|
|
|
|
নন্দীগ্রাম মামলা |
|
সি পি এম নিয়ে মন্তব্য, হাইকোর্টকে
সতর্ক করল সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদন |
|
নন্দীগ্রাম মামলার নির্দেশের পর্যবেক্ষণে সিপিএম সম্পর্কে করা মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিল কলকাতা হাইকোর্টকে। তাদের ওই মন্তব্য বা পর্যবেক্ষণ কোনও ভাবেই যাতে ওই মামলার পরবর্তী পর্যায়কে প্রভাবিত না করে, কলকাতা হাইকোর্টকে সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছে শীর্ষ আদালত। ওই ঘটনায় কে বা কারা দায়ী, তা খুঁজে বের করতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই তদন্ত এখনও চলছে।
নন্দীগ্রাম মামলায় পুলিশের গুলি চালনাকে ‘অসংবিধানিক’ বলে রায় দিয়ে কলকাতা হাইকোর্ট সিপিএম সম্পর্কে কিছু কড়া মন্তব্য করেছিল। তার মধ্যে ছিল, হাওয়াই চটি পরে পুলিশের পোশাকে সিপিএমের কর্মীরা ঘটনার দিন গুলি চালিয়েছে। সিপিএম পুলিশকে ব্যবহার করে নন্দীগ্রামের আন্দোলন ভাঙার চেষ্টা করেছিল। হাইকোর্টের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিপিএম। তাদের অভিযোগ ছিল, তাদের বক্তব্য না শুনেই কলকাতা হাইকোর্ট একতরফা নিজেদের পর্যবেক্ষণ শুনিয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ের অংশ থেকে দল সম্পর্কে করা মন্তব্যগুলি বাদ দেওয়ার আর্জিও জানিয়েছিল সিপিএম।
সুপ্রিম কোর্টে সিপিএমের তরফে যিনি সওয়াল করেছিলেন, সেই আইনজীবী রউফ রহিম মঙ্গলবার জানান, নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনাকে ‘অসংবিধানিক’ বলে মন্তব্য করতে গিয়ে কলকাতা হাইকোর্ট সিপিএম সম্পর্কে যে সব মন্তব্য করেছে, তা ‘অনভিপ্রেত’ বলে এ দিন মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সিপিএম সম্পর্কে করা মন্তব্য যেন ভবিষ্যতে এই মামলার গতিপ্রকৃতিকে কোনও ভাবে প্রভাবিত না করে, সে ব্যাপারে হাইকোর্টকে সতর্ক করে দিয়েছে বিচারপতি এইচ এল দাত্তু এবং বিচারপতি চন্দ্রমৌলীকুমার প্রসাদের ডিভিশন বেঞ্চ। রহিম জানান, এই ভাবেই সিপিএমের দায়ের করা মামলাটির নিষ্পত্তি করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার ঘটনায় ১৪ জন নিহত হন। সেই সময়ে কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার রায়ে তৎকালীন প্রধান বিচারপতি এস এস নিজ্জর ও বিচারপতি পিনাকী ঘোষের ডিভিশন বেঞ্চ ওই গুলিচালনাকে ‘অসাংবিধানিক’ বলে রায় দেয়। ওই রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট সিপিএমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করে। এই সব অভিযোগকে চ্যালেঞ্জ করে সিপিএম সুপ্রিম কোর্টে মামলা করে। সেই মামলায় সিপিএমের বক্তব্য ছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের কোনও বক্তব্য না শুনেই প্রভাবিত হয়ে তাদের দলের বিরুদ্ধে মন্তব্য করেছে।
কলকাতা হাইকোর্টের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামের গুলি চালানোর ঘটনা নিয়ে সিবিআই তদন্ত এখনও শেষ হয়নি। সিবিআই ইতিমধ্যেই এলাকার সিপিএম নেতা, কর্মী ও সেই সময় ওই অঞ্চলে কর্মরত পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদ করেছে। পরবর্তী প্রক্রিয়াও শুরু করেছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের এই রায় সিপিএমকে কিছুটা স্বস্তি দিল।
সিপিএমের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “সুপ্রিম কোর্ট সিপিএমের দায়ের করা মামলাটি এ দিন নিষ্পত্তি করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, হাইকোর্ট বা তদন্তকারী সংস্থা যেন কোনও ভাবেই প্রভাবিত হয়ে কাজ না করে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সিপিএম সম্পর্কে মন্তব্য সমীচীন বলে মনে করেনি সুপ্রিম কোর্ট।” |
|
|
|
|
|