ক্যানসারকে হারিয়েছেন, এ বার প্রতিদ্বন্দ্বী হেনরিকে ক্যাপ্রিলেস। আসন্ন ভোটের আগে এমনটাই বার্তা দিলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেস। আগামী ৭ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যত তাড়াতাড়ি সম্ভব জোর কদমে প্রচার শুরু করতে চান তিনি। সোমবার সাংবাদিকের প্রশ্নের উত্তরে চাভেস জানান, দু’মাস আগে তিনি শেষ কেমো থেরাপি নিয়েছেন। এখন পুরোপুরি সুস্থ। প্রতিদিনই তিনি স্বাস্থ্যের উন্নতি আরও বেশি করে অনুভব করেন। ক্যানসার ধরা পড়ার পর ২০১১ সালে চাভেসের দু’বার টিউমারের অস্ত্রোপচারও হয়। আগেও এক বার ক্যানসার সেরে গিয়েছে বলে ঘোষণা করেছিলেন তিনি। পরে ফের ওই রোগ ধরা পড়ায় চিকিৎসার জন্য কিউবায় চলে যান। তবে চাভেসের শরীরের কোথায় ক্যানসার হয়েছে বা তাঁর অবস্থা কতটা গুরুতর, তা কোনও সময়েই প্রকাশ্যে আনা হয়নি।
|
মোহনদাস কর্মচন্দ গাঁধীর স্মৃতিবিজড়িত বেশ কিছু জিনিসপত্রের এক সংগ্রহ কিনে নিল ভারত সরকার। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গাঁধীর অন্যতম বন্ধু হারমান কালেনবাখের চিঠির সংগ্রহও। প্রায় বারো লক্ষ আশি হাজার ডলার ব্যয়ে জিনিসপত্রের এই সংগ্রহ ভারত সরকার কিনেছে বলে জানা গিয়েছে। গাঁধীর জিনিসপত্রের এই সংগ্রহ এত দিন কালেনবাখের নাতনি ইসা সারিদের পরিবারের হেফাজতে ছিল। এ দিন লন্ডনের সদবি-তে নিলামে ওঠার কথা ছিল সেগুলি। সম্প্রতি সংস্কৃতি মন্ত্রকের এক বিশেষজ্ঞ দল সংগ্রহটি পরীক্ষা করে জানায়, জিনিসগুলি দুর্মূল্য এবং খুব ভাল ভাবে সংরক্ষিত হয়েছে। এর পরই ওই সংগ্রহ নিলাম হওয়া থেকে আটকাতে তৎপর হয় ভারত সরকার। জানা গিয়েছে, ভারত সরকার, নিলাম সংস্থা সদবি এবং ইসা সারিদের পরিবারের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়। তার ভিত্তিতেই ভারতের হাতে ওই সংগ্রহ তুলে দেওয়া হয়েছে।
|
প্রেমে বাধা দিচ্ছিলেন বাবা। তাই ‘ক্ষুব্ধ’ কিশোরী-মেয়ে গুলি করে খুন করল বাবাকে। ঘটনাটি ঘটেছে গত রাতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বিলাল শহরে। পাক পুলিশ সূত্রে খবর, নিহতের নাম মুহম্মদ সাব্বির। অভিযুক্ত কিশোরী আপাতত পুলিশি হেফাজতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুহম্মদ বাশারত নামে এক প্রতিবেশীর সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল অভিযুক্ত কিশোরীর। কিন্তু সেই সম্পর্কে ক্রমাগত বাধা দিচ্ছিলেন কিশোরীটির বাবা। পুলিশের দাবি, সেই রাগেই বাবাকে খুন করেছে ১৬ বছরের ওই কিশোরী। পুলিশ আরও জানিয়েছে, বাবাকে খুন করার জন্য প্রেমিকের কাছ থেকেই বন্দুক সংগ্রহ করেছিল ওই কিশোরী। পুলিশ ওই তার প্রেমিককেও গ্রেফতার করেছে। দু’জনের বিরুদ্ধেই খুনের মামলা রুজু করা হয়েছে।
|
১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে অন্যতম প্রধান অভিযুক্ত আবু সালেমের প্রত্যর্পণের আর্জি গত বছর সেপ্টেম্বর মাসে খারিজ করে দিয়েছিল পর্তুগালের সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সে দেশের সাংবিধানিক কোর্টে যায় ভারত। এ দিন নয়াদিল্লির আর্জি খারিজ করে দিয়ে বিতর্ক বাড়াল পর্তুগিজ সাংবিধানিক কোর্ট। সিবিআই জানিয়েছে, রায় খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ করা হবে। |