আজকের শিরোনাম
ফের শুরু হতে চলেছে ভারত-পাক ক্রিকেট যুদ্ধ
পাঁচ বছর পর ফের ক্রিকেট যুদ্ধ শুরু হতে চলেছে ভারত-পাকিস্তানের মধ্যে। ২০০৭ সালে মুম্বই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দেশের মাটিতে তো নয়-ই পাকিস্তানের মাটিতেও খেলেনি ভারত। অন্য দিকে, ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তানে খেলতে গিয়ে লাহৌরে জঙ্গি হামলার শিকার হন। তারপর থেকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে আর কোনও ক্রিকেট দলই খেলতে যেতে রাজি হয়নি। এদিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজক হিসাবে পাকিস্তান ‘ব্রাত্য’ হয়ে পড়েছিল বলাইবাহুল্য। কূটনৈতিক সম্পর্ক উন্নতির চেষ্টার পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্রিকেট সম্পর্কেরও উন্নতির চেষ্টা করে আসছে ভারত ও পাকিস্তান। দীর্ঘ আলোচনার পর আজ এই বিষয়ে দু’দেশের ক্রিকেট বোর্ড সম্মতি প্রকাশ করেছে। ভারতের মাটিতে পাক দলের খেলার সবুজ সঙ্কেতও দিয়েছে ভারতীয় বোর্ড। ঠিক হয়েছে, আগামী ডিসেম্বরে ভারতের সঙ্গে ৩টি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে চেন্নাই, কলকাতা ও দিল্লিতে হবে একদিনের ম্যাচ এবং বেঙ্গালুরু ও আমদাবাদে হবে টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয় বোর্ডের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়ায় পাক-বোর্ডের প্রধান উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

চার জেলায় ডাকাতি, মৃত ২ গৃহবধূ
চার জেলায় ডাকাতির ঘটনায় মৃত্যু হল দুই পরিবারের ২ গৃহবধূর। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ক্যানিংয়ের শরত্পল্লীতে ব্যবসায়ী সুকুমার ঘোষের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা কোলাপসিবল গেট ভেঙে বাড়িতে ঢোকে। সেই সময় বাড়িতে ছিলেন সুকুমারবাবুর স্ত্রী তুলসী ঘোষ। বাধা দিতে গেলে ডাকাতরা তুলসীদেবীর গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, ক্যানিং থানা ও প্রশাসনিক কর্তাদের দফতর ঘটনাস্থল থেকে খুব বেশি দূরে নয়। অথচ পুলিশ এই বিষয়ে কোনও আঁচই পায়নি। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও দেখান।
এদিকে, গতকাল রাতেই হাওড়ার মিদ্দেপাড়ায় ৫ জন সশস্ত্র ডাকাত তাণ্ডব চালায় আসমাক আলি নামে এক ব্যক্তির বাড়িতে। ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসমাক আলির স্ত্রী এসমাতারা বেগমের। গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, ডাকাতরা প্রায় নগদ ৫ লক্ষ টাকা ও সোনার গয়না লুঠ করেছে। এই ঘটনার পর দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে আজ সকালে হাওড়া-আমতা রোড অবরোধ করেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জগৎবল্লভপুর থানা এলাকায় অপরাধমূলক কাজ বেড়েই চলেছে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।
অন্য দিকে, মুর্শিদাবাদের নওদায় মাঝরাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আহত হয়েছে এক শিশু-সহ পরিবারের বেশ কয়েকজন। তাদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নগদ ৪ লক্ষ টাকা লুঠ হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আবার দুর্গাপুরের বুদবুদে ইস্পাত কারখানায় ৩৫ জনের একটি ডাকাতদল চড়াও হয়ে ১২ লক্ষ টাকার সামগ্রী ও নগদ ২৬ হাজার টাকা লুঠ করে। সেই সঙ্গে মারধর করে নিরাপত্তাকর্মীদের মারধরও করেছে বলে কারখানা সূত্রে খবর।

মহাত্মা গাঁধী স্টেশনে মেট্রো বিভ্রাট
ফের মেট্রো বিভ্রাটে নাকাল যাত্রীরা। আজ সকাল ১০.৪৪ নাগাদ মহাত্মা গাঁধী রোড স্টেশনে একটি এসি রেক হঠাত্ই বিকল হয়ে পড়ে। ফলে ডাউন লাইনে টালিগঞ্জগামী সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এখনও পর্যন্ত ৬টি ট্রেন বাতিল করা হয়েছে বলে রেলসূত্রে খবর। কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররা। প্রায় ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা।

অবনতি হচ্ছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, পরিদর্শনে সেচমন্ত্রী
গত রাত থেকে একটানা বৃষ্টির জেরে ফের ধস নামল দার্জিলিঙে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে পাঙ্খাবাড়ির রুট। অন্য দিকে, সিকিম যাওয়ার পথে জাতীয় সড়কের তিন জায়গায় ধস নামায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সকালের দিকে বৃষ্টি কিছুটা কমায় বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা ধস সরানোর কাজ তত্পরতার সঙ্গে করছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। তিস্তা ও তোর্সায় জল ক্রমশ বাড়ছে। জারি করা হয়েছে লাল সঙ্কেত। জলঢাকা ও রায়ডাকে হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। নতুন করে বানভাসি হয়ে গৃহহীন প্রায় দু’হাজার মানুষ। অন্য দিকে, শিলিগুড়ি পুরনিগমের ১৩টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। জলের তলায় চলে গেছে ৩১ নম্বর জাতীয় সড়ক। ছুটি ঘোষণা করা হয়েছে শিলিগুড়ির সমস্ত প্রাথমিক স্কুলগুলিতে। প্রশাসনের তরফ থেকে বন্যাদুর্গত এলাকায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে উত্তরবঙ্গে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। বন্যা পরিস্থতি খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.