জঙ্গিপুরে দাঁড়াতে চান প্রণব-পুত্র অভিজিত্ |
বাবা প্রণব মুখোপাধ্যায় এখন রাষ্ট্রপতি। তাই তিনি যে কেন্দ্র থেকে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন সেই জঙ্গিপুরে ফের হবে নির্বাচন। এখনও সে বিষয়ে কোনও সরকারি নির্দেশিকা জারি না হলেও ভবিষ্যতের সেই নির্বাচন নিয়ে মনের একটি ইচ্ছের কথা এসএমএস করে অধীর চৌধুরীকে জানালেন প্রণব-পুত্র অভিজিত্ মুখোপাধ্যায়। তাঁর সেই ইচ্ছেকে স্বাগত জানিয়ে মুর্শিদাবাদের জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আজ সংবাদমাধ্যমে বলেন, ‘‘অভিজিত্ মুখোপাধ্যায় আমাকে এসএমএস করে জানিয়েছেন, তিনি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে চান।’’ যদিও অধীরবাবুকে এই এসএমএস প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগেই পাঠিয়েছেন বর্তমানে বীরভূমের নলহাটির বিধায়ক অভিজিত্ মুখোপাধ্যায়। অধীর চৌধুরী জানিয়েছেন, ‘‘এ বিষয়ে আমার জেলা সভাপতি হিসেবে কোনও আপত্তি নেই। বরং উনি প্রার্থী হলে কংগ্রেসের সুবিধাই হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেস হাইকম্যান্ড নেবে। আর প্রণববাবুরও একটা মতামত থাকবে নিশ্চয়ই।’’ কিন্তু গত ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত অনুযায়ী এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে আর কোনও জোট নয় নীতি যদি ‘জারি’ হয়, সে ক্ষেত্রে প্রণব-পুত্রের জেতার আশা কতটা? অধীরবাবুর মতে, পুরোটাই, কেন না তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট বা জোটহীন অবস্থার কোনও প্রভাব নির্বাচনে পড়বে না।
|
অসমে ফের উত্তেজনা, রেশ বাংলাতেও |
|
কোকরাঝাড়ে সেনা টহল। ছবি: পিটিআই। |
নতুন করে আবার উত্তেজনা ছড়াল অসমে। বিভিন্ন জেলায় চলছে গোষ্ঠী সংঘর্ষ। কোকরঝাডে় কার্ফু জারি করা হয়েছে। রাত্রিকালীন কার্ফু বহাল রাখা হয়েছে চিরাঙ্গ ও ধুবুডি় জেলায়। এমনকী দেখামাত্র গুলি করার নির্দেশও দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। অশান্তির খবর পাওয়া গিয়েছে বঙ্গাইগাঁও জেলা থেকেও। ইতিমধ্যেই মারা গিয়েছেন ২১ জন। আজ সকালে গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসে ভাঙচুর চালায় একদল অপরিচিত দুষ্কৃতী। যার ফলে সারা রাজ্য জুড়েই ট্রেন চলাচল ব্যাপক ভাবে বিঘ্নিত হয়। অশান্তির রেশ এসে পৌঁছেছে অসম-বাংলার সঙ্কোশ নদীর সীমান্তে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে উত্তেজনা ব্যাপক ভাবে ছড়িয়েছে। সকাল থেকেই সেখানে ‘আগুন জ্বলছে’। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয়। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অসমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে।
|
নিউ আলিপুরের দুর্গাপুর কলোনির একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর ক্ষতবিক্ষত দেহ মিলল। নিহতের নাম অপর্ণা খাঁ। আজ সকালে শোওয়ার ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পান তাঁর স্বামী নিমাই খাঁ। নিঃসন্তান এই দম্পতি এলাকায় বেশ পরিচিতই ছিলেন। অপর্ণাদেবীর গলায় মারাত্মক গভীর ক্ষতচিহ্ন রয়েছে। তাঁর সারা গায়েও আঘাত করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। প্রাথমিক ভাবে পুলিশ একটি খুনের মামলা রুজু করে জিজ্ঞাসাবাদের জন্য নিমাইবাবুকে আটক করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে রোগীর আত্মীয়দের মাদক মেশানো বিস্কুট খাইয়ে সর্বস্ব লুঠ করে নেওয়ার অভিযোগ উঠেছে। ভর্তি রোগীদের আত্মীয়েরা প্রয়োজনেই থাকেন হাসপাতাল চত্বরে। দিন হোক বা রাত যে কোনও হাসপাতালে এমন চিত্রটাই দেখা যায়। তেমনই বহরমপুর হাসপাতালে ভর্তি রোগীদের একাংশের আত্মীয়েরা ছিলেন ওইখানে। এক যুবক তাঁদের কয়েক জনের সঙ্গে আলাপ জমায়। তার পর তাঁদের বিস্কুট খেতে দেয়। অভিযোগ এর পরই অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তিরা। বিস্কুটে মাদক মেশানো ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এর পর ওই যুবক মোবাইল-সহ টাকা পয়সা যা ছিল সব নিয়েই পালিয়ে যায়। অচৈতন্য অবস্থায় ৪ জনকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে থানায়। তবে অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। আর এ সবের মাঝখানেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। |