বেকারদের কর্মসংস্থানের সুযোগ দিতে ফেলে রাখা জমিতে কারখানা নির্মাণ, খেতমজুরদের সরকার নির্ধারিত মজুরি, অনাবৃষ্টির মোকাবিলায় একশো দিনের কাজ প্রকল্পকে ব্লকের সর্বত্র ছড়িয়ে দেওয়া-সহ ১০ দফা দাবিতে কৃষকসভার পক্ষে বৃহস্পতিবার কাঁকসা ব্লক অফিসের সামনে সমাবেশ হয়। বক্তৃতা করেন সিপিএমের কাঁকসা জোনাল কমিটির সম্পাদক অলোক ভট্টাচার্য, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বীরেশ্বর মন্ডল, কৃষকসভার ব্লক সম্পাদক নারায়ণ শ্যাম।
|
চালক ও খালাসিকে মারধর করে একটি লরি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুলটির চিনাকুড়ি থেকে দীপক সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। পুলিশ জানায়, চলতি মাসের ১৭ তারিখ এই লরিটি পণ্য নিয়ে উত্তরপ্রদেশের রামপুর থেকে বরাকরে আসে। বরাকরে গাড়ি খালি করে আবার অন্য পণ্য নিয়ে লরিটি অসমের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বরাকর পার হওয়ার পরেই এ জনা কয়েক দুষ্কৃতী লরির চালক ও খালাসিকে ভয় দেখিয়ে ঝাড়খণ্ডের পাঞ্চেতে নিয়ে যায়। চালক, খালাসিকে লরি থেকে নামিয়ে দিয়ে পণ্যবোঝাই লরিটিকে নিয়ে চম্পট দেয় তারা।
|
একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার বারাবনিতে ভূমিহীন কৃষকদের পাট্টা বিলি করল ব্লক প্রশাসন। প্রায় ৬৫ জন ভূমিহীন কৃষককে পাট্টা দেওয়া হয়। ৫৮ জনকে ইন্দিরা আবাসের আর্থিক অনুদান ও ৫ মৎস্যবিক্রেতাকে ব্যবসার সরঞ্জাম দেওয়া হয়। অগ্নিবীণা প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক সুরজিৎ দত্তশর্মা ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।
|
জানলার গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটল আসানসোল দক্ষিণ থানার সুমথপল্লির একটি বাড়িতে। বাড়ির কর্তা সরোজ সাধু পুলিশের কাছে অভিযোগ করেন, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক লুঠপাঠ করে পালায়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
|
১৪টি কয়লা বোঝাই গরুর গাড়ি পাকড়াও করল বারাবনি থানার পুলিশ। বুধবার রাতে অবৈধ কয়লা পাচারের অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানার ফতেপুর এলাকার ঘটনা। মৃতের নাম রাজেশ পন্ডিত (১৮)। ওই সময়ে কারখানা থেকে সাইকেলে চালিয়ে খাবার খেতে বাড়ি ফিরছিলেন রাজেশ।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের বৃহস্পতিবারের খেলা অমীমাংসিত রইল। এ দিন গ্যামন ব্রিজে ডিএসএমএস ও গোঁসাইডাঙ্গা মিলনসঙ্ঘ দু’টি করে গোল করে। |