দুর্গাপুরে সমবায় নির্বাচন ঘিরে সংঘর্ষ |
পুরভোটের কারণে পিছিয়ে ১ জুলাই নির্বাচনের দিন ঠিক করা হলেও এড়ানো গেল না অশান্তি। দুর্গাপুর স্টিল কো-অপারেটিভের নির্বাচন সকাল থেকে শান্তিপূর্ণ ভাবেই চলছিল। হঠাত্ আইএনটিইউসি-র বেশ কিছু সমর্থক সিটু-র নির্বাচন বুথে চড়াও হয়েছিলেন বলে অভিযোগ। সেখানে ব্যাপক ভাবে ভাঙচুরও করেন তাঁরা। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। তবে স্থানীয় সিটু নেতাদের অভিমত, হামলাকারীরা সকলেই বহিরাগত এবং এই হামলার পেছনে স্থানীয় তৃণমূল বিধায়কের প্রত্যক্ষ মদত রয়েছে। একই সুর শোনা গিয়েছে কুলটির বাম সাংসদ বংশগোপাল চৌধুরীর গলাতেও। ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সিটু।
|
হায়দরাবাদের জুবিলি হলে আগুন |
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অন্ধ্রেপ্রদেশ কংগ্রেস বিধায়করা একটি বৈঠকের আয়োজন করেছিলেন হায়দরাবাদের জুবিলি হলে। বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়। বৈঠক শেষ করে তিনি হল ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই আগুন লাগে জুবিলি হলে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।
|
গোসাবায় কংগ্রেসের সম্মেলনে হামলা |
গোসাবায় শম্ভুনগরে কংগ্রেসের আঞ্চলিক সম্মেলনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় ৫ কংগ্রেস কর্মী আহত হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই বিধান প্রামাণিকের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস কর্মীরা।
|
উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১৪ |
উলুবেড়িয়ার সীতাপুরের কাছে আজ ভোর রাতে একটি কনেযাত্রী বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত আরও ১৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। |