যা খবর এসেছিল, শেষ পর্যন্ত তাই ‘সত্যি’ হল। বড়বাজারের মল্লিক স্ট্রিটে অগ্নিদগ্ধ বাড়িতে ব্যবসা চললেও সেটি আসলে বসত বাড়ি। সোমবার পুরসভা সূত্রে জানানো হয়, রেকর্ডে বাড়িটি ‘ডি এইচ’ অর্থাৎ ডুয়েলিং হাউস হিসেবে চিহ্নিত। ফলে প্রশ্ন উঠল পুর-নজরদারি নিয়েও। শনিবার ওই বাড়িতে আগুন লাগে। দমকল কর্তৃপক্ষ জানান, বাড়িটিতে কাপড়ের ব্যবসা চললেও অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না। ঘটনার পরে পুর-কর্তৃপক্ষ জানান, নথি না দেখে কিছু বলা যাবে না। সোমবার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “এটি বসত বাড়ি ছিল। কী করে ব্যবসা শুরু হল, তা খতিয়ে দেখতে বলেছি।” এ দিকে, পুরসভার কর মুল্যায়ন বিভাগের এক অফিসার বলেন, বসত বাড়িতে ব্যবসা চলার ঘটনা শহরে প্রচুর। কিছু করার নেই।
|
শ্রমিক ফ্রন্টে তৃণমূল ও কংগ্রেসের ‘লড়াই’ রাস্তায় নেমে এল। সোমবার সন্ধ্যায় ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’ কারখানার সামনে দুই পক্ষে ঝামেলা বাধে। র্যাফ নামে। দুই ইউনিয়নের পক্ষ থেকেই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজের কয়েকটি রাস্তা ঘণ্টা দেড়েক অবরোধ করা হয়। পুলিশ জানায়, ঠিকা শ্রমিকদের স্থায়ী করা-সহ কিছু দাবি নিয়ে কারখানার সামনে শনিবার থেকে ধর্নায় বসেন আইএনটিইউসির সমর্থকেরা। আইএনটিটিইউসির পক্ষ থেকে সোমবার একই দাবিতে মিছিল বেরোয়। আইএনটিইউসিও মিছিল বার করে। তা লক্ষ করে আইএনটিটিইউসির সমর্থকেরা ইট-পাটকেল ছুড়তে থাকে এবং বোমা ছোড়া হয় বলে আইএনটিইউসির অভিযোগ। পাল্টা অভিযোগ করে আইএনটিটিইউসির পক্ষ থেকে বলা হয়, বিরোধী ইউনিয়নের কর্মীরাই আগে হামলা করে। মেটিয়াবুরুজ থানা লক্ষ করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ।
|
হুগলি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হল এক স্কুলছাত্র। পুলিশ জানায়, সোমবার কৌশিক রায় (১৫) নামে ওই ছাত্র হাওড়া ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয় বলে তার দুই বন্ধু থানায় খবর দেয়। পুলিশ জেনেছে, কৌশিক দশম শ্রেণির ছাত্র। অন্য দিকে, রবিবার দিঘার সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হয়েছে খড়দহের বাসিন্দা সোনা ঘোষের (২৪)। পুলিশ জানায়, বিকেলে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। সন্ধ্যায় তাঁর দেহ মেলে।
|
শহরে দু’টি পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার পাটুলি থানার এনএসসি বসু রোডে লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম শুভদীপ সরকার (৩১)। রবিবার রাতে বন্ডেল রোড উড়ালপুলে দুর্ঘটনায় মৃত্যু হয় জনাব গুলজার হোসেন (২০) নামে এক বাইক আরোহীর।
|
আন্তর্জাতিক মাদক চক্রে জড়িত অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম মেলভিন স্মিথ। সোমবার দুপুরে তিলজলা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশের নার্কোটিক্স শাখা। এই নিয়ে মাদক চক্রে জড়িত অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হল। স্মিথকে আজ, মঙ্গলবার আদালতে তোলা হবে। তার কাছে উন্নত মানের এক কিলোগ্রাম চরস (‘হ্যাশ’ নামে পরিচিত) পেয়েছে পুলিশ। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
|
ডাকাত সন্দেহে গ্রেফতার দুই |
দমদমের অস্ত্র কারখানার কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার কিছু অপরিচিত যুবককে মোটরবাইক নিয়ে ওই এলাকায় ঘুরতে দেখে পাহারাদারদের সন্দেহ হয়। ওই যুবকদের জিজ্ঞাসাবাদ করতে যেতেই তারা পালানোর চেষ্টা করে। পুলিশ দু’জনকে ধরলেও ছ’জন পালায়। ধৃতদের কাছে আগ্নেয়াস্ত্র ও বুলেট পাওয়া গিয়েছে। পুলিশের দাবি, জেরার মুখে ধৃতেরা ব্যাঙ্ক ডাকাতির ছক কষার কথা স্বীকার করেছে।
|