গাইঘাটার সেই শিক্ষিকার জামিন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত গাইঘাটার বেড়িগোপালপুর আদর্শ বিদ্যালয়ের শিক্ষিকা শনিবার আদালতে আত্মসমর্পণ করলেন। বনগাঁ আদালতের এসিজেএম মধুমিতা রায় তাঁকে জামিনে মুক্তি দিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আদালত থেকে বেরিয়ে এ দিন ওই শিক্ষিকা বলেন, “সামনে স্কুলের তৃতীয় ইউনিট টেস্ট। এ সবের জন্য ছাত্রীটিরই ক্ষতি হচ্ছে। ওকে এখনই স্কুলে ফেরাতে হবে। স্কুলের সহপাঠী ও অন্যদের সঙ্গে যাতে ও সহজ ভাবে মিশতে পারে সেটা আমরাই দেখব।” তৃণমূল পরিচালিত ওই স্কুলের পরিচালন সমিতির সম্পাদক বাসুদেব ঘোষ বলেন, “ওই শিক্ষিকার বিরুদ্ধে বড় মাপের চক্রান্ত হয়েছে। তদন্ত চলছে। আসল সত্য শীঘ্র জানা যাবে।”
|
সিঙ্গুরে মিছিল থেকে ফেরার পথে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
সিঙ্গুরে তৃণমূলের মিছিলে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুঘর্র্টনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হন দু’জন। তাঁরা কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। মৃত যুবকের নাম সুরেশ দাস (২৮)। বাড়ি হিন্দমোটরে। আহত দু’জন উত্তরপাড়ার বাসিন্দা। এ দিন মিছিলের পর মোটর সাইকেলে ফিরছিলেন তিন জন। বেগমপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে গিয়ে তিন জনই ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কলকাতায় পিজিতে আনা হয়। পরে সেখানেই সুরেশের মৃত্যু হয়।
|
নিজস্ব সংবাদদাতা • বীজপুর |
সিপিএমের সভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় বীজপুর থানার সামনে সিপিএমের প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারের বক্তৃতার সময় তৃণমূলের হামলায় দলের ১২ জন জখম হন বলে সিপিএমের দাবি। বীজপুর লোকাল কমিটির সম্পাদক শম্ভু চট্টোপাধ্যায়ের অভিযোগ, “শুধু সভায় নয়, থানা চত্বরে আশ্রয় নেওয়া দলীয় কর্মী-সমর্থকদের উপরেও হামলা চালায় ওরা।” তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের দাবি, “সিপিএমের লোকেরাই মারধর-ভাঙচুর করে।”
|
কানে মোবাইল, ছাদ থেকে পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোবাইল ফোনে কথা বলার সময় অসতর্কতার ফলে একতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক তরুন ফুটবলারের। শনিবার রাত সাড়ে আটটার সময় লিলুয়ার ‘ও’ রোডের বাড়ির ছাদে মোবাইলে কথা বলছিলে অনির্বাণ বিশ্বাস (২৫) নামে ওই ফুটবলার। ১৫ ফুট উঁচু থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে ও পরে হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে দশটা নাগাদ হাওড়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অনির্বাণ হাওড়া ইউনিয়নে খেলতেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
|
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
খালে স্নান করতে নেমে স্রোতের টানে তলিয়ে গেল এক কিশোর। শনিবার খানাকুলের চকভেদুয়ায় অরোরা খালে দেহটি উদ্ধার হয়। মৃত শেখ আলি হোসেনের (১৪) বাড়ি ওই এলাকাতেই। শুক্রবার বিকেলে খালে স্নান করতে নেমে তলিয়ে যায় সে। অভিযোগ, মাইকে সতর্ক না করে ‘বোরো বাঁধ’ কেটে দেওয়াতেই এই দুর্ঘটনা। প্রতিবাদে এ দিন চকভেদুয়া মোড়ে অবরোধ করেন স্থানীয় মানুষ। |