পানীয় জল প্রকল্পে বিশ্বব্যাঙ্কের সাহায্য পাবে না রাজ্য। প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি পানীয় জল প্রকল্পে সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বিশ্বব্যাঙ্কের সাহায্য পাবে, এমন চার রাজ্যের নাম দিয়ে একটি তালিকা তৈরি করেছে। সেখানে পশ্চিমবঙ্গের নাম নেই।
রাজ্য প্রশাসন সূত্রের খবর, মে মাসে বিশ্বব্যাঙ্কের সঙ্গে কেন্দ্রীয় পানীয় জল ও নিকাশি মন্ত্রকের একটি বৈঠক হয়। সেই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ প্রস্তাব দেন, পানীয় জল প্রকল্পের জন্য মোট আটটি রাজ্যকে পঞ্চাশ লক্ষ ডলার ভাগ করে দেওয়া হোক। কিন্তু কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়ে দেয়, আপাতত ওই প্রকল্পে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সাহায্য পাবে। পশ্চিমবঙ্গ, অসম, ছত্তীসগঢ় এবং ওড়িশাকে এখনই সহায়তা দেওয়া যাবে না।
কেন বাদ গেল পশ্চিমবঙ্গ?
পানীয় জল এবং নিকাশি মন্ত্রকের সূত্রের খবর, পশ্চিমবঙ্গ-সহ ওই চারটি রাজ্যে উন্নয়নের কাজ চললেও তা পরিকল্পনা অগ্রাধিকারের ভিত্তিতে হয়নি।
এর ফলে উন্নয়নের সমতা ও ধারাবাহিকতা থাকছে না বলে অর্থ মন্ত্রক জানিয়েছে। রাজ্য প্রশাসন সূত্রের খবর, পরিকল্পনা ও প্রকল্প তৈরিতে ঘাটতি রয়েছে বলে বিশ্বব্যাঙ্কও মনে করে। সে কারণে, বছরের শুরুতেই রাজ্যকে গ্রাম পঞ্চায়েত স্তরে সুসংহত উন্নয়নের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে তারা। ভারতে বিশ্বব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর রোবের্তো জাঘা ১৮ জুন মুখ্যসচিব সমর ঘোষকে চিঠি দিয়েছেন। তাঁর মতে, ‘ওয়েস্টবেঙ্গল ইনস্টিটিউশনাল স্ট্রেংদেনিং অফ গ্রাম পঞ্চায়েতস প্রজেক্ট’-এর কাজে রাজ্য সাফল্যে দেখিয়েছে। ওই চিঠিতে
তিনি ফের গ্রাম পঞ্চায়েতগুলিকে সুসংহত উন্নয়নের পরিকল্পনা করতে পরামর্শও দিয়েছেন।
রাজ্য সরকার অবশ্য সাহায্য পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবারই পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জয়রাম রমেশকে চিঠি দিয়ে জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে গ্রামোন্নয়নের কাজে ২০ হাজার কোটি টাকা খরচ করা হবে বলে রাজ্য সিদ্ধান্ত নিয়েছে। তাই পানীয় জল প্রকল্পে বিশ্বব্যাঙ্কের সাহায্য পাওয়া জরুরি। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী উদ্যোগী হলে বিশ্বব্যাঙ্কের সাহায্য মিলতে পারে বলে রাজ্য প্রশাসন মনে করে। |