লন্ডনের টুকরো
মহেশদের লড়াই মির্নিদের সঙ্গে
অলিম্পিক টেনিসে শীর্ষবাছাই নির্ধারণে চমক রইল না। পুরুষ ও মহিলা বিভাগে শীর্ষবাছাই যথাক্রমে বেছে ফেলা হল রজার ফেডেরার এবং ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। ডাবলসে ভারতীয় চ্যালেঞ্জ মহেশ ভূপতি ও রোহন বোপান্না জুটি হয়েছেন সপ্তম বাছাই। সার্বিয়ার জুটি নোভাক জকোভিচ-ভিক্টর ট্রোইস্কির চেয়ে এক ধাপ আগে রয়েছেন মহেশরা। ভূপতি-বোপান্নাই ভারতীয়দের মধ্যে একমাত্র বাছাই জুটির মর্যাদা পেয়েছেন। মহেশদের প্রথম খেলা ২৮ তারিখ বেলারুশের জুটি ম্যাক্স মির্নি-আলেকজান্ডার বারির বিরুদ্ধে। লিয়েন্ডার পেজ-বিষ্ণু বর্ধন জুটির প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডসের জুলিয়েন জাঁ রজার-রবি হাস। মেয়েদের ডাবলসে সানিয়া মির্জা-রুশমি চক্রবর্তীর লড়াই শুরু তাই পে জুটির বিরুদ্ধে। পুরুষদের সিঙ্গলসে সোমদেব দেববর্মনের প্রতিপক্ষ ফিনল্যান্ডের জার্কো নেমিনেন। সদ্য উইম্বলডন জিতে ইতিহাস সৃষ্টি করা ফেডেরার এ বার অলিম্পিক সোনার লক্ষ্যে। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ওয়ারিঙ্কাকে নিয়ে ডাবলসে সোনা জিতেছেন ফেডেরার। এ বার সিঙ্গলসে জিতবেন কি না, তা নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে ব্রিটেনে। ফেডেরার ঠিক পরেই আছেন নোভাক জকোভিচ। তিনে অ্যান্ডি মারে। আগামী শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিকের টেনিস-যুদ্ধ। মেয়েদের বিভাগে আবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আজারেঙ্কার ঠিক পরেই আছেন আগনেইস্কা রাদওয়ানস্কা।

শেফ দ্য মিশন বিতর্কে ভারত
অজিত পাল সিংহের কী হয়েছে? আজ, শুক্রবার, লন্ডন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান। কিন্তু ভারতের শেফ দ্য মিশন অজিত পাল সিংহ এখনও লন্ডনে পৌঁছননি। যা খবর পাওয়া যাচ্ছে, তাতে তাঁর এসে পৌঁছনোর সম্ভাবনাও অত্যন্ত কম। ভারতীয় দলের দায়িত্ব আপাতত সামলাচ্ছেন ডেপুটি শেফ দ্য মিশন, ব্রিগেডিয়ার পি কে মুরলীধরন রাজা। রাজা বলেছেন, “আমি শুনেছি অজিতপাল অসুস্থ। এটুকু বলতে পারি, আগামিকাল মার্চ পাস্টে আমিই ভারতীয় দলের নেতৃত্ব দেব।” কিন্তু ঠিক কী হয়েছে প্রাক্তন বিশ্বজয়ী হকি অধিনায়কের? কেন তিনি লন্ডনে নেই? অজিত পালের বাড়িতে ফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ফোন ধরেননি। পরে ধরলেও লন্ডন যাবেন কি না, এ প্রশ্নের জবাবে একটা কথাও বলেননি। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই অজিত পাল অসুস্থ, নাকি রাজনীতির শিকার হয়ে তাঁকে সরে যেতে হল? সব মিলিয়ে অলিম্পিক শুরুর আগেই কিন্তু অস্বস্তিতে পড়ে গেল ভারতীয় শিবির।

পতাকা বিভ্রাট
সরকারি ভাবে এখনও অলিম্পিক শুরু হয়নি, কিন্তু তার আগেই বিতর্কে জড়িয়ে পড়ল লন্ডন অলিম্পিক কমিটি। বুধবার উত্তর বনাম দক্ষিণ কোরিয়ার মেয়েদের ফুটবল ম্যাচ শুরুর আগে জায়েন্ট স্ক্রিনে উত্তর কোরিয়ার টিমের প্লেয়ারদের ছবির পাশে দক্ষিণ কোরিয়ার পতাকা দেখানো হয়। এর পরে উত্তেজিত উত্তর কোরিয়া দল মাঠ ছেড়ে চলে যায়। এক ঘণ্টা বাদে তাদের বুঝিয়ে সুজিয়ে মাঠে ফেরানো হয়। ম্যাচ জিতলেও এই ‘অপমান’ ভুলতে পারেনি উত্তর কোরিয়া। এই ঘটনার পরে অবশ্য অলিম্পিক সংগঠনের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

আশ্রয় চাই
অলিম্পিক পদক নয়, চাই রাজনৈতিক আশ্রয়। অলিম্পিক শুরু হওয়ার আগেই ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসলেন আফ্রিকার এক অ্যাথলিট। বুধবার রাতে লিডস পুলিশের কাছে গিয়ে হাজির হন তিনি। এর পরেই ওই অ্যাথলিট রাজনৈতিক আশ্রয় চান বলে ইংল্যান্ড সংবাদমাধ্যমের খবর। তবে সেই অ্যাথলিটের নাম বা তিনি কোন দেশের তা জানানো হয়নি।

আলির সম্মানে
অলিম্পিক জৌলুসও যেন হার মেনে গেল। মহম্মদ আলিকে ঘিরে বসেছিল তারার মেলা। কে ছিল না সেখানে! বুধবার রাতে আলির সম্মানে পার্টি দিয়েছিলেন ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি। ছিলেন লুইস হ্যামিল্টন, কলিন জ্যাকসন, অভিনেত্রী রোসারিও ডসন। আলির ভাই, রহমান বলেছেন, “দাদা এখানে এসে অত্যন্ত খুশি এবং গর্বিত। দাদা ১৯৬০ সালে অলিম্পিক টিমের অংশ ছিল। চ্যাম্পিয়ন হয়েছিল। দাদা মনে করছে, এ বারও যুক্তরাষ্ট্র জিতবে।”

রিকশায় অলিম্পিকে
প্লেনে নয়, ট্রেনে নয়, এমনকী বাসেও নয়। চিন থেকে তিনি লন্ডন এসেছেন রিকশা চালিয়ে! নাম চেন গুয়ানমিং। বয়স ৫৭। পেশায় কৃষক। নেশা, অভাবনীয় কিছু করে দেখানো। সেটাই করলেন। দু’বছর ধরে ১৬ দেশ ঘুরে লন্ডন এলেন। যার জন্য তাঁকে পাড়ি দিতে হল ৪০ হাজার মাইল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.