ঊনচল্লিশেও শেষ আটে লিয়েন্ডার
য়স ৩৯। এই বয়সেও অবিশ্বাস্য ভাবে অলিম্পিক মাতাচ্ছেন লিয়েন্ডার পেজ। বুধবার রাতে হাঁটুর বয়সী বিষ্ণু বর্ধনকে নিয়ে ডাবলসে হেরে গিয়েছেন তো কী! তিন সেটে সেই অবিশ্বাস্য লড়াইয়ের আঠারো ঘণ্টার মধ্যে সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে ফের ফিরে এলেন লিয়েন্ডার। অলিম্পিক টেনিসের মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন শক্তিশালী জুটিকে হেলায় উড়িয়ে। নেনাদ জিমোনজিচ এবং আনা ইভানোভিচ জুটিকে ৬-২, ৬-৪ হারাল ভারতীয় জুটি।
বৃহস্পতিবারের উইম্বলডন। ছবি: উৎপল সরকার
এখনই পদকের সম্ভাবনা বাড়বে, এমন ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না। কোয়ার্টার ফাইনালে এক নম্বর বাছাই টিমের বিরুদ্ধে পড়লেন পেজ-সানিয়া। বেলারুশের ম্যাক্স মির্নি এবং ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধে।
কিন্তু সেই ম্যাচের ফল যা-ই হোক, তাঁর যা প্রমাণ করার ছিল লিয়েন্ডার করে দিয়েছেন। এবং লিয়েন্ডারের এমন দুরন্ত পারফরম্যান্স দেখে ভারতীয় টেনিসকর্তারা রীতিমতো উচ্ছ্বসিত। বরং তাঁরা এখন বিষোদ্গার করছেন মহেশ ভূপতিকে নিয়ে। তাঁরা এখন মহেশকে শাস্তি দেওয়ার কথা ভাবছেন। কিন্তু শোনা যাচ্ছে, ভারতের ডেভিস কাপ টিম থেকে অবসর নিয়ে নিতে পারেন মহেশ। সে ক্ষেত্রে তাঁকে শাস্তি দেওয়ার সুযোগ থাকছে না।
বিষ্ণু: ভারতের ভবিষ্যৎ। ছবি: এপি।
এ দিন প্রথম সেটে বিপক্ষকে দাঁড়াতেই দেননি পেজ-সানিয়া। এমনিতে লিয়েন্ডার-সানিয়া দু’জনেই ফোরহ্যান্ড কোর্টের প্লেয়ার। তা সত্ত্বেও দু’জনের কোর্টের বোঝাপড়া যে কতটা কার্যকরী হতে পারে, সেটা বোঝা গেল এই ম্যাচে। দ্বিতীয় সেটে লিয়েন্ডাররা ৪-২ এগিয়ে থাকা অবস্থায় তিনটে ব্রেক পয়েন্ট নষ্ট হয়। গেম ছিনিয়েও নেয় সার্বিয়ার জুটি। শেষ গেমেও বিপক্ষ ফিরে আসার পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। কিন্তু লিয়েন্ডারের ‘এস’-এর কোনও জবাব ছিল না তাঁদের কাছে। সানিয়াকেও ম্যাচে দেখা গেল অসাধারণ কয়েকটি ডাউন দ্য লাইন ফোরহ্যান্ড মারতে।
এক দিকে, কোর্টে দুর্ধর্ষ কামব্যাক। অন্য দিকে আবার তরুণ সতীর্থকে দরাজ সার্টিফিকেট। লিয়েন্ডার একই সঙ্গে দু’টোই করে রাখলেন।
সাইনা: পদকের স্বপ্ন দেখাচ্ছেন এ বারই। ছবি: রয়টার্স
তরুণ সতীর্থ অর্থাৎ, বিষ্ণু বর্ধন। বুধবার রাতের ডাবলসে লিয়েন্ডারের যিনি সঙ্গী ছিলেন। ফরাসি জুটি জো উইলফ্রেড সঙ্গা-মাইকেল লড্রা জুটির কাছে ৬-৭ (৩), ৬-৪, ৪-৬ হার স্বীকার করতে হয় লিয়েন্ডার পেজ-বিষ্ণু বর্ধন জুটিকে। কিন্তু সেই হারে লজ্জার কিছু পাচ্ছেন না লিয়েন্ডার। বরং ম্যাচ শেষে বিষ্ণুকে দরাজ সার্টিফিকেট দিয়ে বলেছেন, “আমরা টিম হিসেবে এই প্রথম কোনও টুর্নামেন্টে নামলাম। এবং আরও একটা দুর্ধর্ষ ম্যাচ খেললাম। প্রথম রাউন্ডে আমরা যাদের হারিয়েছি তাদের একজন সিঙ্গলসে বিশ্বের তেত্রিশ নম্বর। আর এক জন ডাবলসে একুশ নম্বর। কিন্তু তবু ওদের হারাতে আমাদের অসুবিধা হয়নি।” সঙ্গে যোগ করেছেন, “তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা আরও কঠিন ছিল। সঙ্গা সিঙ্গলসে বিশ্বের পাঁচ নম্বর। লড্রাও অনেকগুলো গ্র্যান্ড স্লাম জিতেছে। সেখানে বিষ্ণুর খেলার দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ও কখনও হাল ছাড়ে না। মনের জোর মারাত্মক। বিষ্ণুর সঙ্গে খেলাটা এক কথায় খুবই উপভোগ করেছি। বলতে পারেন, এক নতুন প্রতিভার জন্ম হল। জানতাম বিষ্ণু প্রতিভাবান। এখানে দেখা গেল সর্বোচ্চ মানের টেনিসের সামনেও নিজের খেলাটা ও খেলতে পারে।”

আজ
ব্যাডমিন্টন
• সাইনা নেহওয়াল(দুপুর ১-৩০)
শট পাট
• ওমপ্রকাশ সিংহ (দুপুর ২-৩০)
ডিসকাস থ্রো
• কৃষ্ণা পুনিয়া (রাত ১১-৪০)
বক্সিং
• বিকাশ কৃষ্ণন (রাত ২-০০)
হকি
• ভারত-জার্মানি (সন্ধ্যা ৬-১৫)
শ্যুটিং
• জয়দীপ কর্মকার, গগন নারঙ্গ (দুপুর ১-৩০)
• বিজয় কুমার (বিকেল ৩-০০)

গত কাল
ব্যাডমিন্টন
• সাইনা সেমিফাইনালে কাশ্যপের হার
বক্সিং
• জয় ভগবানের হার
শ্যুটিং
• রঞ্জন সোধীর বিদায়, বিজয় কুমার দ্বিতীয় রাউন্ডে
টেনিস
• লিয়েন্ডার-সানিয়া কোয়ার্টার ফাইনালে




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.