অলিম্পিকের টুকিটাকি: প্রাচীন অলিম্পিকের বিবরণ
• পরবর্তী অলিম্পিকগুলিতে বেশ কয়েকটি নতুন ইভেন্ট শুরু করা হয়— বক্সিং, কুস্তি বা ‘পেল’ এবং প্যাঙ্করেশন। আধুনিক কালের মিক্সড মার্শাল আর্ট-এর একটি আদি রূপ প্যাঙ্করেশন। এ ছাড়াও ছিল অন্যান্য দৌড়ের ইভেন্ট, ‘চ্যারিয়ট রেসিং’, ‘পেন্টাথেলন’— যার মধ্যে ছিল কুস্তি, স্টেডিওন, লং জাম্প, জ্যাভেলিন ও ডিসকাস ছোঁড়া। এর মধ্যে বক্সিং ক্রমশ পাশবিক রূপ নিতে থাকে। শুরুর দিকে নরম চামড়ার গ্লাভস ব্যবহার করলেও ধীরে ধীরে প্রতিযোগীরা শক্ত চামড়ার গ্লাভসের মধ্যে ধাতব পদার্থ ঢুকিয়ে বক্সিং করতেন। এ ছাড়া বক্সিং ম্যাচ চলাকালীন কোনও রকম বিরতি দেওযা হত না বা কোনও প্রতিযোগী মাটিতে পড়ে গেলেও তাঁকে আঘাত করা হত। কোনও এক জন প্রতিযোগীর পরাজয় স্বীকার করা বা মৃত্যু না হওয়া পর্যন্ত খেলা বন্ধ হত না। চ্যারিয়ট রেসিঙে চালকের পরিবর্তে রথের মালিক ও দলকে প্রতিযোগী হিসেবে গণ্য করা হত। ফলে এক জন রথের মালিক একাধিক শীর্ষস্থান দখল করতে পারতেন।