বাগান থেকে উদ্ধার চিতাবাঘের শাবক |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
চা বাগান থেকে চিতাবাঘের শাবক উদ্ধার করলেন বনকর্মীরা। সোমবার সকালে ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে। বন দফতর সুত্রে জানাগেছে এদিন সকালে বাগানের ১৩ নম্বর সেকশনে চা শ্রমিকরা কাজ করার সময় আওয়াজ শুনতে পান। শ্রমিকরা বাগানের নালার কাছে গিয়ে দেখেন দুটি চিতাবাঘের শাবক খেলা করছে। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি বিজয়কুমার সালিমাথ জানান, শাবক দুটিকে অস্থায়ী ভাবে রেঞ্জ অফিসে রাখা হয়েছে। ১৫-২০ দিনের শাবক দুটির সদ্য চোখ ফুটেছে। সন্ধ্যা নামলে ফের বনকর্মীরা ওই এলাকায় গিয়ে শাবক দুটি ছেড়ে দেবেন। মা শাবক দুটিকে নিয়ে যাওয়া পর্যন্ত নজর রাখা হবে।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সেই গাছবুড়োর কথা মনে আছে? পুরুলিয়ার একটি শুখা গ্রামকে যিনি সবুজে পরিণত করেছিলেন। গাছ লাগাতে মানুষকে উজ্জীবিত করতে সেই কাহিনীর ভিডিও ছবি নিয়ে গ্রামে ঘুরছেন তথ্যসংস্কৃতি দফতরের কর্মীরা। সেই সঙ্গে পণপ্রথা, বাল্যবিবাহ, নারীপাচার থেকে ডায়েরিয়া রোধেও অভিযান শুরু করেছেন দফতরের শিলিগুড়ির কর্মীরা। এলসিডি পর্দায় ভিডিও দেখিয়ে সচেতন করার চেষ্টা হচ্ছে। শনিবার খড়িবাড়ির সিঙ্গিয়াজোত প্রাথমিক স্কুলে প্রচার হয়ছে। শিলিগুড়ি মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক জগদীশ রায় বলেন, “জুলাই মাস ধরেই অভিযান চলবে।”
|
বিশ্ব পরিবেশ দিবস পালন বসিরহাটে |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বসিরহাটের পাতিলাচন্দ্র প্রাথমিক স্কুল মাঠে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল। সকালে সাইকেল র্যালি আয়োজন করা হয়। শিশু-কিশোরদের জন্য ছিল ছবি আঁকা, বক্তৃতা, ক্যুইজ প্রতিযোগিতা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে কালিদাস বিশ্বাস বলেন, স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী-সহ গ্রামবাসীদের আনন্দ দিতেই এই অনুষ্ঠানের আয়োজন। |