আলোচনায় সামি আমেদ
শ্রীলঙ্কার দলে মনোজ-দিন্দা, সহ-অধিনায়ক কোহলিই
নোজ তিওয়ারি এবং অশোক দিন্দা তো থেকে গেলেনই। বাংলা থেকে নতুন প্রতিশ্রুতি হিসেবে এ বার উঠে এলেন সামি আমেদ। বুধবার মুম্বইতে শ্রীলঙ্কাগামী এক দিনের দল বেছে নিতে বসেছিলেন জাতীয় নির্বাচকেরা। সভায় উপস্থিত ছিলেন কোচ ডানকান ফ্লেচারও। তাঁদের সামনে বাংলার তরুণ পেসার সামিকে নিয়ে খুব উৎসাহব্যঞ্জক আলোচনা হল।
শ্রীলঙ্কা সফরের পনেরো জনের দলে সামির জায়গা হল না ঠিকই। কথা ছিল, এ দিন একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক ৩০ জনের দল বেছে নেবেন নির্বাচকেরা। সেটাও স্থগিত থাকল যেহেতু ৩০ জনের নাম দেওয়ার সময়সীমা এখনও দেরি আছে। সামি হয়তো সেই ৩০ জনের প্রাথমিক দলেও না থাকতে পারেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের হয়ে তিনি যে রকম বোলিং করেছেন, সে রকম চালিয়ে যেতে পারলে অদূর ভবিষ্যতে ভারতীয় দলের জার্সি গায়ে তাঁকে দেখা যেতেই পারে। ওয়েস্ট ইন্ডিজে পশ্চিমাঞ্চল নির্বাচক সুরেন্দ্র ভাবে ছিলেন। তিনি খুবই প্রশংসাসূচক কথাবার্তা বলেছেন সামি এবং দিন্দাকে নিয়ে। পূর্বাঞ্চল নির্বাচক রাজা বেঙ্কট অন্যান্য নির্বাচকদের সমর্থনও আদায় করে নেন। সামির ব্যাপারেও তিনি অনেকটা জমি তৈরি করে রেখে আসেন এই সভাতেই। সামনেই ‘এ’ দল যাচ্ছে নিউজিল্যান্ড সফরে। সেখানে সামি নিশ্চিত।
শ্রীলঙ্কায় মোট পাঁচটি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি খেলবে ধোনির টিম। তার পর সেপ্টেম্বরে সঙ্গকারাদের দেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে যুবরাজ সিংহকে খেলানোর একটা চেষ্টা যে করা হবে তা নিয়ে এ দিনের সভাতে আলোচনা হয়েছে। ক্যানসারের সঙ্গে যুদ্ধ জিতে ওঠা যুবরাজ সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি ফিট হবেন কি না নিশ্চিত নয়। বরং অনেকে মনে করছেন, ম্যাচ প্র্যাক্টিস না করে তাড়াহুড়ো করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ঠিক হবে না। কিন্তু ৩০ জনের প্রাথমিক দলে তাঁকে রেখে তবু হয়তো একটা ঝুঁকি নেওয়া হবে। তেমনই ভারতীয় দলে ফেরার ব্যাপারে এখনও কোনও ইঙ্গিত না থাকলেও ৩০ জনের দলে হয়তো জায়গা হবে হরভজন সিংহের।
শ্রীলঙ্কা সফরের দলে প্রত্যাবর্তন ঘটল জাহির খান এবং বীরেন্দ্র সহবাগের। কিন্তু যেটা চমকপ্রদ তা হচ্ছে, সহবাগ ফিরলেও বিরাট কোহলিকে সহ-অধিনায়ক রাখলেন নির্বাচকেরা। নির্বাচকদের চেয়ারম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত এ দিন বলেও দিয়েছেন, “কোহলিকে ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হচ্ছে। সহ-অধিনায়ক হওয়ার পর ও দারুণ খেলেছে। আমরা সেই ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটাতে চাই না।” আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরের জন্য যা খুব ভাল খবর হয়ে দাঁড়াচ্ছে না। এশিয়া কাপে দলে থাকা রবীন্দ্র জাডেজা, ইরফান পাঠান, ইউসুফ পাঠান তিন অলরাউন্ডারই প্রত্যাশা মতো বাদ পড়লেন। পাশাপাশি লন্ডনে ছুটি কাটাতে যাওয়া সচিন তেন্ডুলকর জানিয়ে দেন, শ্রীলঙ্কায় তিনি খেলতে ইচ্ছুক নন।

শ্রীলঙ্কা সফরের জন্য পনেরো জনের দলটি এ রকম: মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি (সহ-অধিনায়ক), বীরেন্দ্র সহবাগ, জাহির খান, গৌতম গম্ভীর, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, অশোক দিন্দা, সুরেশ রায়না, বিনয় কুমার, রোহিত শর্মা, প্রজ্ঞান ওঝা, অজিঙ্ক রাহানে, মনোজ তিওয়ারি এবং রাহুল শর্মা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.