কোর্টে ঝড় তুলে সেমিফাইনালে
মুখোমুখি ফেডেরার-জকোভিচ
শুক্রবার উইম্বলডন সেমিফাইনালে ফেডেরারের বিরুদ্ধে কোর্টে নেমে জকোভিচকে একটা তথ্য নিশ্চয়ই তাড়া করবে। রজারের ‘দ্বিতীয় ঘরে’ কিছুটা চাপেও ফেলে দেবে ‘জোকার’-কে। কিনা গত দশ বছরে অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে ফেডেরার মাত্র তিন জনের কাছে হেরেছেন। তিনটে মাত্র ম্যাচ। নাদাল, বার্ডিচ আর সঙ্গা ছাড়া ছ’বারের চ্যাম্পিয়নকে উইম্বলডনে হারানোর ক্ষমতা কারও হয়নি। বিশ্বের এক নম্বর জকোভিচেরও নয়।
গত বারের চ্যাম্পিয়ন জকোভিচ বুধবার চ্যাম্পিয়নসুলভ মেজাজেই খেলে কোয়ার্টার ফাইনালে হারালেন জার্মানির ফ্লোরিয়ান মেয়ার-কে। ৬-৪, ৬-১, ৬-৪। ২০১০ থেকে তাঁদের মধ্যে বাৎসরিক সাক্ষাৎ চলছে। মেয়ার আগের দু’বার হেরেও এ দিন কোর্টে নামার আগে বলেছিলেন, “আমি সব শট খেলতে পারি। সার্ভ-ভলি মারতে পারি। ড্রপ শট নিতে পারি। স্লাইস মারতে পারি।” বাস্তবেও এ সবই ছিল ম্যাচে। তফাতের মধ্যে মেয়ারের র‌্যাকেটে নয়। তাঁর প্রতিদ্বন্দ্বী জকোভিচের র‌্যাকেটে ।
শেষ চারে ওঠার পথে ফেডেরার। বুধবার। ছবি: এএফপি
তা সত্ত্বেও ম্যাচের শেষে জোকোভিচের গলায় নিজের আজকের খেলার চেয়ে বেশি কথা তাঁর পরের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে। “ফেডেরার অতুলনীয়। সত্যিকারের চ্যাম্পিয়ন। সর্বকালের অন্যতম সেরা। নইলে কী আর টানা তেত্রিশটা গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল খেলে! এবং জিতে সেমিফাইনালেও ওঠে!” জকোভিচের ম্যাচের সময়ই তাঁর চেয়েও বেশি দাপট দেখিয়ে সেন্টার কোর্টে ফেডেরার উড়িয়ে দেন রাশিয়ার ইউজনিকে। ৬-১, ৬-২, ৬-২। ফেডেরার আগের দু’বছর উইম্বলডনে কোয়ার্টার ফাইনালেই ছিটকে গিয়েছিলেন বলে হয়তো আজ আরও নির্মম হয়ে ওঠেন প্রতিদ্বন্দ্বীর ওপর। সামান্যতম আলগাও দেননি। এমনকী লন্ডনের চলতি স্যাঁতসেঁতে আবহাওয়াতেও পিঠের ব্যথা নিয়ে সমস্যায় পড়েননি এ দিন ফেডেরার। দু’জনের ১৪ সাক্ষাতে ১৪ বারই ফেডেরার জিতলেন। তবে এ দিনেরটাই সহজতম। ভিভিআইপি এনক্লোজারে রাজকুমার উইলিয়ামস যে ম্যাচ দেখলেন স্ত্রী কেট-কে নিয়ে। কিছু দূরেই বসে গ্রাফ-আগাসি দম্পতি। পাশেই বিলি জিন কিং। ফেডেরার-ঝড় দেখে বিখ্যাত ব্রিটিশ সংবাদপত্রর টুইট‘রজারকে ধন্যবাদ। ঘরের ছেলে অ্যান্ডি মারের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে ব্রিটিশদের বেশিক্ষণ অপেক্ষা করায়নি।”
বরং মারেই স্বয়ং তাঁর অগুণতি ব্রিটিশ-ভক্তকে সমর্থককে অপেক্ষায় রাখেন ঘণ্টা চারেক। উইম্বলডনের শেষ আটে নাদালের দেশ থেকে টিকে থাকা একমাত্র প্লেয়ার ডেভিড ফেরারের বিরুদ্ধে মারে এক সেট পিছিয়ে পড়েও জেতেন ৬-৭ (৫-৭), ৭-৬ (৮-৬), ৬-৪, ৭-৬ (৭-৪)। দু’জনের মধ্যে অপেক্ষাকৃত ভাল সার্ভিসের সৌজন্যে মারে তিনটের মধ্যে দু’টো টাইব্রেক বের করে নিয়ে সেমিফাইনালে ওঠেন।
টানা চতুর্থ বার। তা সত্ত্বেও এ দিন কোর্টে মারের এক-এক বার অসহায় অবস্থা দেখে কারও মনে হতেই পারত, তাঁর কোচ ইভান লেন্ডলের মতোই তিনিও হয়তো ভাবছেন, ‘ঘাস গরুর খাদ্য!” ফেরার গত মাসেই রোলাঁ গারোর ক্লে কোর্টে কোয়ার্টার ফাইনালে মারেকে হারিয়েছিলেন। আবার দিন কয়েক আগে নেদারল্যান্ডসে ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হয়েছেন। অতীতে হার্ডকোর্টে অস্ট্রেলীয় ওপেনে সেমিফাইনাল খেলেছেন। মারে যথার্থই বলেছেন, “স্প্যানিশ বলেই ফেরার কিন্তু ক্লে কোর্ট স্পেশ্যালিস্ট নয়। ওকে হারানো কঠিন।” যদিও ব্রিটিশরা সঙ্গা বনাম মারে সেমিফাইনাল লাইনআপ আগেভাগেই ভেবে এ দিন গলা ফাটাতে এসেছিল। সঙ্গা-ও এ দিন তাঁর ম্যাচের চার ভাগের তিন ভাগ সমস্যা জর্জরিত থেকেও চতুর্থ সেটে জ্বলে উঠে উপর্যুপরি দু’বার উইম্বলডন সেমিফাইনালে উঠলেন। জার্মানির কোলসক্রেবারকে হারালেন ৭-৬ (৭-৫), ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-২।
এ সবের মধ্যেই টুর্নামেন্টের নবম দিনে এসে মিক্সড ডাবলসে লিয়েন্ডার সঙ্গী ভেসনিনাকে নিয়ে প্রথম ম্যাচ খেললেন। প্রথম রাউন্ডে ‘বাই’ পাওয়া চতুর্থ বাছাই ইন্দো-রুশ জুটি এ দিন প্রি-কোয়ার্টারে উঠলেন। অনামী ফিশার-বার্থেলকে ৬-৩, ৬-৩ হারিয়ে। কিন্তু লিয়েন্ডাররা পড়ে গিয়েছেন তারকাখচিত বেলারুশিয়ান টিম আজারেঙ্কা-মির্নির সামনে। আর ভারতে গভীর রাত পর্যন্ত উইলিয়ামস বোনেদের বিরুদ্ধে ডাবলসের প্রি-কোয়ার্টারে সানিয়া-মাটেক জুড়ি ০-১ সেটে পিছিয়ে আছে।
বৃহস্পতিবার মেয়েদের সেমিফাইনালে সেরেনার সামনে টুর্নামেন্টে টিকে থাকা সেরা বাছাই (দুই) আজারেঙ্কা। অন্য ম্যাচে গ্র্যান্ড স্লামের ওপেন যুগে প্রথম পোলিশ সেমিফাইনালিস্ট রাদোয়ানস্কা খেলবেন জার্মানির কের্বারের বিরুদ্ধে। সেরেনার কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর গত বারের চ্যাম্পিয়ন কিভিতোভা তাঁকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছেছেন। “আমি মনে করি এ বার সেরেনাই চ্যাম্পিয়ন হবে। ওকে এই মুহূর্তে হারানো ভীষণ কঠিন। ও খুব ভাল করে জানে বিগ পয়েন্টগুলোয় নিজের খেলাকে কী ভাবে ওপরে তুলে নিয়ে যেতে হয়।” তবে সেরেনা হেরে গেলে ২০১২ উইম্বলডন যে নতুন মহিলা চ্যাম্পিয়ন পাবে সেটা সেমিফাইনালেই চূড়ান্ত হয়ে যাবে। অন্য তিনজন উইম্বলডন ফাইনালই খেলেননি কখনও।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.