অলিম্পিকের সময়ে ব্রিটেনে জঙ্গিদের গতিবিধি নিয়ে ইতিমধ্যেই তটস্থ ব্রিটিশ সরকার। পাকিস্তানে এক পাসপোর্ট ও ভিসা কেলেঙ্কারির জেরে আরও বাড়ল সেই আতঙ্ক। ওই কেলেঙ্কারির সুযোগ নিয়ে জঙ্গিরা পাক অলিম্পিক দলের সঙ্গে ব্রিটেনে ঢুকে পড়তে পারত বলে জানিয়েছে একটি ব্রিটিশ সংবাদপত্র। জাল পরিচয়পত্র, ভিসা ও পাসপোর্টের এই চক্রের সঙ্গে লাহৌরের রাজনীতিক আবিদ চৌধুরি ও একটি ভ্রমণ সংস্থাও জড়িত বলে অভিযোগ।
পাকিস্তানের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার দায়িত্ব ন্যাশনাল ডেটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির (এনএডিআরএ)। ব্রিটিশ সংবাদপত্রটির কয়েক জন ছদ্মবেশী সাংবাদিক লাহৌরের একটি জাল পাসপোর্ট ও ভিসা চক্রের সঙ্গে যোগাযোগ করেন। তারা অলিম্পিক দলের সঙ্গে ভুয়ো কর্মী হিসেবে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর পরে লাহৌরে এনএডিআরএ-র আট কর্মী আসরে নামেন বলে অভিযোগ। আইন ভেঙে ওই ছদ্মবেশী সাংবাদিকদের পরিচয়পত্র পেতে সাহায্য করেন তাঁরা। ব্রিটিশ সাংবাদিকদের অভিযোগ, লাহৌরের রাজনীতিক আবিদ চৌধুরি ও একটি ভ্রমণ সংস্থার কর্তারা জানিয়ে দেন এর পরে অলিম্পিক দলের সঙ্গে ব্রিটেনে যাওয়ার ব্যবস্থা করা তাঁদের দায়িত্ব। খরচ হবে ৭ হাজার পাউন্ড। গোপন ক্যামেরায় আবিদ চৌধুরির ছবিও তুলেছেন তাঁরা। কোনও পর্যায়েই তাঁরা কেন ব্রিটেনে যেতে চান তা নিয়ে কেউ প্রশ্ন করেননি। ফলে, এই সুযোগ ব্যবহার করে ব্রিটেনে ঢুকতে পারত যে কোনও জঙ্গি সংগঠনের সদস্যরা।
পুরো ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে নড়েচড়ে বসে পাক সরকার। লাহৌরে এনডিআরএ-র আট কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছে সরকার। ওই দলে এনএডিআরএ, ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি, আইএসআই ও ইনটেলিজেন্স ব্যুরোর অফিসাররা থাকবেন। |