|
|
|
|
|
খেয়াল রাখুন
তথ্য সংকলন: কৌলিক ঘোষ |
|
|
বেশ কিছু পাঠ্যক্রমে ভর্তির জন্য আবেদনপত্র চাইছে ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু। এগুলির মধ্যে আছে
১) লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রম। ভর্তির নিয়ম-কানুন সম্পর্কে জানতে ফোন করে নিতে পারেন ৯৮৯৯৯৬০৩৯৩ নম্বরে।
২) ব্যাচেলর্স ইন ট্যুরিজম স্টাডিস, মাস্টার অফ আর্টস ইন ট্যুরিজম এবং সার্টিফিকেট ইন ট্যুরিজম স্টাডিজ পাঠ্যক্রম। বিস্তারিত জানতে ফোন করে নিতে পারেন ৯৮৬৮২৮৭৭০৮ নম্বরে।
৩) অ্যাডভান্সড সার্টিফিকেট ইন পাওয়ার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট পাঠ্যক্রম। এ ক্ষেত্রে ভর্তি-সহ বিভিন্ন বিষয়ে জানতে ফোন করে নিতে পারেন ৯৮১০৫৯২৪৩৮ নম্বরে।
৪) ব্যাচেলর্স প্রিপারেটরি প্রোগ্রাম ইন জেনেরাল ম্যাথমেটিক্স, ইন সোশ্যাল সায়েন্সেস, ইন কমার্স। যাঁরা প্রথাগত শিক্ষা পদ্ধতিতে ১০+২ উত্তীর্ণ হতে পারেননি, অথচ ইগনু-তে স্নাতক পড়তে চান, তাঁদের জন্য এই সুযোগ। জেনেরাল ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্সেস ও কমার্স, এই তিনটি বিষয়ে স্নাতক পড়ার জন্য প্রস্তুত করে দেবে পাঠ্যক্রমগুলি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, এগুলি সম্পূর্ণ করার পর সহজেই স্নাতকে ভর্তি হওয়া যাবে। উচ্চাশিক্ষায় আগ্রহী অথচ কোনও কারণে প্রথাগত পদ্ধতিতে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারেননি যে সব ছেলেমেয়ে, তাঁরা এই সুযোগ নিয়ে নিজেদের আকাঙ্খা পূরণ করতে পারেন। বাংলা, ইংরেজি-সহ ওড়িয়া, হিন্দি, তামিল, মারাঠি, তেলেগু, মালায়ালম ও গুজরাতি ভাষায় পড়ার সুযোগ আছে।
সব ক্ষেত্রেই আবেদনের শেষ দিন ৩০ জুলাই। এর পর ১৪ অগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে ২০০ টাকা জরিমানা দিয়ে। হ্যান্ডবুক ও প্রসপেক্টাস কেনা যাবে ইগনুর সবক’টি আঞ্চলিক কেন্দ্রে ও বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে।
|
এ বছর কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এর দিনক্ষণ ঘোষণা করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)। আগামী ১১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত, ২১ দিন ধরে অনলাইনে এই পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য বারের মতো এ বছরও পরীক্ষাটি নেওয়ার জন্য আইআইএম-এর সহযোগী হিসেবে রয়েছে প্রোমেট্রিক।
অ্যাক্সিস ব্যাঙ্কের নির্দিষ্ট কয়েকটি শাখায় ৩০ জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে ‘ক্যাট ভাউচার’। আর অনলাইন মাধ্যমে প্রার্থীর নাম নথিভুক্তিকরণ চলবে ৩০ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা ও প্রশ্নের ধরন-ধারণ, পরীক্ষার দিন ও সময় নির্ধারণের প্রক্রিয়া, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার পদ্ধতি-সহ সমস্ত বিষয় প্রার্থী জানতে পারবেন www.catiim.in ওয়েবসাইট থেকে।
|
|
আগামী ১ অগস্ট থেকে কলকাতার ইনস্টিটিউট অফ লিডারশিপ অন্ত্রেপ্রেনরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইলিড)-এ শুরু হচ্ছে স্বল্পমেয়াদি পাঠ্যক্রম, ‘হাও টু অ্যাটেইন ফিনান্সিয়াল ফ্রিডম অ্যান্ড স্টার্ট ক্রিয়েটিং ওয়েলথ্ ইন ১০ ডেজ’। যে কোনও বিষয়ে ১০+২ উত্তীর্ণরা দেড় মাস মেয়াদের এই কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তির শেষ দিন ৩১ জুলাই। ফোন নম্বর ৯৮৩০০১৫২০১/ ০৩৩-৪০১৮২০০০। দেখুন www.ilead.net.in ওয়েবসাইট।
|
নয়াদিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, চেন্নাইয়ের এশিয়ান কলেজ অফ জার্নালিজম, পুণের সিমবায়োসিস ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন-সহ কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাঁরা স্নাতকোত্তরে মাস কমিউনিকেশন পড়তে ইচ্ছুক, তাঁদের জন্য সিসিসি-এর দীর্ঘমেয়াদি প্রস্তুতি প্রশিক্ষণ শুরু হচ্ছে ৪ অগস্ট। যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ বা তৃতীয় বর্ষের পড়ুয়ারা যোগ দিতে পারেন। ফোন নম্বর ২২২৭৪৬৮২।
|
দ্বাদশের পর ২০১৩ সালে যাঁরা কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের অধীন ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং টেকনোলজির বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা দিতে চান, তাঁদের জন্য কলকাতার ক্যারি অন প্রশিক্ষণ কেন্দ্র অগস্টের প্রথম সপ্তাহ থেকে চালু করছে প্রস্তুতি পাঠ্যক্রম। দেশের ২১টি কেন্দ্রীয় আইএইচএম, ১৪টি রাজ্য আইএইচএম এবং ১৬টি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায় ওই প্রবেশিকা দিয়ে। দ্বাদশ পড়ুয়া ও উত্তীর্ণরা যোগ দিতে পারবেন। কর্তৃপক্ষের দাবি, কোনও প্রার্থী ওই ৫১টি প্রতিষ্ঠানের কোনওটিতেই স্থান না-পেলে কোর্স ফি-র অধিকাংশই ফেরত পাবেন। ফোন নম্বর-৯৬৭৪৪৮৮০১৪।
|
বিভিন্ন ধরনের প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে তৈরি হচ্ছেন যাঁরা, তাঁদের জন্য ভারতী এয়ারটেল আনল একটি বিশেষ সুযোগ। সংস্থার ডিটিএইচ পরিষেবা এয়ারটেল ডিজিটাল টিভির মাধ্যমে তারা দেবে আই-এক্স্যাম পরিষেবা। এতে ঘরে বসেই ওই ডিজিটাল টিভি মারফত এআইট্রিপলই, আইআইটি জয়েন্ট, ক্যাট, ব্যাঙ্ক পিও, পিএমটি-র মতো পরীক্ষার প্রশিক্ষণ মিলবে, নিজেকে যাচাই করতে মক টেস্ট দেওয়া যাবে এবং সরাসরি পরীক্ষার অনুশীলন করা যাবে বলে দাবি সংস্থা কর্তৃপক্ষের। |
|
|
|
|
|