দেশের ত্রয়োদশতম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় |
ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। স্বাধীনতার ৬৫ বছরের ইতিহাসে প্রথম বাঙালি হিসেবে ভারতবর্ষের সর্বোচ্চ পদে নির্বাচিত হলেন প্রণব মুখোপাধ্যায়। এখনও পর্যন্ত প্রায় ৭৩ শতাংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্ণ অ্যাজিটক সাংমাকে বিপুল ভোটে হারালেন তিনি। এখনও কয়েকটি রাজ্যের ভোট গণনা বাকি রয়েছে, তবুও জেতার জন্য ‘ম্যাজিক ফিগার’ ৫ লক্ষ ২৫ হাজার ভোট ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছেন প্রণববাবু। পশ্চিমবঙ্গের কংগ্রেস কার্যালয় বিধান ভবনে প্রচুর কর্মী-সমর্থক হাজির হয়েছেন প্রণববাবুর এই জয় উদযাপন করার জন্য। শুরু হয়ে গিয়েছে আবির খেলা, বাজি পোড়ানো। তাঁর গ্রামের বাড়ি কীর্ণাহারের মিরাটী গ্রামের চিত্রও একই রকম।
সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় প্রণববাবু জানিয়েছেন, ‘‘গত এক মাসে আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছি। আমার নির্বাচকমণ্ডলী তো বটেই, সাধারণ মানুষের কাছ থেকেও যে উচ্ছ্বসিত অভিনন্দন পেয়েছি, রাজনৈতিক কর্মী হিসেবে তাতে আমি আপ্লুত। যে ভাবে রাজনৈতিক দলগুলি তাদের গোষ্ঠী থেকে বেরিয়ে এসে আমায় সমর্থন জানিয়েছেন তার জন্য আমি তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করছি।’’
|
আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা |
আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হবে। সকাল ১১টা থেকে রাজ্যসভার ৬৩ নম্বর কক্ষে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। যদিও সংখ্যাতত্ত্বের বিচারে ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায় তাঁর প্রতিদ্বন্দ্বী পিএ সাংমার থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন, তবুও ফলাফল ঘোষণার আগে কোনও রকম উচ্ছ্বাস দেখাতে নারাজ প্রণববাবু। তবে তাঁর গ্রামের বাড়ি বীরভূমের কীর্ণাহারে অন্য রকম চিত্র দেখা গেল। সকাল থেকেই তাঁর জয়ের আনন্দে সবাই উত্সবে মেতে উঠেছেন। তৈরি হচ্ছে মিষ্টি, চলছে বাউল উত্সব। বিভিন্ন কংগ্রেস দফতর ভরে উঠছে কর্মী সমর্থকে। বিশেষজ্ঞ মহলের মতামত অনুযায়ী প্রণববাবু মোট ভোটের প্রায় ৬৭ শতাংশ পাবেন। তাই উত্সবের আগাম প্রস্তুতি সেরে রেখেছেন তাঁর সকল সমর্থকই। |