অনূর্ধ্ব ১৪ সুব্রত কাপ ফুটবলে পুরুলিয়া জেলা স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বলরামপুরের বড় উরমা উচ্চ বিদ্যালয়। সোমবার মানভূম ক্রীড়া সংস্থার মাঠে ফাইনাল ন্যাচে তারা পুরুলিয়া জিলা স্কুলকে ৩-১ গোলে পরাজিত করে। প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় লক্ষ্মণ মাঝি গোল করে বড় উরমাকে এগিয়ে দেয়। বিরতির ঠিক আগে জিলা স্কুলের পক্ষে গোল শোধ করে জিৎ পট্টনায়ক। দ্বিতীয়ার্ধে বড় উরমার পক্ষে কৃষ্ণপদ মুর্মু দু’টি গোল করে। অন্য দিকে, এই প্রতিযোগিতারই অনূর্ধ্ব ১৭ স্তরের প্রতিযোগিতায় পুরুলিয়া জেলার সেরা স্কুলের শিরোপা পেয়েছে পুঞ্চার নপাড়া উচ্চ বিদ্যালয়। সোমবার ফাইনাল ম্যাচে তারা মানভূম ভিক্টোরিয়া ইন্সস্টিটিউশনকে ২-০ গোলে হারিয়ে দেয়। নপাড়ার পক্ষে প্রথম গোলগুলি করেন সূর্য মুদি ও বিবেক সিংহ সর্দার। জেলায় অনূর্ধ্ব ১৪ স্তরে সেরা খেলোয়াড় হয়েছে বড় উরমার লক্ষ্মণ মাঝি ও অনূধ্বর্র্ ১৭-এর সেরা খেলোয়াড় হয়েছে সূর্য মুদি। |
চলতি বছরে শুরু হওয়া বালিকাদের সুব্রত কাপ স্কুল ফুটবলে বুড়দা উচ্চ বিদ্যালয় টামনা বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। গত রবিবার ঝালদা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি হয়। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক নূরউদ্দিন হালদার জানিয়েছেন, বালিকাদের জেলা চ্যাম্পিয়ন দল ১৬-২০ জুলাই যুবভারতীতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় যোগ দেবে। অনূর্ধ্ব ১৪ ও ১৭ বিভাগের দুটি বিজয়ী দল পশ্চিম মেদিনীপুরে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার চ্যাম্পিয়ন স্কুলগুলির সঙ্গে খেলবে।
|
অনূর্ধ্ব ১৪ জাতীয় ফুটবল দল গঠনের ট্রায়ালে যোগ দেওয়ার সুযোগ পেলেন পুরুলিয়ার আট কিশোর। পুরুলিয়া জেলা ফুটবল অ্যান্ড অ্যাথলেটিক অ্যাকাডেমির পক্ষে মনজুর খান জানিয়েছেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোচ রোহিত পরাশর অনূর্ধ্ব ১৪ দলের জন্য প্রতিভা খুঁজতে ২৮ জুন বলরামপুরে এসেছিলেন। তিনি ৮ জনকে বাছাই করে ট্রায়ালে ডেকেছেন। আজ বুধবার তাঁরা পুরুলিয়া থেকে দিল্লি রওনা দিচ্ছে। ১৩ ও ১৪ জুলাই দিল্লিতে ট্রায়াল হবে। ওই খুদে প্রতিভারা হল: বলরামপুরের ঈশ্বর কিস্কু, মহেন্দ্র মাঝি, ইবান হেমব্রম, অযোধ্যা পাহাড়ের কবিনাথ মুর্মু, নগেন বেসরা, বাঘমুণ্ডির মণীন্দ্র বাস্কে ও আনাড়ার অরিজিৎ মাঝি, রাজু মুখী।
|
• জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য বাংলা দলের প্রশিক্ষক নূরউদ্দিন হালদারকে সংবর্ধনা জানাল রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর ও শিক্ষা অধিকার বিভাগ। কলকাতার বিদ্যুৎভবনে সম্প্রতি তাঁকে সংবর্ধনা দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। পুরুলিয়া জেলা শারীর শিক্ষা ও যুবকল্যাণ আধিকারিক বিকাশচন্দ্র মণ্ডল বলেন, “তাঁর এই সম্মানে পুরুলিয়া জেলাবাসী খুশি।”
• বিষ্ণুপুরের কাঁঠালিয়া গ্রামে ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে ফুটবল কোচিং ক্যাম্প। রাজ্য ক্রীড়া পর্ষদের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজক পিয়ারডোবা মল্লভূম ফুটবল অ্যাকাডেমি। কোচ প্রবীর ভট্টাচার্য জানান, স্থানীয় স্কুল ও ক্লাবের আগ্রহীদের ইতিমধ্যেই যোগাযোগ করতে বলা হয়েছে। |