হাঙর পাচার, কাকদ্বীপে ধৃত ২ |
হাঙর (সার্ক) মাছ পাচারের অভিযোগে দু’জনকে কাকদ্বীপ থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অশোক পুরকাইত এবং নয়ন দাস। তাদের বাড়ি কাকদ্বীপেই। ধৃতদের কাছ থেকে ১০০ বস্তা হাঙর মাছ, ২৯ বস্তা শুকনো মাছ উদ্ধার করা হয়েছে। ডায়মন্ড হারবারের বন দফতরের রেঞ্জার অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘হাঙর মাছ ধরা আইনত নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও কাকদ্বীপ এলাকা থেকে ওই মাছ হাওড়ায় পাচার করছিল ধৃতেরা।”
|
পাচার করার অভিযোগে ইন্দাস থানার নলডাঙা বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার পুলিশ একটি কাটা গাছ-সহ একটি ট্রাক্টর আটক করল। কিছু বাসিন্দা এ ব্যাপারে এক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন। যদিও ওই নেতার দাবি, রাজনৈতিক স্বার্থে তাঁকে ফাঁসাতেই মিথ্যা অভিযোগ করা হয়েছে। তবে ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটে বলেন, “অন্যায় ভাবে গাছ কাটা হলে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।” পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। |