মুক্তি পেলেন পিঙ্কি প্রামাণিক |
অবশেষে দীর্ঘ ২৬ দিন পর দমদমের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন ‘সোনার মেয়ে’ পিঙ্কি প্রামাণিক। গতকাল বারাসত আদালতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হলেও প্রয়োজনীয় নথিপত্র না আসায় ছাড়া পাননি তিনি। তাঁর মুক্তিতে যত্পরোনাই খুশি জ্যোতির্ময়ী শিকদার-সহ ক্রীড়ামহল। জেল থেকে মুক্তির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিঙ্কি জানিয়েছেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্য দিকে জমির জন্যই পিঙ্কিকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন পিঙ্কির বাবা। অভিযোগকারী মহিলার বিরুদ্ধে মানহানির মামলা করা যায় কি না সেই বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন পিঙ্কি।
|
হাওড়া স্টেশন থেকে অস্ত্রসমেত ধৃত জওয়ান |
আজ ডাউন জামালপুর এক্সপ্রেসের অসংরক্ষিত কামরা থেকে বেআইনি অস্ত্র-সহ এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। ঝাড়খণ্ডের লাতেহারে কর্মরত লক্ষ্মণ রাও নামে ওই জওয়ানকে কয়েকদিন আগেই সাসপেন্ড করা হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। তাঁর কাছ থেকে ২টি ওয়ান শাটার পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্র আনা হচ্ছিল। মাওবাদীদের সঙ্গে তার কোনও যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। |