‘বিপন্ন ঐতিহ্যমণ্ডিত সৌধ’-এর আখ্যা দেওয়া হোক বেথলেহেমকে, সেই দাবি ছিলই। আর ‘বিপন্ন’-র তকমা মেলাতেই এ বার খুশি প্যালেস্তাইনি খ্রিস্টানরা। ‘বিপন্ন স্থান’-এর আওতায় এলেই জায়গাটির রক্ষণাবেক্ষণ সুষ্ঠু ভাবে হবে বলে আশা তাঁদের।
তামাম খ্রিস্টান দুনিয়ার বিশ্বাস, জেরুজালেমের ‘নেটিভিটি চার্চ’-এর নীচেরই কোনও গুহায় জন্মেছিলেন যিশু। ইউনেস্কোর সাম্প্রতিক রিপোর্টে বিশ্বের ঐতিহ্যমণ্ডিত অথচ বিপন্ন জায়গার তালিকায় এ বার সামিল হল সেই গির্জাও।
কিন্তু ঠিক কী সমস্যা রয়েছে সেখানে? |
বেথলেহেমের সেই গির্জা। ছবি: এপি |
ইউনেস্কো সূত্রে বলা হচ্ছে, বেথলেহেমের যে অংশে এই গির্জা রয়েছে, সেখান যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। ক্রমাগত জল চুঁইয়ে পড়ে সেই রাস্তা প্রায় ব্যবহার-অযোগ্য হয়ে পড়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে তীর্থযাত্রীদের পক্ষে এখন বেথলেহেমে যাওয়াটাই অত্যন্ত বিপজ্জনক। বিষয়টিতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চেয়ে বেশ ক’দিন ধরেই দাবি জানাচ্ছিলেন প্যালেস্তাইনিরা।
ইউনেস্কো তাঁদের দাবি মেনে নেওয়ায় তাই ‘বিপন্ন’র স্বীকৃতিতেও আনন্দিত তাঁরা। প্রসঙ্গত, নেটিভিটি গির্জা ছাড়াও ইজরায়েল, পালাউ, ইন্দোনেশিয়া, মরক্কো, চিন, সেনেগাল, এবং কোত-দি’ওয়রের বিশেষ কিছু অঞ্চলকেও বিপন্ন ঐতিহ্যমণ্ডিত স্থান হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো। |