গুড়িয়ার মৃত্যু, এখনও অসম্পূর্ণ ময়নাতদন্তের রিপোর্ট |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গুড়াপের হোমের আবাসিক মহিলা গুড়িয়ার ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হতে আরও কয়েক দিন সময় লাগবে। এমনই তথ্য জানা যাচ্ছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগ সূত্রে। ফলে এখনও ধন্দ রইল গুড়িয়ার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে। শুক্রবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রদীপ ঘোষ বলেছিলেন, গুড়িয়ার মৃতদেহের ময়না-তদন্ত নিয়ে তিনি কিছু জানেন না, জানতেও চান না। ফোন বন্ধ রেখেছিলেন হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান রবীন কর্মকার। শনিবার অবশ্য ফরেন্সিক বিভাগ সূত্রের খবর, গুড়িয়ার ময়না-তদন্তের রিপোর্ট অনেকটাই লেখা হয়েছে। কিন্তু, যে চিকিৎসক ময়না-তদন্ত করেছেন, সোমবার থেকে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে বাড়িতে থাকায় রিপোর্ট সম্পূর্ণ করা যাচ্ছে না। তাঁর কাজে যোগ দিতে আরও তিন-চার দিন লাগবে। ওই বিভাগের কিছু চিকিৎসক জানিয়েছেন, ময়না-তদন্তে দেখা গিয়েছে, মাথায় একাধিক আঘাতে গুড়িয়ার মৃত্যু হয়েছে। তাঁদের দাবি, পুলিশ তাঁদের মৌখিক ভাবে জানায়, জানলা দিয়ে পড়ে গুড়িয়া মারা যান। এর সত্যতা যাচাই করতে ফরেন্সিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে যাওয়া উচিত। তা না হলে পুলিশকে ঘটনাস্থলের ছবি, ম্যাপ তাঁদের দেখাতে হবে।
|
গঙ্গায় তলিয়ে গেলেন পুণ্যার্থী |
নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর |
বাঁক নিয়ে বন্ধুদের সঙ্গে তারকেশ্বর যাওয়ার পথে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পুণ্যার্থী। শনিবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে চাঁপদানির পিরতলা ঘাটে। জয়কিষাণ তাঁতি নামে ভদ্রেশ্বরের লিচুবাগান এলাকার বাসিন্দা, বছর ছাব্বিশের ওই পুণ্যার্থীর খোঁজে নৌকা নিয়ে রাত পর্যন্ত তল্লাশি চালায় পুলিশ। পুলিশ জানায়, জয়কিষাণের সঙ্গে তাঁর দুই বন্ধুও তলিয়ে যাচ্ছিলেন। ঘাটে থাকা লোকজন তাঁদের উদ্ধার করলেও জয়কিষাণের খোঁজ পাননি। ওই দু’জন চন্দননগর হাসপাতালে ভর্তি।
|
সিঙ্গুরে দুর্ঘটনা, জখম ৩৭ জন |
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
ধর্মতলায় দলের কর্মসূচি থেকে ফেরার পথে শনিবার বিকেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দু’টি দুর্ঘটনায় জখম হন তৃণমূল কর্মীরা। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকায় ডিভাইডারে ধাক্কা মেরে বাস উল্টে জখম হলেন বর্ধমানের রায়নার অন্তত ২২ জন তৃণমূল কর্মী-সমর্থক। আহতদের মধ্যে ৭ জন কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর একটি দুর্ঘটনায় রাত পৌনে ন’টায় সিঙ্গুরের ঘনশ্যামপুরে দুর্ঘটনায় জখম হয়েছেন বাঁকুড়ার খাতরার জনা পনেরো তৃণমূল কর্মী-সমর্থক।
|
দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে হাওড়ার ফোরশোর রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রশান্ত সাউ (২৪)। বাড়ি খিদিরপুর এলাকায়। পুলিশ জানায়, এ দিন বিকেল চারটে নাগাদ ওই যুবক যখন মোটরবাইকে চেপে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিলেন, তখন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পিছনে ধাক্কা মারেন। গুরুতর আহত অবস্থায় হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অবশ্য ওই যুবকের ঘনিষ্ঠদের বক্তব্য, বাসটিই পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভিড়ে-ঠাসা জেটি থেকে গঙ্গায় পড়েও কোনওমতে প্রাণে বাঁচলেন সাত তৃণমূল সমর্থক। শনিবার বিকেলে চাঁদপাল ঘাটে ঘটনাটি ঘটে। পুলিশ-স্থানীয় লোকজন মিলে তাঁদের জল থেকে উদ্ধার করে। ধর্মতলার সভা থেকে ফেরার সময়ে জেটিতে তখন তিলধারণের জায়গা নেই। ওই সাত জনের মধ্যে তিন মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগুন লাগল একটি রাসায়নিক কারখানায়। শনিবার বিকেলে খড়দহে, কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া বন্দিপুরে। প্রথম দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইঞ্জিন পাঠানো হয়। রাত ১২টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। |