আজকের শিরোনাম
ভারত-পাক বিদেশ সচিব বৈঠক
ভারত ও পাক দুই দেশের শান্তি ও নিরাপত্তার তাগিদে আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসলেন ভারত-পাক দুই দেশের বিদেশ সচিব রঞ্জন মাথাই ও জলিল আব্বাস জিলানি।
শান্তি বজায় রাখার ক্ষেত্রে দায়িত্ব দু’দেশেরই বললেন জলিল আব্বাস জিলানি। ভারতের বিদেশ সচিব রঞ্জন মাথাই খোলা মনে আলোচনার আশ্বাস দিলে তিনি বলেন দুই দেশের মধ্যে সম্পর্কের ক্রমশ উন্নতি হয়েছে। সন্ত্রাস দু’দেশের বড় সমস্যা, এ ব্যাপারে দায়িত্ব দু’দেশেরই। আবু জিন্দল সম্পর্কে কোনও সমস্যা হবে না বলে জানান পাক বিদেশমন্ত্রী।

শিক্ষককে প্রাণে মারার হুমকি

বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ফর্মপূরণ করার একটি নির্দিষ্ট সময় দেয় কলেজ কর্তৃপক্ষ। পার্ট ওয়ান পরীক্ষায় নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ফর্ম পূরণ করতে দেওয়ার অতিরিক্ত সময়ের দাবিতে অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকি দেয় ওই কলেজের এক প্রাক্তন ছাত্র। ঘটনাটি ঘটেছে নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র সান্ধ্য কলেজে। অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কলেজের প্রাক্তন ছাত্র বুলেটকে গ্রেফতার করে। অভিযোগ জেলে থাকা সত্ত্বেও অধ্যক্ষকে বার বার প্রাণ নাশের হুমকি দেয় বুলেট।

পুলিশ কমিশনারকে তলব মানবাধিকার কমিশনের
ব্যঙ্গচিত্র কাণ্ডে আজ ভবানী ভবনে মানবাধিকার কমিশনের সামনে হাজির হলেন পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দা। ব্যঙ্গচিত্র কাণ্ডে তিনি যে রিপোর্ট জমা দিয়েছিলেন তাতে কিছু অসঙ্গতি থাকায় এই জরুরী তলব। যার ফলে রাজ্য মানবধিকার কমিশন থেকে তাঁকে ডেকে পাঠানো হয়।

সিদ্দিকা পারভিনের পাশে সরকার
আজ কলকাতায় এলেন দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের শ্রীরামপুরের বাসিন্দা সিদ্দিকা পারভিন। সিদ্দিকার উচ্চতা ৮ ফুট ও ওজন ১৪০ কেজি। এই বিশাল শরীরের জন্য প্রতিদিন লাগে দুই কেজি করে চাল। সিদ্দিকার পিটুইটারি গ্রন্থিতে একটি টিউমার রয়েছে যার জন্যই বৃদ্ধি-হরমোনের অস্বাভাবিক নিঃসরণ হচ্ছে আর তাতেই সিদ্দিকার গড়ন অস্বাভাবিক হয়েছে। সিদ্দিকার মা মানসুরা বিবি বলেন, বারো বছর বয়েস হওয়ার পর থেকেই তাঁর মেয়ে বদলে যেতে থাকে। গ্রামের চিকিৎসকেরা কলকাতায় নিয়ে আসতে বললেও, চরম দারিদ্র্যতার কারণে তা হয়ে ওঠেনি। পরে এই ব্যাপারটি রাজ্য সরকারের নজরে আসে।
আজ সকালে দক্ষিণ দিনাজপুর থেকে শিয়ালদহ স্টেশনে নিয়ে আসা হয় তাকে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে সিদ্দিকার চিকিত্সা করা হবে বলে জানা যায়। তার চিকিত্সার সব খরচ বহন করবে রাজ্য সরকার।

মুর্শিদাবাদে আহত ৫ পুলিশ
মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় লরির সঙ্গে পুলিশের ভ্যানের সংঘর্ষে আহত হয় ৫ পুলিশ। আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.