরিচ থানার ওসি এসে পৌঁছালে তাঁর গাড়িও ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
|
বদ্রীনাথের কাছে ধস, আটকে পুণ্যার্থীরা |
কাল রাত থেকে বদ্রীনাথের পাতালগঙ্গার কাছে ধস নামায় আটকে পড়েছেন বহু পুণ্যার্থী। যোশীমঠ ও হেমকুণ্ডের কাছে আটকে আছেন প্রায় দশ হাজার পুণ্যার্থী। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনা। রাস্তা পরিষ্কারের কাজ চলছে পুরোদমে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য যারপরনাই ব্যাহত হচ্ছে কাজ। ধসের কারণে বন্ধ রয়েছে দিল্লি-বদ্রীনাথ জাতীয় সড়ক। ফলে কার্যতই নাকাল হচ্ছেন যাত্রীরা। এ দিকে সেনা সূত্রে জানানো হয়েছে, আজ বিকেলের মধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শেষ করা সম্ভব হবে।
|