টুকরো খবর
বাতিস্তম্ভে মাথা ঠুকে যাওয়ায় মৃত্যু কন্ডাক্টরের
হরিদেবপুরে দুর্ঘটনায় মৃত্যু হল একটি বেসরকারি বাসের কন্ডাক্টরের। রবিবার বিকেল সওয়া ৪টে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে মহাত্মা গাঁধী রোডে। পুলিশ জানায়, মৃতের নাম পৃথ্বীরাজ বিশোয়াল (২৮)। বাড়ি হাজরা রোড এলাকায়। বাতিস্তম্ভে মাথা ঠুকে যাওয়ায় রাস্তায় পড়ে গিয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রের খবর, করুণাময়ী থেকে একটি বেসরকারি বাস ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল। মহাত্মা গাঁধী রোডের একটি অংশ খুঁড়ে কাজ চলছে। ধার ঘেঁষে যাচ্ছিল বাসটি। পিছনের গেটে ছিলেন ওই কন্ডাক্টর। মাথা বার করে বাইরে কিছু দেখছিলেন তিনি। তখনই একটি বাতিস্তম্ভে মাথা ঠুকে যায় তাঁর। প্রচণ্ড আঘাতে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। পুলিশ জানায়, তাঁর মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পরে এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি তুলে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ পরিস্থিতি সামলায়। বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।

এসএফআইয়ের লোকাল কমিটি সম্পাদক গৌতম-পুত্র
এসএফআইয়ের বিধাননগর লোকাল কমিটি ১-এর সম্পাদক হলেন সিপিএম নেতা গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব। রবিবার এসএফআইয়ের ওই লোকাল কমিটির সম্মেলন হয়। সেখানে ১২ জনের কমিটি নির্বাচিত হয়। সম্পাদক নির্বাচিত হন সপ্তর্ষি। পরে আরও তিন জনকে ওই কমিটিতে ‘কো অপ্ট’ করা হবে। প্রসঙ্গত, এ দিন এসএফআইয়ের ওই লোকাল কমিটির সম্মেলনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে।কমিটির নতুন সম্পাদক সপ্তর্ষি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের ছাত্র। প্রেসিডেন্সি কলেজে স্নাতক স্তরের ছাত্র থাকাকালীন এসএফআইয়ের সক্রিয় কর্মী ছিলেন। বাবা গৌতমবাবু সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। গৌতমবাবুও এসএফআই নেতা হিসাবেই পরিচিত ছিলেন। সেখান থেকেই পরে তাঁর দলীয় নেতৃত্ব এবং মন্ত্রিত্বে উত্তরণ। এ রকম ‘হেভিওয়েট’ নেতার ছেলে বলেই কি সপ্তর্ষি এসএফআইয়ের বিধাননগর লোকাল কমিটি ১-এর সম্পাদক হওয়ার সুযোগ পেলেন? এসএফআই নেতৃত্বের বক্তব্য, সংগঠনের সদস্যদের মধ্যে যাঁরা উৎকৃষ্ট মানের, তাঁদেরই নেতৃত্বে তুলে আনা হচ্ছে। সপ্তর্ষিও সেই কারণেই ওই লোকাল কমিটির সম্পাদক হয়েছেন। সেখানে তাঁর বাবার পরিচয় নির্ধারক হয়নি। কিছু দিন আগে ডিওয়াইএফআইয়ের বিধাননগর লোকাল কমিটি ১-এর সভাপতি নির্বাচিত হয়েছেন প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর পুত্র অনুভব চক্রবর্তী।

ফের দমদমে ফাঁকা ফ্ল্যাটে চুরি
এক রাতে দু’টি ফাঁকা ফ্ল্যাটে চুরি হল দমদমের পূর্ব সিঁথিতে। শনিবার রাতে স্থানীয় বরদাকান্ত রোডের একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটের বাসিন্দা সুমন মিত্র জানান, ওই রাতে তাঁরা বাড়ি ছিলেন না। ফিরে দেখেন ল্যাপটপ, কিছু গয়না ও টাকা উধাও। তিনতলায় সোহিনী চক্রবর্তীর ফাঁকা ফ্ল্যাটেও ওই রাতেই চুরি হয়। সোহিনীদেবীর অভিযোগ, ডিজিটাল ক্যামেরা, টাকা ও দামি জিনিস চুরি গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কমিশনারেট হলেও আইনশৃঙ্খলার তেমন উন্নতি হয়নি। গত কয়েক মাসে বেশ কিছু ফাঁকা ফ্ল্যাটে চুরি হয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের এডিসি বিশ্বজিৎ ঘোষের দাবি, “আগের থেকে পুলিশি টহল বেড়েছে। তবে দমদমে সব ফ্ল্যাটে নজর রাখা কার্যত অসম্ভব। ফ্ল্যাট ফাঁকা রেখে রাতে বাইরে থাকার কথা স্থানীয় থানায় জানিয়ে রাখলে পুলিশ আলাদা নজরদারি চালাতে পারবে।”

ওড়ার পরেই কাচে চিড়, ফিরল বিমান
কলকাতা থেকে ওড়ার একটু পরেই বিমানের সামনের কাচে চিড় ধরে গেল। ১৭৯ জন যাত্রী নিয়ে ইনডিগোর বিমানটি কলকাতা থেকে ডিব্রুগড় যাচ্ছিল। বেগতিক দেখে ফিরে আসতে চান পাইলট। রবিবার বেলা ১২টা ২৭ মিনিটে ছেড়ে ১টা ৯ মিনিটে ফিরে আসে বিমানটি। শুরু হয় মেরামতি। আটকে পড়া যাত্রীদের অন্য বিমানে ডিব্রুগড় পৌঁছে দেওয়া হয়েছে।

বচসার জেরে মৃত্যু
টিভি দেখা ঘিরে বচসার জেরে ‘খুন’ হলেন এক ট্যাক্সিচালক। শনিবার, সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে। পুলিশ জানায়, গৌরহরি মণ্ডল ও যতীন্দ্র সাউ নামে দুই ট্যাক্সিচালক একই ঘরে থাকতেন। রাতে যতীন্দ্র টিভি দেখছিলেন। শব্দে গৌরহরির ঘুম ভেঙে গেলে বচসা শুরু হয়। যতীন্দ্র খিল দিয়ে গৌরহরির মাথায় আঘাত করেন বলে অভিযোগ। পুলিশ জানায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গৌরহরির মৃত্যু হয়। যতীন্দ্র পলাতক।

কনস্টেবলের মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের। রবিবার ভোরে, এ জে সি বসু রোডে স্টাফ ভিউয়ের সামনে। মৃতের নাম অর্ধেন্দু ঘোষ (৫৩)। পুলিশ জানায়, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা পুলিশের অ্যান্টি পলিউশন সেল গাড়ির ধোঁয়া পরীক্ষা করছিল। আচমকা ওই ঘটনা। লরি-সহ চালক আটক হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.