অলিম্পিকের টুকিটাকি: শুরুর কথা |
গ্রিক পুরাণ অনুযায়ী, দেবতাদের প্রধান ‘জিউস’ (ফাদার অব গডস অ্যান্ড মেন)-এর সম্মানে অলিম্পিকের সূচনা হয়। প্রাচীনকালে অলিম্পিকে ধর্মীয় অনুষ্ঠান তো হতই, প্রতিযোগিতা হত নানা শিল্পকর্ম নিয়েও। ৪৪৫ খ্রিস্টপূর্বাব্দে সে সময়ের শ্রেষ্ঠ ভাষ্করদের অন্যতম ফিডিয়াস অলিম্পিয়ায় জিউসের একটি অসাধারণ মূর্তি তৈরি করেছিলেন। সোনা এবং হাতির দাঁত দিয়ে তৈরি প্রায় ৪৩ ফুট লম্বা সেই মূর্তি ছিল প্রাচীনকালের সপ্তম আশ্চর্যের একটি। তবে খ্রিস্টিয় ষষ্ঠ শতকের এক ভূমিকম্পে মূর্তিটি ধ্বংস হয়ে যায়। |