বিকল লিফটে রোগীরা আটক মেডিক্যালে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে কে, তার নিষ্পত্তি হচ্ছে না মাসের পর মাস। তার জেরেই সোমবার সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবনের লিফটে প্রায় ৪০ মিনিট আটকে রইলেন ৬-৭ জন রোগী। তাঁদের মধ্যে নজমা বিবি নামে ৭৫ বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হয়েছে সিটি স্ক্যানও। লিফট কিন্তু সারাই হয়নি। আপাতত ওই ভবনের দু’টি লিফটই বিকল। বহির্বিভাগে আসা রোগীদের হেঁটেই তেতলা-চারতলায় উঠতে হচ্ছে। বছর দেড়েক আগে বহির্বিভাগ ভবন তৈরির পরেই তার রক্ষণাবেক্ষণ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। প্রথমে এর দায়িত্ব ছিল একটি বেসরকারি সংস্থার হাতে। তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে কয়েক মাস আগে। কিন্তু হাসপাতাল-কর্তৃপক্ষের সঙ্গে পূর্ত দফতরের বিরোধের পরিপ্রেক্ষিতে ওই দফতরের হাতে আর ভবনের রক্ষণাবেক্ষণের ভার দেওয়া হয়নি। হাসপাতাল সূত্রের খবর, তার পর থেকেই জল, বিদুৎ, লিফট-সহ সব কিছু নিয়েই সমস্যার সূত্রপাত। মেডিক্যালের সুপার অসীম ঘোষের কথায়, “পূর্ত দফতর কেন দায়িত্ব নিচ্ছে না, সেটা ওদেরই জিজ্ঞাসা করুন। আমরা একাধিক বার নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে লিফট সারিয়েছি। বারবার তো এটা সম্ভব নয়।” পূর্ত দফতরের বক্তব্য, রক্ষণাবেক্ষণের ভার সরকারি ভাবে তাদের হাতে না-দেওয়া পর্যন্ত এই বিষয়ে তাদের কথা বলাই নিষেধ!
|
‘রেড রিবন এক্সপ্রেস’ শিলিগুড়িতে |
এড্স সচেতনতায় ‘রেড রিবন এক্সপ্রেস’ শিলিগুড়িতে আসছে আগামী ৫ অগস্ট। তারই প্রস্তুতিতে সোমবার শিলিগুড়ির সার্কিট হাউজে স্বাস্থ্য বিভাগ, রেল, পুরসভা, ওই কাজের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থা, পুলিশ, প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার। রুদ্রবাবু বলেন, “৫ অগস্ট শিলিগুড়ি জংশন স্টেশনে ওই বিশেষ প্রদর্শনী ট্রেন পৌঁছবে। এইচআইভি তথা এডস নিয়ে বাসিন্দাদের সচেতন করতে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে ট্রেনটিতে। থাকছে নিখরচায় আইচআইভি পরীক্ষার ব্যবস্থা। এ বিষয়ে সচেতনতা প্রচারে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা থাকবে ট্রেনেই। ২ দিন ওই প্রদর্শনী ট্রেনটি শিলিগুড়ি জংশন স্টেশনে থাকবে।” ন্যাশনাল এড্স কন্ট্রোল অর্গানাইজেশন (ন্যাকো) এবং কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দফতরের উদ্যোগে ওই প্রচার ট্রেনটি বিভিন্ন জায়গায় সফর করছে। এই রাজ্যর অন্যান্য জায়গা হয়ে শেষে শিলিগুড়িতে আসছে। এখান থেকে অসমের উদ্দেশে রওনা হবে ৮ অগস্ট। তবে আম জনতার জন্য ট্রেনটি দেখার সুযোগ থাকছে ২দিন। দার্জিলিং জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির সফর নিয়ে স্কুল, কলেজে সর্বত্র প্রচার করা হচ্ছে। স্কুল, কলেজের পড়ুয়াদের ওই প্রচার ট্রেন নিয়ে উৎসাহী করা হচ্ছে। আইচআইভি আক্রান্তদের সংগঠনের সদস্যরা ৫ অগস্ট মাল্লাগুড়ি থেকে মিছিল করে শিলিগুড়ি জংশন স্টেশনে যাবেন। এই প্রচারের মাধ্যমে বাসিন্দারা এইচআইভি নিয়ে ক্রমশই সচেতন হচ্ছে বলে দাবি করেন রুদ্রবাবু। কোনও নার্সিংহোমে চিকিৎসা করাতে গেলে এড্স রোগীদের যাতে কোনও ভাবেই ফিরিয়ে দেওয়া না হয় সে ব্যাপারে সরকার সচেতন বলে তিনি জানান। |