আজকের শিরোনাম
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক
আজ মহাকরণে ব্যবসায়ী, কৃষি বিপণন দফতরের আধিকারিকদের সঙ্গে খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, এ বছর ভাল ফলন হওয়া সত্ত্বেও কৃষকদের কাছ থেকে কেনা দাম ও বাজারের দামের মধ্যে এই বিস্তর ফারাকের জন্য দায়ী কিছু মধ্যসত্ত্ব ভোগী অসাধু ব্যবসায়ী। এই ব্যবসায়ীরা কৃত্রিম ভাবে দাম বাড়ানোর জন্য অবৈধ ভাবে মাল মজুত করছেন। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বিশেষ নজরদারির করার কথা ঘোষণা করেছেন তিনি। এর জন্য তৈরি করা হবে বিশেষ টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন আজ থেকেই সমস্ত জিনিসপত্রের দাম কমাতে হবে ব্যবসায়ীদের। একই দ্রব্যের দাম বিভিন্ন বাজারে বিভিন্ন রকম যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি। এর পরও যদি এই পরিস্থিতি না পাল্টায় তাহলে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

প্রদীপ ভট্টাচার্যের পদত্যাগ চেয়ে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের
শিখা মিত্র এবং সোমেন মিত্রকে আশ্রয় দিচ্ছেন তিনি — এই অভিযোগ করে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের ইস্তফা দাবি করে প্রদেশ কংগ্রেস কর্মীদের একাংশ বিক্ষোভ দেখান বিধান ভবনে। এই প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন-‘‘ এখানে আশ্রয় দেওয়ার কোনও প্রশ্নই নেই। গতকাল বিধান চন্দ্র রায় ট্রাস্টের অনুষ্ঠানে প্রত্যেক বছরের মত এ বছরেও উপস্থিত ছিলেন সোমেন এবং শিখা মিত্র। এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত আছে বলে আমার মনে হয়।’’

অভিনেতা সোহেল খানের গাড়ির ধাক্কা, মৃত বৃদ্ধা
গতকাল রাত ১১টা নাগাদ বান্দ্রার সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সামনে অভিনেতা-পরিচালক সোহেল খানের গাড়িতে ধাক্কা লেগে ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী গাড়িটি অত্যন্ত বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল এবং রাস্তা পার হওয়ার সময় ওই বৃদ্ধাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় এই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁকে কার্যত বিনা চিকিত্সায় ফেলে রাখা হয় বলে অভিযোগ। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে। রক্ত পরীক্ষা করা হলে তার রক্তে কোনও মাদক পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। গাড়িতে সোহেল খান উপস্থিত ছিলেন কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আজ দুপুরে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোহেলকে বান্দ্রা থানায় ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে গাড়িটি সোহেলের ভাই আরবাজ খানের নামে কেনা হয়েছে। গাড়ির চালককে ৯ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পরে ১০ হাজার টাকার জামিনের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

জমি দখল নিয়ে সংঘর্ষ চিংড়িপোতায়
দক্ষিণ ২৪ পরগনার বজবজের চিংড়িপোতার বলরামপুর গ্রামে জমি দখল নিয়ে রাতভর বোমাবাজি চলেছে। গতকাল রাত থেকেই গ্রামে সমাজবিরোধী এবং গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ চলছে। দীর্ঘদিন ধরেই কিছু প্রোমোটার এবং সমাজবিরোধীদের সঙ্গে গ্রামবাসীদের জমি নিয়ে বিবাদ চলছিল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬ গ্রামবাসী। আহতদের এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ এসে পৌঁছেছে। এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে।

নামখানায় ট্রেন অবরোধ
ট্রেন বাড়ানোর দাবিতে আজ সকাল থেকে নামখানা স্টেশনে ট্রেন অবরোধ করছেন নিত্যযাত্রীরা। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বারবার অনুরোধ করে কোনও ফল না হওয়ায় তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। অবরোধের জেরে সকাল ৮ টা ১৫ মিনিট থেকে শিয়াসদহ-নামখানা লোকাল আটকে রয়েছে। বিপর্যস্ত হচ্ছে আপ-লাইনে ট্রেন চলাচল। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে জিআরপি আধিকারিকরা পৌঁছেছেন।

নিযন্ত্রণহীন বাস ভাঙল পোস্ট অফিস
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি পোস্ট অফিসের পাঁচিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পোস্ট অফিসটি খোলা থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বারুইপুরে সিপিআইএম দলীয় কার্যালয়ে ভাঙচুর
গতকাল রাতে বারুইপুরের সীতাকুন্ডু ছাটুইপাড়ায় সিপিআইএম-এর একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। আজ সকালে কর্মী সমর্থকরা এই ঘটনা দেখার পর স্থানীয় সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান এবং প্রতিবাদ মিছিল করেন এলাকায়। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.